Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রিয়াঙ্কার গলার হারের মূল্য ২৬৪ কোটি!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • ২০১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন শো মেট গালা। মে মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয় এটি। বিশ্বের নামজাদা সব তারকারা আলো ছড়ান এখানে। তাদের কাতারে দেখা যাবে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকেও। ভারতীয় তারকাদের প্রিয়াঙ্কাই প্রথম ডাক পান মেত গালায়।

বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেট গালা। সোমবার (১ মে) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসেছিল এবারের আসর।

নজরকাড়া প্রিয়াঙ্কার গলার হিরার হার। মেট গালার অনুষ্ঠানের পর নিলামে উঠছে বুলেগেরিয়ান হিরার এই হার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ইন্ডিয়া টিভি জানিয়েছে, মেট গালা ২০২৩ উপলক্ষে প্রিয়াঙ্কার জন্য ১১.৬ ক্যারেটের হিরা দিয়ে তৈরি করা হয়েছে এই গলার হার। শিকলের মতো নকশা, ছোট ছোট হিরার সম্বন্বয়ে তৈরি এই হার। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি টুইট। তাতে বলা হয়েছে, নেকলেসটির মূল্য ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ২৬৪ কোটি ৯০ লাখ টাকার বেশি। মেট গালার পর হারটি নিলামে উঠবে।

অভিনেত্রীর পরনে ছিল নামকরা পোশাক সংস্থা ভ্যালেন্টিনোর হাই স্লিট কালো গাউন। প্রতিবারের মতো মেট গালার মঞ্চে প্রিয়ঙ্কাকে দেখা গিয়েছে স্বামী নিক জোনাসের সঙ্গে।

২০১৭ সালে প্রিয়াঙ্কার প্রথম অভিষেক হয় মেট গালায়। তার শেষ উপস্থিতি ছিল ২০১৯ সালে। এবার ফের আলো ছড়িয়েছেন ২০৪ কোটি রুপির হিরার হার কণ্ঠে জড়িয়ে।

শিগগিরই প্রিয়াঙ্কাকে দেখা যাবে ‘সিটাডেল’ নামের একটি সিরিজে। বহুভাষী এই সিরিজের প্রধান চরিত্রে রয়েছেন তিনি। এই সিরিজের হাত ধরে হলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় উঠেছে তার নাম।

২০১৮ সালের ১ ডিসেম্বর মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। এ দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। তবে এবারই প্রথম স্বামীকে নিয়ে মেট গালার রেড কার্পেটে হাঁটলেন প্রিয়াঙ্কা।

বর্তমানে প্রিয়াঙ্কার হাতে বেশ কিছু কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে ‘লাভ এগেন’, ‘সিটাডেল’-এর মতো আন্তর্জাতিক সিরিজের কাজ। ‘সিটাডেল’ সিরিজটি প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। এ সিরিজ পরিচালনা করেছেন প্যাট্রিক মরগ্যান। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

প্রিয়াঙ্কার গলার হারের মূল্য ২৬৪ কোটি!

প্রকাশের সময় : ০৭:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩

বিনোদন ডেস্ক : 

বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন শো মেট গালা। মে মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয় এটি। বিশ্বের নামজাদা সব তারকারা আলো ছড়ান এখানে। তাদের কাতারে দেখা যাবে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকেও। ভারতীয় তারকাদের প্রিয়াঙ্কাই প্রথম ডাক পান মেত গালায়।

বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেট গালা। সোমবার (১ মে) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসেছিল এবারের আসর।

নজরকাড়া প্রিয়াঙ্কার গলার হিরার হার। মেট গালার অনুষ্ঠানের পর নিলামে উঠছে বুলেগেরিয়ান হিরার এই হার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ইন্ডিয়া টিভি জানিয়েছে, মেট গালা ২০২৩ উপলক্ষে প্রিয়াঙ্কার জন্য ১১.৬ ক্যারেটের হিরা দিয়ে তৈরি করা হয়েছে এই গলার হার। শিকলের মতো নকশা, ছোট ছোট হিরার সম্বন্বয়ে তৈরি এই হার। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি টুইট। তাতে বলা হয়েছে, নেকলেসটির মূল্য ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ২৬৪ কোটি ৯০ লাখ টাকার বেশি। মেট গালার পর হারটি নিলামে উঠবে।

অভিনেত্রীর পরনে ছিল নামকরা পোশাক সংস্থা ভ্যালেন্টিনোর হাই স্লিট কালো গাউন। প্রতিবারের মতো মেট গালার মঞ্চে প্রিয়ঙ্কাকে দেখা গিয়েছে স্বামী নিক জোনাসের সঙ্গে।

২০১৭ সালে প্রিয়াঙ্কার প্রথম অভিষেক হয় মেট গালায়। তার শেষ উপস্থিতি ছিল ২০১৯ সালে। এবার ফের আলো ছড়িয়েছেন ২০৪ কোটি রুপির হিরার হার কণ্ঠে জড়িয়ে।

শিগগিরই প্রিয়াঙ্কাকে দেখা যাবে ‘সিটাডেল’ নামের একটি সিরিজে। বহুভাষী এই সিরিজের প্রধান চরিত্রে রয়েছেন তিনি। এই সিরিজের হাত ধরে হলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় উঠেছে তার নাম।

২০১৮ সালের ১ ডিসেম্বর মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। এ দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। তবে এবারই প্রথম স্বামীকে নিয়ে মেট গালার রেড কার্পেটে হাঁটলেন প্রিয়াঙ্কা।

বর্তমানে প্রিয়াঙ্কার হাতে বেশ কিছু কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে ‘লাভ এগেন’, ‘সিটাডেল’-এর মতো আন্তর্জাতিক সিরিজের কাজ। ‘সিটাডেল’ সিরিজটি প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। এ সিরিজ পরিচালনা করেছেন প্যাট্রিক মরগ্যান। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন।