Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রেম ভাঙার গুঞ্জনের মধ্যেই ‘ডেটে’ অর্জুন-মালাইকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • ২০২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বেশ কিছুদিন ধরে বলিউডপাড়া আলোচনামুখর জনপ্রিয় এক জুটির বিচ্ছেদের গুঞ্জনে। মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কে নাকি টানাপোড়েন চলছে। শুধু তাই-ই নয়, জানা গেছে মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরেই নাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলার প্রেমে পড়েছেন বনি কাপুরের পুত্র।

এসব গুঞ্জনের মাঝে অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আনফলো’ করে দেন মালাইকা। এতেই সম্পর্কের হিসেব নিয়ে সন্দেহ আরও বাড়তে থাকে। আগস্ট মাসের শেষের দিকে বিচ্ছেদের সেই কল্পনা- জল্পনা ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টাও করেন মালাইকা ও অর্জুন।

সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে একসঙ্গে ঘুরছেন তারা। প্রেম ভাঙার গুঞ্জনের মাঝেই ডেটিংয়ে গেলেন। রোববার (১ অক্টোবর) রাতে মালাইকাকে সঙ্গে নিয়ে ডিনারে গেলেন অর্জুন। ডেটে যাওয়ার মুখে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন তারা।

পাঁচ বছরের প্রেম দুজনের। গত কয়েক মাস ধরে অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে নানান ‘ফিসফিস’ চর্চা বলিউডের অন্দরে। মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কে নাকি চিড় ধরেছে। নেটপাড়ার অনেকেই খেয়াল করেছেন অর্জুন ‘কাপুর’-এর পরিবারের অনেককেই নাকি আনফলো করেছেন মালাইকা। অনেকেই লক্ষ্য করেছেন অর্জুন কাপুরের বোন জাহ্নবী কাপুর, খুশি কাপুর, অংশুলা কাপুরের পাশাপাশি কাকা অনিল কাপুর এবং অর্জুনের বাবা বনি কাপুরকেও আনফলো করেছেন মালাইকা।

শুধু তাই-ই নয়, মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরই নাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলার প্রেমে পড়েছেন বনি কাপুর-পুত্র এমনটাও শোনা যায়।

অর্জুনের সঙ্গে মালাইকার প্রেম ভাঙার খবরে নতুন করে ঘি ঢেলেছিল মালাইকার ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট। সেখানে সবাইকে ‘সুপ্রভাত’ জানিয়ে অভিনেত্রী লিখেছিলেন, ‘পরিবর্তনই জীবনের নিয়ম। যারা শুধুই অতীত এবং বর্তমান নিয়ে বাঁচেন, তারা হয়ত ভবিষ্যৎকে হারিয়ে ফেলেন।’

মালাইকার এমন পোস্টে অর্জুনের সঙ্গে তার বিচ্ছেদ জল্পনা আরও দৃঢ় হয়। এদিকে ১৩ এপ্রিলের পর অর্জুন নিজেও মালাইকার সঙ্গে কোনও পোস্ট করেননি।

রোববার (১ অক্টোবর) রাতে মুম্বাইয়ে টেনিস প্রিমিয়ার লিগের পঞ্চম সিজনের জন্য খেলোয়াড়দের নিলামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালাইকা ও অর্জুন। অন্যান্য সময় ডেটে গেলে যেমন সাজপোশাক থাকে মলাইকার, তার থেকে একেবারেই আলাদা দেখাচ্ছিল তাকে। নিলামের অনুষ্ঠানে টেনিস প্রিমিয়ার লিগেরই একটি দলের জার্সি পরেছিলেন মালাইকা।

অনুষ্ঠান থেকে বেরোনোর সময় যদিও জার্সি বদলে নিজের একটি টিশার্ট পরে নেন তিনি। অন্যদিকে অর্জুনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। অনুষ্ঠানে জার্সি ও সেখান থেকে বেরোনোর পথে নিজের একটি টিশার্ট পরেছিলেন অভিনেতা। তাদের একসঙ্গে দেখে বিচ্ছেদের গুঞ্জন আপাতত থেমেছে।

মালাইকা ও অর্জুন এক ফ্রেমে ধরা দিলেও তাদের শরীরী ভাষা থেকে স্পষ্ট, একে অপরের কাছাকাছি থেকেও খুব একটা স্বচ্ছন্দ নন তারা। তবে কি সত্যিই প্রেম ভেঙেছে? শুধুই কি পেশাদারিত্বের জায়গা থেকেই এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তারা-এমনটাই মনে করছেন।

সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে ১৯৯৮ সালে বিয়ে হয়েছিল মালাইকার। ২০১৬ সালে সেই সম্পর্কে ফাটল ধরে। ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ ও মালাইকা। তার বছর দুয়েকের মধ্যে নতুন করে প্রেমে পড়েন মালাইকা। বয়সে ১২ বছরের ছোট, বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্ক বলিউডের ভেতরে-বাইরে ‘ওপেন সিক্রেট’। ২০১৯ সালে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের জানান দেন এ জুটি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

তিন বছরেও শেষ হয়নি নওগাঁ-বদলগাছি আঞ্চলিক সড়কের প্রশস্থকরনের কাজ, দুর্ভোগে চলাচলকারীরা

