Dhaka সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে ব্রাজিলের জার্সি উপহার দিলেন মাউরো ভিয়েরা

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ব্রাজিলের পররষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরার। এসময় প্রধানমন্ত্রীকে ‘শেখ হাসিনা’ লেখা ব্রাজিলের একটি জার্সি উপহার দিয়েছেন তিনি।

সোমবার (৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন।

সাক্ষাৎকালে মাউরো ভিয়েইরারকে পর্তুগিজ ভাষায় অনুদিত ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ এই তিনটি বই উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশের প্রতীক নৌকা ক্রেস্টও উপহার দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা।

এর আগে রোববার (৭ এপ্রিল) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে বৈঠক করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এসময় বাংলাদেশের সামগ্রিক সহযোগিতা বিষয়ে ‘টেকনিক্যাল কো-অপারেশন এগ্রিমেন্ট’ সাক্ষর করেছেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফরের সম্ভাবনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ব্রাজিলের প্রেসিডেন্টের আমন্ত্রণে আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাজিল সফরের সম্ভাবনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একযোগে কাজ করা, এন্টার্কটিকা কাউন্সিলে বাংলাদেশের বিজ্ঞানীদের কাজ ও গবেষণার সুযোগদান এবং ব্রিকসে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশকে ব্রাজিলের সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান হাছান মাহমুদ।

আবহাওয়া

প্রধানমন্ত্রীকে ব্রাজিলের জার্সি উপহার দিলেন মাউরো ভিয়েরা

প্রকাশের সময় : ০১:০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত ব্রাজিলের পররষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েইরার। এসময় প্রধানমন্ত্রীকে ‘শেখ হাসিনা’ লেখা ব্রাজিলের একটি জার্সি উপহার দিয়েছেন তিনি।

সোমবার (৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন।

সাক্ষাৎকালে মাউরো ভিয়েইরারকে পর্তুগিজ ভাষায় অনুদিত ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ এই তিনটি বই উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাংলাদেশের প্রতীক নৌকা ক্রেস্টও উপহার দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা।

এর আগে রোববার (৭ এপ্রিল) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে বৈঠক করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এসময় বাংলাদেশের সামগ্রিক সহযোগিতা বিষয়ে ‘টেকনিক্যাল কো-অপারেশন এগ্রিমেন্ট’ সাক্ষর করেছেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফরের সম্ভাবনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ব্রাজিলের প্রেসিডেন্টের আমন্ত্রণে আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাজিল সফরের সম্ভাবনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একযোগে কাজ করা, এন্টার্কটিকা কাউন্সিলে বাংলাদেশের বিজ্ঞানীদের কাজ ও গবেষণার সুযোগদান এবং ব্রিকসে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশকে ব্রাজিলের সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান হাছান মাহমুদ।