Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন তামিম

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:২৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
  • ২৩৬ জন দেখেছেন

ওয়ানডে ক্রিকেটে আট হাজার রান পূর্ণ করলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এ মাইলফলক স্পর্শ করলেন ওয়ানডে অধিনায়ক। সে সঙ্গে স্বীকৃত ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান ২৫ হাজার রান পেরিয়েছেন তামিম।

আট হাজারি ক্লাবে প্রবেশ করতে তামিমের দরকার ছিল ৫৭ রান। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই সে রান তুলো এ মাইলফলক স্পর্শ করেছেন ড্যাশিং ওপেনার।

তামিম ওয়ানডেতে এখন পর্যন্ত ২২৯ ম্যাচের ২২৬ ইনিংস খেলে এই রেকর্ড গড়েন। তামিমের ব্যাটিং গড় ৩৬ দশমিক ৯৪। ওয়ানডেতে এখন পর্যন্ত তামিমের সেঞ্চুরি আছে ১৪টি আর হাফ সেঞ্চুরি ৫৪টি।

২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তামিমের। তামিমের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের।

২২১ ম্যাচে ২০৯ ইনিংসে ৬ হাজার ৭৫৫ রান আছে সাকিবের। তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহীম। ২৩৩ ম্যাচে ২১৮ ইনিংসে ৬ হাজার ৬৯৭ রান করেছেন মুশফিক।

তামিম হাফসেঞ্চুরি করে ব্যাক্তিগত ৬২ রানে আউট হলেও, অপরপ্রান্ত ৪৮ রানে অপরাজিত আছেন লিটন দাস। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১২৮ ছাড়িয়েছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা (অধিনায়ক ও উইকেটকিপার), ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাদেভেরে, তারিসাই মুসাকান্দা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গোয়ে, ভিক্টর নিয়াউচি, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন তামিম

প্রকাশের সময় : ০৩:২৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২

ওয়ানডে ক্রিকেটে আট হাজার রান পূর্ণ করলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এ মাইলফলক স্পর্শ করলেন ওয়ানডে অধিনায়ক। সে সঙ্গে স্বীকৃত ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান ২৫ হাজার রান পেরিয়েছেন তামিম।

আট হাজারি ক্লাবে প্রবেশ করতে তামিমের দরকার ছিল ৫৭ রান। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই সে রান তুলো এ মাইলফলক স্পর্শ করেছেন ড্যাশিং ওপেনার।

তামিম ওয়ানডেতে এখন পর্যন্ত ২২৯ ম্যাচের ২২৬ ইনিংস খেলে এই রেকর্ড গড়েন। তামিমের ব্যাটিং গড় ৩৬ দশমিক ৯৪। ওয়ানডেতে এখন পর্যন্ত তামিমের সেঞ্চুরি আছে ১৪টি আর হাফ সেঞ্চুরি ৫৪টি।

২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তামিমের। তামিমের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের।

২২১ ম্যাচে ২০৯ ইনিংসে ৬ হাজার ৭৫৫ রান আছে সাকিবের। তৃতীয় স্থানে আছেন মুশফিকুর রহীম। ২৩৩ ম্যাচে ২১৮ ইনিংসে ৬ হাজার ৬৯৭ রান করেছেন মুশফিক।

তামিম হাফসেঞ্চুরি করে ব্যাক্তিগত ৬২ রানে আউট হলেও, অপরপ্রান্ত ৪৮ রানে অপরাজিত আছেন লিটন দাস। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১২৮ ছাড়িয়েছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা (অধিনায়ক ও উইকেটকিপার), ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাদেভেরে, তারিসাই মুসাকান্দা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গোয়ে, ভিক্টর নিয়াউচি, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা।