Dhaka সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি থেকে বহিস্কৃত মেজর আখতারুজ্জামান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • ২০৩ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিস্কৃত নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানের রিটার্নিং অফিস বাতিলের পর নির্বাচন কমিশনে আপিল শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইসিতে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের আবেদন নামঞ্জুর করে মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা করেছেন।

এর হলফনামায় মামলার তথ্য ও ব্যাংক ঋণের তথ্য গোপন করায় আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

প্রার্থিতা বৈধ হওয়ার পর তিনি বলেন, আজ শোকের দিনে আমি বিজয়ী হয়েছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া এবং এলাকাবাসী কটিয়াদি ও পাকুন্দিয়ার জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই।

আখতারুজ্জামান বলেন, বিএনপি থেকে বিদ্রোহ করে বের হয়ে এসেছি। এর কারণ একটি আমি দেখতে চেয়েছি; সরকার সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেয় কিনা। আমার নির্বাচনের একটি মাত্র লক্ষ্য খালেদা জিয়াকে মুক্ত করে আনতে চাই। এই মুক্তির জন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি। যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়ার মুক্তি না হবে, ততক্ষণ পর্যন্ত আমার বিজয় হবে না।

বিএনপি কী ভুল পথে আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি পরিষ্কার বলেছি; আমি বিএনপি থেকে বিদ্রোহ করে এসেছি। তার মানে বিএনপি যে পথে আছে আমি তার বাইরে এসেছি। আমি তো শিক্ষক না, আমি বিএনপির কথা বলতে পারবো না, আমি আমার কথা বলছি। ভোটের পরিবেশ আছে কিনা তার জন্য আমি ৭ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করবো। প্রধানমন্ত্রী বলেছেন এবার সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। উনার কথা বিশ্বাস করে আমি নির্বাচনে গিয়েছি।

তিনি আরও বলেন, যদি ৭ জানুয়ারি নির্বাচন সুষ্ঠু না হয়, তাহলে আমি বাংলাদেশের আগামী আন্দোলনে একটি দেশলাই হিসেবে কাজ করব। আন্দোলনের আগুন হিসেবে কাজ করবো, যেন আমি বলতে পারি যে আমি এই নির্বাচনে এসেছিলাম। সেই নির্বাচন সুষ্ঠু হয়নি, তার প্রমাণ আমি মেজর আখতারুজ্জামান।

প্রার্থিতা বাতিল ও বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনের আবেদনের শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে অংশ নিতে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল এই শুনানি চলবে দিনব্যাপী।

এর আগে সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এছাড়া শুনানিতে উপস্থিত আছেন অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।

এরও আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান। বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করায় দল থেকে বহিষ্কার হন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ঋণের দায়ে চার মৃত্যু, সেই ঋণ করেই ১২০০ মানুষকে খাওয়াল পরিবার

প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি থেকে বহিস্কৃত মেজর আখতারুজ্জামান

প্রকাশের সময় : ০৩:০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিস্কৃত নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানের রিটার্নিং অফিস বাতিলের পর নির্বাচন কমিশনে আপিল শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইসিতে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের আবেদন নামঞ্জুর করে মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা করেছেন।

এর হলফনামায় মামলার তথ্য ও ব্যাংক ঋণের তথ্য গোপন করায় আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

প্রার্থিতা বৈধ হওয়ার পর তিনি বলেন, আজ শোকের দিনে আমি বিজয়ী হয়েছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া এবং এলাকাবাসী কটিয়াদি ও পাকুন্দিয়ার জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই।

আখতারুজ্জামান বলেন, বিএনপি থেকে বিদ্রোহ করে বের হয়ে এসেছি। এর কারণ একটি আমি দেখতে চেয়েছি; সরকার সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেয় কিনা। আমার নির্বাচনের একটি মাত্র লক্ষ্য খালেদা জিয়াকে মুক্ত করে আনতে চাই। এই মুক্তির জন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি। যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়ার মুক্তি না হবে, ততক্ষণ পর্যন্ত আমার বিজয় হবে না।

বিএনপি কী ভুল পথে আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি পরিষ্কার বলেছি; আমি বিএনপি থেকে বিদ্রোহ করে এসেছি। তার মানে বিএনপি যে পথে আছে আমি তার বাইরে এসেছি। আমি তো শিক্ষক না, আমি বিএনপির কথা বলতে পারবো না, আমি আমার কথা বলছি। ভোটের পরিবেশ আছে কিনা তার জন্য আমি ৭ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করবো। প্রধানমন্ত্রী বলেছেন এবার সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। উনার কথা বিশ্বাস করে আমি নির্বাচনে গিয়েছি।

তিনি আরও বলেন, যদি ৭ জানুয়ারি নির্বাচন সুষ্ঠু না হয়, তাহলে আমি বাংলাদেশের আগামী আন্দোলনে একটি দেশলাই হিসেবে কাজ করব। আন্দোলনের আগুন হিসেবে কাজ করবো, যেন আমি বলতে পারি যে আমি এই নির্বাচনে এসেছিলাম। সেই নির্বাচন সুষ্ঠু হয়নি, তার প্রমাণ আমি মেজর আখতারুজ্জামান।

প্রার্থিতা বাতিল ও বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনের আবেদনের শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে অংশ নিতে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল এই শুনানি চলবে দিনব্যাপী।

এর আগে সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এছাড়া শুনানিতে উপস্থিত আছেন অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।

এরও আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান। বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করায় দল থেকে বহিষ্কার হন তিনি।