Dhaka বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা সনদের বাইরে সিদ্ধান্ত নিলে তার দায়দায়িত্ব নেবে না বিএনপি : আমীর খসরু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৮৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারকে জিম্মি করে কেউ দাবি আদায় করতে চাইলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে তার দায়দায়িত্ব বিএনপি নেবে না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারল। সেই বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কাউকে জিম্মি করে দাবি আদায়ের অধিকার কোনো দলের নেই। যারা জিম্মি করার পথে যাবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষ তাদের কাছে সহনশীল আচরণ প্রত্যাশা করে।

বিএনপির এই নেতা বলেন, বিচারের সাথে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। যারা নির্বাচন বাঁধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্রের শত্রু। সারাবিশ্বের মতো ফ্রান্সও ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেখতে চায়। সব দেশই নির্বাচিত সরকারের সাথে কাজ করতে উন্মুখ।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে আমীর খসরু বলেন, কোনো দলের কর্মসূচির কারণে নির্বাচনী কার্যক্রম বিনষ্ট হবে না, নির্বাচন পেছাবেও না।

নির্বাচনের পর বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক কেমন হবে নতুন সরকার আসলে, কোথায় কোথায় সহযোগিতা আসবে এবং ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এসব বিষয় ছাড়াও ক্রিয়েটিভ সেক্টর নিয়েও আলোচনা হয়েছে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বলেও জানান তিনি।

তিনি বলেন, আবারও জাতীয় নির্বাচন ইস্যুতে তিনি বলেন, যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি ফ্রান্সের সাথে সম্পর্ক উন্নয়নে এগিয়ে যাবে দেশ।

বিভিন্নস্থানে সহিংসতা, গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ এগুলোর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই-এগুলোর সঙ্গে বিভিন্ন ঘটনাবলীর সম্পর্ক নেই এ কথা জানিয়ে বিএনপির এ নেতা আরও বলেন, কোন দলের কর্মসূচির সঙ্গে নির্বাচন ঘোলাটে হওয়ার কোনো সম্পর্ক নেই। এতে নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত হবে না। যারা গণতন্ত্র বিশ্বাস করে না, তারা এ ধরনের অস্থিরতা তৈরি করছে। তাদের কর্মকাণ্ডের জন্য নির্বাচন কার্যক্রম বিনষ্ট হবে না, নির্বাচন পেছাবে না। জনগণ অপেক্ষায় আছে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে।

যারা অপচেষ্টা করছে তারা নির্বাচন চায় না, কোন দলের অধিকার নেই সরকারকে বা জনগণকে জিম্মি করে তাদের ভোটাধিকার কেড়ে নেয়া। যারা সরকারকে জিম্মির দিকে নিয়ে যাবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দেশের স্থিতিশীলতা নষ্ট করবে যারা, তারা জনবিচ্ছিন্ন হবে বলেও মন্তব্য করেন আমীর খসরু।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুরে আলোচিত রোদেলা হত্যা মামলায় ঘাতক স্বামীর ফাঁসি

প্রধান উপদেষ্টা সনদের বাইরে সিদ্ধান্ত নিলে তার দায়দায়িত্ব নেবে না বিএনপি : আমীর খসরু

প্রকাশের সময় : ০৩:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারকে জিম্মি করে কেউ দাবি আদায় করতে চাইলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে তার দায়দায়িত্ব বিএনপি নেবে না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারল। সেই বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কাউকে জিম্মি করে দাবি আদায়ের অধিকার কোনো দলের নেই। যারা জিম্মি করার পথে যাবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষ তাদের কাছে সহনশীল আচরণ প্রত্যাশা করে।

বিএনপির এই নেতা বলেন, বিচারের সাথে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। যারা নির্বাচন বাঁধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্রের শত্রু। সারাবিশ্বের মতো ফ্রান্সও ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেখতে চায়। সব দেশই নির্বাচিত সরকারের সাথে কাজ করতে উন্মুখ।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা প্রসঙ্গে আমীর খসরু বলেন, কোনো দলের কর্মসূচির কারণে নির্বাচনী কার্যক্রম বিনষ্ট হবে না, নির্বাচন পেছাবেও না।

নির্বাচনের পর বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক কেমন হবে নতুন সরকার আসলে, কোথায় কোথায় সহযোগিতা আসবে এবং ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এসব বিষয় ছাড়াও ক্রিয়েটিভ সেক্টর নিয়েও আলোচনা হয়েছে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বলেও জানান তিনি।

তিনি বলেন, আবারও জাতীয় নির্বাচন ইস্যুতে তিনি বলেন, যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি ফ্রান্সের সাথে সম্পর্ক উন্নয়নে এগিয়ে যাবে দেশ।

বিভিন্নস্থানে সহিংসতা, গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ এগুলোর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই-এগুলোর সঙ্গে বিভিন্ন ঘটনাবলীর সম্পর্ক নেই এ কথা জানিয়ে বিএনপির এ নেতা আরও বলেন, কোন দলের কর্মসূচির সঙ্গে নির্বাচন ঘোলাটে হওয়ার কোনো সম্পর্ক নেই। এতে নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত হবে না। যারা গণতন্ত্র বিশ্বাস করে না, তারা এ ধরনের অস্থিরতা তৈরি করছে। তাদের কর্মকাণ্ডের জন্য নির্বাচন কার্যক্রম বিনষ্ট হবে না, নির্বাচন পেছাবে না। জনগণ অপেক্ষায় আছে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে।

যারা অপচেষ্টা করছে তারা নির্বাচন চায় না, কোন দলের অধিকার নেই সরকারকে বা জনগণকে জিম্মি করে তাদের ভোটাধিকার কেড়ে নেয়া। যারা সরকারকে জিম্মির দিকে নিয়ে যাবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দেশের স্থিতিশীলতা নষ্ট করবে যারা, তারা জনবিচ্ছিন্ন হবে বলেও মন্তব্য করেন আমীর খসরু।