নিজস্ব প্রতিবেদক :
দেশে ফেরার পর প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ২ ঘণ্টা সাক্ষাৎ শেষে গুলশানের উদ্দেশ্যে বেরিয়ে যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টা ১১ মিনিটে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ত্যাগ করেন তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। এর আগে রাত ৭টায় ২৬ মিনিটে সপরিবারে যমুনায় আসেন বিএনপির চেয়ারম্যান।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে সুত্রে জানা গেছে, ড. ইউনূসের সঙ্গে নৈশভোজে অংশ নেন তারেক রহমান। এ সময় তারেক রহমানের স্ত্রী ডা. জুবায়েদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং ড. ইউনসের মেয়ে দিনা আফরোজ ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা (তারেক রহমান ও তার পরিবার) এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে-অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এর আগে গত বছরের ১৩ জুন লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেন তারেক রহমান। ওই বৈঠকের পরই নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।
নিজস্ব প্রতিবেদক 






















