Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার বক্তব্যে মনে হচ্ছে আমরা মানুষ চিনতে ভুল করেছি : গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তাতে মনে হচ্ছে, আমরা মানুষ চিনতে ভুল করেছি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (৩১ মে) সকালে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাসাসের আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (৩১ মে) সকাল পৌনে ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আলোকচিত্র ও হস্তশিল্প প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তাতে মনে হচ্ছে, আমরা মানুষ চিনতে ভুল করেছি। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই জুলাই গণঅভ্যুত্থান হয়। অভ্যুত্থানে বিজয়ের সুফল নির্দিষ্ট কিছু মানুষ ভোগ করতে চাইলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

নির্বাচন নিয়ে জাপানে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে গয়েশ্বর বলেন, আসলে আমরা মানুষ চিনতে ভুল করেছি। তাই হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনতেই হবে।

তিনি বলেন বলেন, ছাত্র-জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে।

তিনি আরো বলেন, জিয়াউর রহমান জনগণ, দেশ ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। তিনি যা করতেন না, তা বলতেন না। স্বাধীনতা-স্বার্ভভৌমত্বের স্বার্থে সবসময় গণমানুষের পাশে ছিলেন। তিনি প্রচারমুখী ছিলেন না। প্রচারই তার পিছু নিতো।

জিয়ার স্মৃতি চারণ করতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, তিনি যা করতেন না, তা বলতেন না। অধিক সময় নিতেন না তার বক্তব্যে। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কী করতে হবে, কেন করতে হবে, তা নিয়েই তিনি কাজ করতেন। জাতির মধ্যে তার আগমনটাও আকস্মিক। জিয়াউর রহমানের সম্পর্কে অনেক অনেক স্মৃতি রয়েছে, সব বলা সম্ভব নয়। জিয়া মানেই জাতীয়তাবাদী, জিয়া মানেই দেশপ্রেমিক, জিয়া মানেই গণতন্ত্র। তার প্রত্যেকটা পদচারণার মধ্যে উদ্দেশ্য থাকত জাতির জন্য। জাতি জিয়ার আদর্শকে বুঝতে পারলে, আমাদের মধ্যে ভয় থাকবে না।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

প্রধান উপদেষ্টার বক্তব্যে মনে হচ্ছে আমরা মানুষ চিনতে ভুল করেছি : গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশের সময় : ০২:৩১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তাতে মনে হচ্ছে, আমরা মানুষ চিনতে ভুল করেছি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (৩১ মে) সকালে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাসাসের আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (৩১ মে) সকাল পৌনে ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আলোকচিত্র ও হস্তশিল্প প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তাতে মনে হচ্ছে, আমরা মানুষ চিনতে ভুল করেছি। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই জুলাই গণঅভ্যুত্থান হয়। অভ্যুত্থানে বিজয়ের সুফল নির্দিষ্ট কিছু মানুষ ভোগ করতে চাইলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

নির্বাচন নিয়ে জাপানে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে গয়েশ্বর বলেন, আসলে আমরা মানুষ চিনতে ভুল করেছি। তাই হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনতেই হবে।

তিনি বলেন বলেন, ছাত্র-জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে।

তিনি আরো বলেন, জিয়াউর রহমান জনগণ, দেশ ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। তিনি যা করতেন না, তা বলতেন না। স্বাধীনতা-স্বার্ভভৌমত্বের স্বার্থে সবসময় গণমানুষের পাশে ছিলেন। তিনি প্রচারমুখী ছিলেন না। প্রচারই তার পিছু নিতো।

জিয়ার স্মৃতি চারণ করতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, তিনি যা করতেন না, তা বলতেন না। অধিক সময় নিতেন না তার বক্তব্যে। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কী করতে হবে, কেন করতে হবে, তা নিয়েই তিনি কাজ করতেন। জাতির মধ্যে তার আগমনটাও আকস্মিক। জিয়াউর রহমানের সম্পর্কে অনেক অনেক স্মৃতি রয়েছে, সব বলা সম্ভব নয়। জিয়া মানেই জাতীয়তাবাদী, জিয়া মানেই দেশপ্রেমিক, জিয়া মানেই গণতন্ত্র। তার প্রত্যেকটা পদচারণার মধ্যে উদ্দেশ্য থাকত জাতির জন্য। জাতি জিয়ার আদর্শকে বুঝতে পারলে, আমাদের মধ্যে ভয় থাকবে না।