স্পোর্টস ডেস্ক :
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। এ সময় সঙ্গে ছিল তার স্ত্রী আয়েশা সিদ্দিকা। বিশেষ কোনো প্রয়োজন নেই। স্রেফ ‘কার্টেসি মিটিংয়ে’ গণভবনে গিয়েছিলেন তামিম।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) অভিজ্ঞ এই ওপেনার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে তামিম লেখেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের। তবে কি বিষয়ে আলোচনা করেছেন সেটা পরিষ্কার করে বলেননি।
সামনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ক্রীড়াঙ্গনের অনেক তারকাই নির্বাচনে লড়তে যাচ্ছেন। তাই এই সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের সাক্ষাতকে অনেকের মনে প্রশ্নের জন্ম দিয়েছেন। তাহলে কি তামিমও রাজনীতিতে নাম লেখাচ্ছেন। উত্তর হলো- ‘না’।
শুধুমাত্র সৌজন্য সাক্ষাতের জন্যই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তামিম। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা প্রসঙ্গে দেশের এক সংবাদমাধ্যমকে তামিম বলেন, ‘বিশেষ কোনো প্রয়োজনে নয়, এমনিতেই প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) সঙ্গে দেখা করতে গেছিলাম। অনেক ব্যস্ততার মধ্যেও আমার কথা তিনি মনে রেখেছেন। আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। আরও নানা বিষয় নিয়ে কথা হয়েছে। খুব সিরিয়াস কোনো বিষয় নয়। ক্রিকেট নিয়েও কথা হয়েছে, তবে খুবই সামান্য।’
সামনে জাতীয় নির্বাচন থাকায় গণভবনে এখন বাড়তি ভিড়। এরই মধ্যে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন কেনায় ব্যাপক আলোচনা হয়েছে। তামিমের আজকের ছবি নিয়েও বেশ চর্চা হচ্ছে। রাজনীতিতে আসার ইচ্ছে নেই তার। তবুও প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচন মৌসুমে সাক্ষাতের কোনো কারণ আছে কিনা জানতে চাইলে বলেছেন, ‘একদমই না। আমার রাজনীতি নিয়ে কোনো আগ্রহ নেই। কার্টেসি মিটিংয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।’
এর আগে গত ৬ জুলাই হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। এরপর তার ক্রিকেটে ফেরাটা ছিল বেশ নাটকীয়। বেশ কয়েকবার চেষ্টা করেও তামিমের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয় বিসিবি। যে কারণে মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিমকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তামিম-মাশরাফির উপস্থিতিতে প্রধানম্নত্রীর সঙ্গে দেখা করেন তামিম। তারপরই আবারো ক্রিকেটে ফিরবেন বলে জানান এই ওপেনার।
দুই মাস বিশ্রামে থেকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠেও ফিরেছেন তামিম। যদিও এরপর বিশ্বকাপে খেলেননি। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও খেলছেন না তিনি।
তামিমকে আন্তর্জাতিক ক্রিকেটে আবার দেখা যাবে কিনা তা সময় বলে দেবে। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে এরই মধ্যে অবসরে গেছেন। টেস্ট খেলার অবস্থায় নেই তিনি। কেবল ওয়ানডেতে তামিম ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।