Dhaka সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে এবারও আমন্ত্রণ পেলো না জাতীয় পার্টি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ১৮৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

শনিবার (অক্টোবর ১৯) বিকেলে আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তৃতীয় দফার এই সংলাপে গণফোরাম, এলডিপি, লেবার পার্টির মতো রাজনৈতিক দলের ডাক পড়লেও জাতীয় পার্টিকে (জাপা) ডাকা হয়নি। এবারের সংলাপে আমন্ত্রণ পাওয়ার অপেক্ষায় ছিলেন জাতীয় পার্টির নেতারা। শেষ পর্যন্ত আশাহত হতে হয়েছে দলটির নেতা-কর্মীদের।

এ বিষয়ে জাপার মহাসচিব মুজিবুল হক গণমাধ্যমকে বলেছেন, সরকার হয়ত জাতীয় পার্টির মতামত নেওয়া প্রয়োজন মনে করছে না, সে কারণে আমাদের সংলাপে ডাকেনি। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।

সরকারের একাধিক সূত্র জানিয়েছে ভিন্ন কথা।

তারা বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের পক্ষ থেকে দলটির ব্যাপারে আপত্তি রয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সহযোগী বা দোসর ছিল জাতীয় পার্টি। সে কারণে জুলাই-আগস্টের অভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের পক্ষ থেকে দলটির ব্যাপারে আপত্তি আসে। সেটি বিবেচনায় নিয়েছে সরকার। যে কারণে আজকের সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি তাদের (জাপা)।

তবে তারা আওয়ামী লীগের দোসর ছিলেন না বলে দাবি জাপা নেতারা। দলটির নেতারা বলছেন, দলকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বাধ্য হয়ে তাদের একটি ভূমিকা নিতে হয়েছিল।

উল্লেখ্য, সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রথম দফায় ৫ অক্টোবর বিএনপিসহ পাঁচটি দল ও তিনটি জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ হয়েছে । মাঝে পূজার ছুটির কারণে সংলাপ বন্ধ ছিল।

এই দফায় আমন্ত্রণ জানানো হয়েছে গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টিকে (বিজেপি)।

এর আগে ৫ অক্টোবর বিএনপিসহ পাঁচটি দল ও তিনটি জোটের সঙ্গে সংলাপ হয় প্রধান উপদেষ্টার। মাঝে পূজার ছুটির কারণে সব দলের সঙ্গে আলোচনা শেষ হয়নি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিমানের ফ্লাইটে ফের ত্রুটি, শারজাহ না গিয়ে ফিরে এলো ঢাকায়

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে এবারও আমন্ত্রণ পেলো না জাতীয় পার্টি

প্রকাশের সময় : ০৩:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

বিনোদন ডেস্ক : 

শনিবার (অক্টোবর ১৯) বিকেলে আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তৃতীয় দফার এই সংলাপে গণফোরাম, এলডিপি, লেবার পার্টির মতো রাজনৈতিক দলের ডাক পড়লেও জাতীয় পার্টিকে (জাপা) ডাকা হয়নি। এবারের সংলাপে আমন্ত্রণ পাওয়ার অপেক্ষায় ছিলেন জাতীয় পার্টির নেতারা। শেষ পর্যন্ত আশাহত হতে হয়েছে দলটির নেতা-কর্মীদের।

এ বিষয়ে জাপার মহাসচিব মুজিবুল হক গণমাধ্যমকে বলেছেন, সরকার হয়ত জাতীয় পার্টির মতামত নেওয়া প্রয়োজন মনে করছে না, সে কারণে আমাদের সংলাপে ডাকেনি। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।

সরকারের একাধিক সূত্র জানিয়েছে ভিন্ন কথা।

তারা বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের পক্ষ থেকে দলটির ব্যাপারে আপত্তি রয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সহযোগী বা দোসর ছিল জাতীয় পার্টি। সে কারণে জুলাই-আগস্টের অভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের পক্ষ থেকে দলটির ব্যাপারে আপত্তি আসে। সেটি বিবেচনায় নিয়েছে সরকার। যে কারণে আজকের সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি তাদের (জাপা)।

তবে তারা আওয়ামী লীগের দোসর ছিলেন না বলে দাবি জাপা নেতারা। দলটির নেতারা বলছেন, দলকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বাধ্য হয়ে তাদের একটি ভূমিকা নিতে হয়েছিল।

উল্লেখ্য, সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রথম দফায় ৫ অক্টোবর বিএনপিসহ পাঁচটি দল ও তিনটি জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ হয়েছে । মাঝে পূজার ছুটির কারণে সংলাপ বন্ধ ছিল।

এই দফায় আমন্ত্রণ জানানো হয়েছে গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টিকে (বিজেপি)।

এর আগে ৫ অক্টোবর বিএনপিসহ পাঁচটি দল ও তিনটি জোটের সঙ্গে সংলাপ হয় প্রধান উপদেষ্টার। মাঝে পূজার ছুটির কারণে সব দলের সঙ্গে আলোচনা শেষ হয়নি।