Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রায় ৫ মাস পর নয়াপল্টনে ফিরলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক : 

প্রায় পাঁচ মাস কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আটকের ১৪৫ দিন পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় দফতরে ফিরেছেন তিনি।

রোববার (৩০ এপ্রিল) বেলা পৌনে ১২টায় তিনি দলীয় কার্যালয়ে আসেন।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

খালেদা জিয়াকে এই মুহূর্তে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসা সুযোগ দেওয়ার দাবি জানিয়ে রিজভী বলেন, কারামুক্তির জন্য খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সহ-দফতর সম্পাদক মুনির হোসেন বলেন, দীর্ঘ প্রায় ১৪৫ দিন পর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিজভীকে স্বাগত জানানোর জন্য রোববার (৩০ এপ্রিল) সকাল থেকেই কয়েকশ’ নেতাকর্মী অপেক্ষা করছিলেন। রিজভী গাড়ি থেকে নামার পরপরই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে মিছিল নিয়ে সিটি হার্ট ভবনের সামনে থেকে দলীয় কার্যালয়ের সামনে আসেন। এরপর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় নিজের দফতরে যান।

দলীয় কার্যালয়ের সামনে রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, ফজলে হুদা সোহেল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের খন্দকার এনামুল হক এনাম, ওমর ফারুক মুন্না, রবিউল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ প্রমুখ।

গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সাড়ে চারশ নেতাকর্মীর সঙ্গে রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৫ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান রিজভী। সেই হিসেবে ১৪৫ দিন পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। রুহুল কবির রিজভী বিএনপির দপ্তরের দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

প্রায় ৫ মাস পর নয়াপল্টনে ফিরলেন রিজভী

প্রকাশের সময় : ০১:২৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

প্রায় পাঁচ মাস কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আটকের ১৪৫ দিন পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় দফতরে ফিরেছেন তিনি।

রোববার (৩০ এপ্রিল) বেলা পৌনে ১২টায় তিনি দলীয় কার্যালয়ে আসেন।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

খালেদা জিয়াকে এই মুহূর্তে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসা সুযোগ দেওয়ার দাবি জানিয়ে রিজভী বলেন, কারামুক্তির জন্য খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সহ-দফতর সম্পাদক মুনির হোসেন বলেন, দীর্ঘ প্রায় ১৪৫ দিন পর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিজভীকে স্বাগত জানানোর জন্য রোববার (৩০ এপ্রিল) সকাল থেকেই কয়েকশ’ নেতাকর্মী অপেক্ষা করছিলেন। রিজভী গাড়ি থেকে নামার পরপরই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে মিছিল নিয়ে সিটি হার্ট ভবনের সামনে থেকে দলীয় কার্যালয়ের সামনে আসেন। এরপর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় নিজের দফতরে যান।

দলীয় কার্যালয়ের সামনে রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. আবদুর রহিম, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, ফজলে হুদা সোহেল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের খন্দকার এনামুল হক এনাম, ওমর ফারুক মুন্না, রবিউল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ প্রমুখ।

গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সাড়ে চারশ নেতাকর্মীর সঙ্গে রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৫ এপ্রিল ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান রিজভী। সেই হিসেবে ১৪৫ দিন পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। রুহুল কবির রিজভী বিএনপির দপ্তরের দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে।