Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রেম বিয়ে সংসার নিয়ে মুখ খুললেন জয়া আহসান!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ২৫৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

আট থেকে আশি—দুই বাংলা জয়া আহসানের প্রেমে বানভাসি। কিন্তু একটা সময় নিজেই প্রেমে ভেসেছেন তিনি। করেছিলেন বিয়ে। স্বামীর নাম ছিল ফয়সাল আহসান। সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। সাংসারিক নানা জটিলতার কারণে ২০১১ সালে বিচ্ছেদ হয় তাদের।

এরপর দ্বিতীবার বিবাহবন্ধনে আবদ্ধ হননি জয়। প্রায় এক যুগ ধরেই একা জীবন কাটাচ্ছেন তিনি। এর মধ্যে অনেকের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছে অভিনেত্রীর। কিন্তু ‘কবুল’ বলেননি।

অনুরাগীদের প্রশ্ন জয়া কি তাহলে বাকি জীবনটা একাই কাটিয়ে দেবেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

জয়া বলেন, ‘সবসময় একটা কথাই বলি, আমি কখনো রোডম্যাপ করে চলি না। যদি কখনো ইচ্ছে হয়, বিয়ে শাদি করেই নিতে পারি। কিন্তু আপাতত এই মুহূর্তে কোনো প্ল্যান নেই।’

জয়ার যত প্রেম দর্শকের সঙ্গে। এরকম উল্লেখ করে বলেন, ‘আমার প্রেমটা দর্শকদের নিয়ে, আমার কাজ নিয়ে। আসলে অনেক আগেই হয়ে গেছে এটা। আমার সিনেমার কাজের সাথে যেটা সত্যিকার অর্থে আমার বড় প্রেম। দর্শক রাগ করুক বা বলুক যে জয়া একঘেয়ে কথা বলে। কিন্তু আমার প্রেম বিয়ে সংসার সবকিছুই ওই অভিনয়ের সাথেই।’

জয়া আহসান বলেন, ‘দর্শকদের কাছে আমার সবসময় কৃতজ্ঞতা, এবং সেটা আন্তরিকভাবে। আমি খুবই সাধারণ একজন মানুষ, আর সেই জায়গা থেকে আপনারা আমাকে একটি জায়গা দিয়েছেন আমাকে ভালোবেসেছেন। সে জন্যই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

এদিকে ‘জয়া আর শারমিনের গল্প’র শুটিং হয়েছে পাঁচ বছর আগে, করোনা মহামারিতে। এর গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম। প্রযোজনা করেছেন পিপলু ও জয়া। এতে জয়া ছাড়াও অভিনয় করেছেন মহসিনা আক্তার, তানজিম সাইয়ারা তটিনী। সম্প্রতি ছবিটির মুক্তি উপলক্ষে কথা বলতে গিয়েই ব্যক্তিগত জীবনের ঝাঁপি খুলেছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

প্রেম বিয়ে সংসার নিয়ে মুখ খুললেন জয়া আহসান!

প্রকাশের সময় : ১০:০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

বিনোদন ডেস্ক : 

আট থেকে আশি—দুই বাংলা জয়া আহসানের প্রেমে বানভাসি। কিন্তু একটা সময় নিজেই প্রেমে ভেসেছেন তিনি। করেছিলেন বিয়ে। স্বামীর নাম ছিল ফয়সাল আহসান। সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। সাংসারিক নানা জটিলতার কারণে ২০১১ সালে বিচ্ছেদ হয় তাদের।

এরপর দ্বিতীবার বিবাহবন্ধনে আবদ্ধ হননি জয়। প্রায় এক যুগ ধরেই একা জীবন কাটাচ্ছেন তিনি। এর মধ্যে অনেকের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছে অভিনেত্রীর। কিন্তু ‘কবুল’ বলেননি।

অনুরাগীদের প্রশ্ন জয়া কি তাহলে বাকি জীবনটা একাই কাটিয়ে দেবেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

জয়া বলেন, ‘সবসময় একটা কথাই বলি, আমি কখনো রোডম্যাপ করে চলি না। যদি কখনো ইচ্ছে হয়, বিয়ে শাদি করেই নিতে পারি। কিন্তু আপাতত এই মুহূর্তে কোনো প্ল্যান নেই।’

জয়ার যত প্রেম দর্শকের সঙ্গে। এরকম উল্লেখ করে বলেন, ‘আমার প্রেমটা দর্শকদের নিয়ে, আমার কাজ নিয়ে। আসলে অনেক আগেই হয়ে গেছে এটা। আমার সিনেমার কাজের সাথে যেটা সত্যিকার অর্থে আমার বড় প্রেম। দর্শক রাগ করুক বা বলুক যে জয়া একঘেয়ে কথা বলে। কিন্তু আমার প্রেম বিয়ে সংসার সবকিছুই ওই অভিনয়ের সাথেই।’

জয়া আহসান বলেন, ‘দর্শকদের কাছে আমার সবসময় কৃতজ্ঞতা, এবং সেটা আন্তরিকভাবে। আমি খুবই সাধারণ একজন মানুষ, আর সেই জায়গা থেকে আপনারা আমাকে একটি জায়গা দিয়েছেন আমাকে ভালোবেসেছেন। সে জন্যই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

এদিকে ‘জয়া আর শারমিনের গল্প’র শুটিং হয়েছে পাঁচ বছর আগে, করোনা মহামারিতে। এর গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম। প্রযোজনা করেছেন পিপলু ও জয়া। এতে জয়া ছাড়াও অভিনয় করেছেন মহসিনা আক্তার, তানজিম সাইয়ারা তটিনী। সম্প্রতি ছবিটির মুক্তি উপলক্ষে কথা বলতে গিয়েই ব্যক্তিগত জীবনের ঝাঁপি খুলেছিলেন।