Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম নারী উপাচার্য পেল ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক : 

প্রথমবারের মতো নারী উপাচার্য পেয়েছে শত বছরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ)। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নাইমা খাতুন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এএনআই বলছে, শতাব্দী প্রাচীন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রথম নারী উপাচার্য পেয়েছে। গত ১০৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনও নারী এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আসনে বসলেন।

এএমইউয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছন অধ্যাপক নাইমা খাতুন। আগামী পাঁচ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

সংবাদমাধ্যম বলছে, ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরই দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নিয়োগপত্রে স্বাক্ষর করেন।

যেহেতু এখন নির্বাচনের আদর্শ আচরণ বিধি রয়েছে, তাই এই নিয়োগসংক্রান্ত বিষয়ে ভারতের জাতীয় নির্বাচন কমিশনেরও (ইসিআই) অনুমতি নেওয়া হয়েছে।

ভারতে এখন লোকসভা নির্বাচন চলছে, এমতাবস্থায় নির্বাচনের আদর্শ আচরণ বিধি জারি রয়েছে, তাই এই নিয়োগসংক্রান্ত বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনেরও অনুমতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে এএমইউ কর্তৃপক্ষ। তবে কমিশন শর্ত আরোপ করে জানিয়েছে, এই নিয়োগ নিয়ে কোনো প্রচার হবে না এবং এর থেকে কোনো রাজনৈতিক ফায়দা তোলা যাবে না।

মন্ত্রণালয়ের চিঠির পরে, এএমইউ সোমবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিতে নাইমা খাতুনকে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ঘোষণা করে।

অধ্যাপক নাইমা খাতুন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন। এই বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে পিএইচডি করেছেন তিনি। ১৯৮৮ সালে সেই বিভাগেই প্রভাষক হিসেবে যোগ দেন। অধ্যাপক হন ২০০৬ সালে। এরপর ২০১৪ সালে ওমেন্স কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন তিনি।

নাইমা খাতুন মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডায় ন্যাশনাল ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করেন। এছাড়া যুক্তরাষ্ট্র, রোমানিয়া, থাইল্যান্ড, তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেকচার প্রদান করেন।

ভারতের উত্তর প্রদেশে ১৮৭৫ সালে যাত্রা শুরু করা মোহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ ১৯২০ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হয়। সে বছর চ্যান্সেলর হিসেবে যোগ দেন বেগম সুলতান জাহান। তিনিই একমাত্র নারী, যিনি আচার্য পদে ছিলেন। এবার এই বিশ্ববিদ্যালয় পেল প্রথম নারী উপাচার্য।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : সিইসি

প্রথম নারী উপাচার্য পেল ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয়

প্রকাশের সময় : ০৮:৫১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

প্রথমবারের মতো নারী উপাচার্য পেয়েছে শত বছরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ)। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নাইমা খাতুন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এএনআই বলছে, শতাব্দী প্রাচীন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রথম নারী উপাচার্য পেয়েছে। গত ১০৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনও নারী এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আসনে বসলেন।

এএমইউয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছন অধ্যাপক নাইমা খাতুন। আগামী পাঁচ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

সংবাদমাধ্যম বলছে, ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরই দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নিয়োগপত্রে স্বাক্ষর করেন।

যেহেতু এখন নির্বাচনের আদর্শ আচরণ বিধি রয়েছে, তাই এই নিয়োগসংক্রান্ত বিষয়ে ভারতের জাতীয় নির্বাচন কমিশনেরও (ইসিআই) অনুমতি নেওয়া হয়েছে।

ভারতে এখন লোকসভা নির্বাচন চলছে, এমতাবস্থায় নির্বাচনের আদর্শ আচরণ বিধি জারি রয়েছে, তাই এই নিয়োগসংক্রান্ত বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনেরও অনুমতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে এএমইউ কর্তৃপক্ষ। তবে কমিশন শর্ত আরোপ করে জানিয়েছে, এই নিয়োগ নিয়ে কোনো প্রচার হবে না এবং এর থেকে কোনো রাজনৈতিক ফায়দা তোলা যাবে না।

মন্ত্রণালয়ের চিঠির পরে, এএমইউ সোমবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিতে নাইমা খাতুনকে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ঘোষণা করে।

অধ্যাপক নাইমা খাতুন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন। এই বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে পিএইচডি করেছেন তিনি। ১৯৮৮ সালে সেই বিভাগেই প্রভাষক হিসেবে যোগ দেন। অধ্যাপক হন ২০০৬ সালে। এরপর ২০১৪ সালে ওমেন্স কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন তিনি।

নাইমা খাতুন মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডায় ন্যাশনাল ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করেন। এছাড়া যুক্তরাষ্ট্র, রোমানিয়া, থাইল্যান্ড, তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেকচার প্রদান করেন।

ভারতের উত্তর প্রদেশে ১৮৭৫ সালে যাত্রা শুরু করা মোহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ ১৯২০ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হয়। সে বছর চ্যান্সেলর হিসেবে যোগ দেন বেগম সুলতান জাহান। তিনিই একমাত্র নারী, যিনি আচার্য পদে ছিলেন। এবার এই বিশ্ববিদ্যালয় পেল প্রথম নারী উপাচার্য।