Dhaka শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৩৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ১৭৮ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বিনোদনপাড়ায় বেশ কিছুদিন ধরেই চলছে সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন। তবে এতদিন এ নিয়ে কেউই মুখ খোলেননি। অবশেষে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে মুখ খুললেন জনপ্রিয় এই অভিনেত্রী।

দেশের একটি গণমাধ্যমের ভিডিও স্ট্রিমিংয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। উপস্থাপিকা মৌসুমী মৌ একটি চিরকুট ধরিয়ে দেন সাদিয়া আয়মানের হাতে। সেই চিরকুটে লেখা ছিল, প্রেম বিষয়ক প্রশ্নটা।

সেখানেই তাকে জিজ্ঞেস করা হয়, ‘নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়, আসলে এখন কার সঙ্গে প্রেম করছেন?’

এতে বলা হয়, রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন সত্য নাকি মিথ্যা? এর উত্তরে সাদিয়া আয়মান বলেন, যে গুজব রটে, সেটা কিছুটা হলেও তো সত্য বটে।

জবাবে সাদিয়া খোলামেলা ভঙ্গিতে বলেন, ‘আমি ব্লাশ করছি—এতেই তো বোঝা যায়। এটা না স্পষ্ট করে বলার কিছু, না ঢাকঢোল পিটিয়ে জানানোর কিছু। যেহেতু মানুষ এমনটাই ভাবছে, সেহেতু ভাবতেই দিই। আমারও ভালো লাগে।’

এরপর কিছুটা গম্ভীর হয়ে যোগ করেন, ‘ভবিষ্যতে কী হবে, সেটা একমাত্র আল্লাহই জানেন। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভালো থাকতে পারি।’তবে নিজের অনুভূতি খোলামেলা জানালেও, নির্মাতা রেদওয়ান রনি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

ফাতেমা তাসনিম সাদিয়া মূলত সাদিয়া আয়মান নামে পরিচিত। ইমরাউল রাফাত পরিচালিত টু বি ওয়াইফ নাটকের মাধ্যমে ২০১৯ সালে টেলিভিশন নাটকে অভিষেক করেন। এরপর শিহাব শাহীন পরিচালিত মায়াশালিক নাটকের জন্য ২০২২ সালে তিনি সেরা অভিনেত্রীর জন্য পুরস্কার অর্জন করেন।

এদিকে ছোট পর্দা পেরিয়ে বড় পর্দায় কাজ করেছেন সাদিয়া আয়মান। গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাজলরেখা চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই সিনেমায় নাম লেখান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন সাদিয়া আয়মান

প্রকাশের সময় : ০৬:৩৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

বিনোদন ডেস্ক : 

বিনোদনপাড়ায় বেশ কিছুদিন ধরেই চলছে সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন। তবে এতদিন এ নিয়ে কেউই মুখ খোলেননি। অবশেষে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে মুখ খুললেন জনপ্রিয় এই অভিনেত্রী।

দেশের একটি গণমাধ্যমের ভিডিও স্ট্রিমিংয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। উপস্থাপিকা মৌসুমী মৌ একটি চিরকুট ধরিয়ে দেন সাদিয়া আয়মানের হাতে। সেই চিরকুটে লেখা ছিল, প্রেম বিষয়ক প্রশ্নটা।

সেখানেই তাকে জিজ্ঞেস করা হয়, ‘নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়, আসলে এখন কার সঙ্গে প্রেম করছেন?’

এতে বলা হয়, রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন সত্য নাকি মিথ্যা? এর উত্তরে সাদিয়া আয়মান বলেন, যে গুজব রটে, সেটা কিছুটা হলেও তো সত্য বটে।

জবাবে সাদিয়া খোলামেলা ভঙ্গিতে বলেন, ‘আমি ব্লাশ করছি—এতেই তো বোঝা যায়। এটা না স্পষ্ট করে বলার কিছু, না ঢাকঢোল পিটিয়ে জানানোর কিছু। যেহেতু মানুষ এমনটাই ভাবছে, সেহেতু ভাবতেই দিই। আমারও ভালো লাগে।’

এরপর কিছুটা গম্ভীর হয়ে যোগ করেন, ‘ভবিষ্যতে কী হবে, সেটা একমাত্র আল্লাহই জানেন। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভালো থাকতে পারি।’তবে নিজের অনুভূতি খোলামেলা জানালেও, নির্মাতা রেদওয়ান রনি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

ফাতেমা তাসনিম সাদিয়া মূলত সাদিয়া আয়মান নামে পরিচিত। ইমরাউল রাফাত পরিচালিত টু বি ওয়াইফ নাটকের মাধ্যমে ২০১৯ সালে টেলিভিশন নাটকে অভিষেক করেন। এরপর শিহাব শাহীন পরিচালিত মায়াশালিক নাটকের জন্য ২০২২ সালে তিনি সেরা অভিনেত্রীর জন্য পুরস্কার অর্জন করেন।

এদিকে ছোট পর্দা পেরিয়ে বড় পর্দায় কাজ করেছেন সাদিয়া আয়মান। গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাজলরেখা চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই সিনেমায় নাম লেখান তিনি।