বিনোদন ডেস্ক :
প্রেমের কথা স্বীকার করলেও কখনো প্রেমিককে সামনে আনেননি চিত্রনায়িকা অধরা খান। পারিবারিকভাবে বাগদান হলেও দু’জনের একসঙ্গে ছবি সেভাবে সামনে আনেননি, জানাননি প্রেমিকের পরিচয়। তবে অধরা এবার প্রেমিককে সামনে আনলেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) অভিনেত্রীর প্রেমিকের জন্মদিন। এদিন সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রেমিকের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘শুভ জন্মদিন। সুখের ১২ বছর।’
অধরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই পারিবারিকভাবে ফয়সালের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়ে আছে। আর তাঁদের বাগদান হয়েছে ১১ বছর আগে।
প্রেমের ব্যাপারে সংবাদমাধ্যমকে অধরা খান জানান, তাদের সম্পর্কে পারিবারিকভাবে স্বীকৃতি রয়েছে। অভিনেত্রীর ভাষ্য- পারিবারিকভাবে অনেক আগে ঠিক হয়ে আছে বিয়েটা। বাগদান হয়েছে ২০১৩ সালে।
বিয়ে কবে করছেন জানতে চাইলে অভিনেত্রী বলেন, বিয়ের জন্য সময় নেব। এখনই বলতে পারছি না। ছোটবেলা থেকে সব ঠিক থাকলেও আমাদের নিজেদের চেনা জানার জন্য একটু সময় লাগবে।
অধরা খান বলেন, ‘তার নাম ফয়সাল। পারিবারিকভাবে আমরা পরস্পরকে চিনি। এভাবেই আমাদের সম্পর্ক গড়ে উঠে। সে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, কানাডায় থাকে। তা ছাড়া একটি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে কাজ করছে। নেটওয়ার্কিং নিয়ে ফয়সালের লেখা একাধিক বই রয়েছে।’
ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের নায়িকা অধরা খান। প্রায় সাত বছর আগে বড় পর্দায় নাম লেখান তিনি। এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। অভিনয় ও আবেদনময়ী লুকের কারণে তাকে নিয়ে আশাবাদী চলচ্চিত্র নির্মাতারা। চলচ্চিত্রই অধরার ধ্যান-জ্ঞান।