Dhaka শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, বাবা-মেয়ে নিহত

নাটোর জেলা প্রতিনিধি : 

নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় শিশুটির মা ও প্রাইভেট কার চালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুর উপজেলায় গোধড়া বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বগুড়া সদরের কইতলা এলাকার বাসিন্দা শাহরিয়ার শাকিল ও তার শিশুকন্যা সুমাইরা আক্তার।

বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নাটোর-পাবনা মহাসড়কের গোধড়া এলাকায় যশোর থেকে বগুড়াগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার মহাসড়কে ব্যাটারিচালিত একটি ভ্যানকে রক্ষা করতে গিয়ে সড়কে পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হন। এ সময় শিশুর মা আয়শা আক্তার রুমী ও প্রাইভেট কার চালক গুরুতর আহত হন। নিহত শাহরিয়ার শাকিল যশোরের কর্মস্থল থেকে পরিবার নিয়ে ঈদের ছুটিতে নিজ বাড়িতে ফিরছিলেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, বাবা-মেয়ে নিহত

প্রকাশের সময় : ০২:১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

নাটোর জেলা প্রতিনিধি : 

নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় শিশুটির মা ও প্রাইভেট কার চালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুর উপজেলায় গোধড়া বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বগুড়া সদরের কইতলা এলাকার বাসিন্দা শাহরিয়ার শাকিল ও তার শিশুকন্যা সুমাইরা আক্তার।

বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নাটোর-পাবনা মহাসড়কের গোধড়া এলাকায় যশোর থেকে বগুড়াগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার মহাসড়কে ব্যাটারিচালিত একটি ভ্যানকে রক্ষা করতে গিয়ে সড়কে পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হন। এ সময় শিশুর মা আয়শা আক্তার রুমী ও প্রাইভেট কার চালক গুরুতর আহত হন। নিহত শাহরিয়ার শাকিল যশোরের কর্মস্থল থেকে পরিবার নিয়ে ঈদের ছুটিতে নিজ বাড়িতে ফিরছিলেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।