প্রেম ভাঙার গুঞ্জনের মধ্যেই ‘ডেটে’ অর্জুন-মালাইকা

প্রকাশের সময় : ০৮:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক : 

বেশ কিছুদিন ধরে বলিউডপাড়া আলোচনামুখর জনপ্রিয় এক জুটির বিচ্ছেদের গুঞ্জনে। মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কে নাকি টানাপোড়েন চলছে। শুধু তাই-ই নয়, জানা গেছে মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরেই নাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলার প্রেমে পড়েছেন বনি কাপুরের পুত্র।

এসব গুঞ্জনের মাঝে অর্জুনের পরিবারের একাধিক সদস্যকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আনফলো’ করে দেন মালাইকা। এতেই সম্পর্কের হিসেব নিয়ে সন্দেহ আরও বাড়তে থাকে। আগস্ট মাসের শেষের দিকে বিচ্ছেদের সেই কল্পনা- জল্পনা ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টাও করেন মালাইকা ও অর্জুন।

সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে একসঙ্গে ঘুরছেন তারা। প্রেম ভাঙার গুঞ্জনের মাঝেই ডেটিংয়ে গেলেন। রোববার (১ অক্টোবর) রাতে মালাইকাকে সঙ্গে নিয়ে ডিনারে গেলেন অর্জুন। ডেটে যাওয়ার মুখে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন তারা।

পাঁচ বছরের প্রেম দুজনের। গত কয়েক মাস ধরে অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে নানান ‘ফিসফিস’ চর্চা বলিউডের অন্দরে। মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কে নাকি চিড় ধরেছে। নেটপাড়ার অনেকেই খেয়াল করেছেন অর্জুন ‘কাপুর’-এর পরিবারের অনেককেই নাকি আনফলো করেছেন মালাইকা। অনেকেই লক্ষ্য করেছেন অর্জুন কাপুরের বোন জাহ্নবী কাপুর, খুশি কাপুর, অংশুলা কাপুরের পাশাপাশি কাকা অনিল কাপুর এবং অর্জুনের বাবা বনি কাপুরকেও আনফলো করেছেন মালাইকা।

শুধু তাই-ই নয়, মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরই নাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলার প্রেমে পড়েছেন বনি কাপুর-পুত্র এমনটাও শোনা যায়।

অর্জুনের সঙ্গে মালাইকার প্রেম ভাঙার খবরে নতুন করে ঘি ঢেলেছিল মালাইকার ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট। সেখানে সবাইকে ‘সুপ্রভাত’ জানিয়ে অভিনেত্রী লিখেছিলেন, ‘পরিবর্তনই জীবনের নিয়ম। যারা শুধুই অতীত এবং বর্তমান নিয়ে বাঁচেন, তারা হয়ত ভবিষ্যৎকে হারিয়ে ফেলেন।’

মালাইকার এমন পোস্টে অর্জুনের সঙ্গে তার বিচ্ছেদ জল্পনা আরও দৃঢ় হয়। এদিকে ১৩ এপ্রিলের পর অর্জুন নিজেও মালাইকার সঙ্গে কোনও পোস্ট করেননি।

রোববার (১ অক্টোবর) রাতে মুম্বাইয়ে টেনিস প্রিমিয়ার লিগের পঞ্চম সিজনের জন্য খেলোয়াড়দের নিলামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালাইকা ও অর্জুন। অন্যান্য সময় ডেটে গেলে যেমন সাজপোশাক থাকে মলাইকার, তার থেকে একেবারেই আলাদা দেখাচ্ছিল তাকে। নিলামের অনুষ্ঠানে টেনিস প্রিমিয়ার লিগেরই একটি দলের জার্সি পরেছিলেন মালাইকা।

অনুষ্ঠান থেকে বেরোনোর সময় যদিও জার্সি বদলে নিজের একটি টিশার্ট পরে নেন তিনি। অন্যদিকে অর্জুনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। অনুষ্ঠানে জার্সি ও সেখান থেকে বেরোনোর পথে নিজের একটি টিশার্ট পরেছিলেন অভিনেতা। তাদের একসঙ্গে দেখে বিচ্ছেদের গুঞ্জন আপাতত থেমেছে।

মালাইকা ও অর্জুন এক ফ্রেমে ধরা দিলেও তাদের শরীরী ভাষা থেকে স্পষ্ট, একে অপরের কাছাকাছি থেকেও খুব একটা স্বচ্ছন্দ নন তারা। তবে কি সত্যিই প্রেম ভেঙেছে? শুধুই কি পেশাদারিত্বের জায়গা থেকেই এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তারা-এমনটাই মনে করছেন।

সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে ১৯৯৮ সালে বিয়ে হয়েছিল মালাইকার। ২০১৬ সালে সেই সম্পর্কে ফাটল ধরে। ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন আরবাজ ও মালাইকা। তার বছর দুয়েকের মধ্যে নতুন করে প্রেমে পড়েন মালাইকা। বয়সে ১২ বছরের ছোট, বলিউড অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্ক বলিউডের ভেতরে-বাইরে ‘ওপেন সিক্রেট’। ২০১৯ সালে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের জানান দেন এ জুটি।