Dhaka বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার ট্রাক চালিয়ে ভারতীয় নারী বেনাপোল বন্দরে

বেনাপোল উপজেলা প্রতিনিধি : 

ভারত থেকে প্রথমবারের মতো অন্ন পূর্ণী রাজকুমার নামে এক নারী ট্রাকচালক পণ্য নিয়ে বাংলাদেশে এসেছেন।

রোববার (২১ এপ্রিল) বেলা ১১টায় ভারতের পেট্রাপোল বন্দর থেকে ওই নারী ট্রাক নিয়ে যশোরের বেনাপোল বন্দরে আসেন। এ সময় তাকে দেখতে বন্দর গেটে ভিড় জমে উৎসুক জনতার।

ওই নারী চালকের স্বামী রাজকুমার মানি তার সহযোগী (হেলপার) হিসেবে এ ট্রাকে রয়েছেন। তাদের বাড়ি ভারতের তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু থেকে পণ্য নিয়ে তারা বেনাপোল বন্দরে আসেন।

এ বিষয়ে অন্ন পূর্ণী বলেন, আমার স্বামীও ট্রাকচালক। দুজন এক ট্রাকে কাজ করি। আমার স্বামীও আমার সঙ্গে এসেছেন। ট্রাক চালিয়ে বাংলাদেশে আসতে পেরে ভালো লাগছে তার। বন্দরের পরিবেশ স্বস্তি দিয়েছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান বলেন, ‘অন্ন পূর্ণী রাজকুমার নামে এক নারী চালক ঞহ ০৫ পঢ়-২৪৫২ নম্বরের ট্রাকটি নিয়ে বেনাপোল বন্দরে আসেন। দ্রুত ট্রাকটি খালাসের ব্যবস্থা করা হচ্ছে। ট্রাকে আমদানিকৃত পণ্যের কার্গো মেনিফেস্ট নম্বর-৬০১২০২৪০০২০০২৫৪৬৮। ওই ট্রাকে পাঁচ হাজার ৪৬৩ কেজি গার্মেন্টস পণ্য (কাপড়) রয়েছে।’

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের কার্গো বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব বলেন, পিছিয়ে নেই নারীরা। পুরুষের সঙ্গে সব ক্ষেত্রেই নারীদের সাফল্য ছড়িয়ে পড়েছে। বাস, বিমান, রেলসহ বিভিন্ন পরিবহনের পর এবার স্থলপথে ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক চালিয়ে বেনাপোলে এসেছেন নারী ড্রাইভার। দেশ স্বাধীনের পর এই প্রথম কোনো নারী চালক পণ্যবোঝাই ট্রাক নিয়ে ভারত থেকে বেনাপোল বন্দরে এসেছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, আমদানিকৃত গেঞ্জির কাপড় বন্দরের ১ নম্বর শেডে আনলোড করা হয়েছে। পণ্য খালাসের পর বেলা ২টায় ট্রাকটি ভারতে ফেরত পাঠানো হয়েছে। এর আগে এভাবে কোনো নারী ট্রাক চালিয়ে বন্দরে আসেনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

প্রথমবার ট্রাক চালিয়ে ভারতীয় নারী বেনাপোল বন্দরে

প্রকাশের সময় : ০৯:১৬:০১ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪

বেনাপোল উপজেলা প্রতিনিধি : 

ভারত থেকে প্রথমবারের মতো অন্ন পূর্ণী রাজকুমার নামে এক নারী ট্রাকচালক পণ্য নিয়ে বাংলাদেশে এসেছেন।

রোববার (২১ এপ্রিল) বেলা ১১টায় ভারতের পেট্রাপোল বন্দর থেকে ওই নারী ট্রাক নিয়ে যশোরের বেনাপোল বন্দরে আসেন। এ সময় তাকে দেখতে বন্দর গেটে ভিড় জমে উৎসুক জনতার।

ওই নারী চালকের স্বামী রাজকুমার মানি তার সহযোগী (হেলপার) হিসেবে এ ট্রাকে রয়েছেন। তাদের বাড়ি ভারতের তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু থেকে পণ্য নিয়ে তারা বেনাপোল বন্দরে আসেন।

এ বিষয়ে অন্ন পূর্ণী বলেন, আমার স্বামীও ট্রাকচালক। দুজন এক ট্রাকে কাজ করি। আমার স্বামীও আমার সঙ্গে এসেছেন। ট্রাক চালিয়ে বাংলাদেশে আসতে পেরে ভালো লাগছে তার। বন্দরের পরিবেশ স্বস্তি দিয়েছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান বলেন, ‘অন্ন পূর্ণী রাজকুমার নামে এক নারী চালক ঞহ ০৫ পঢ়-২৪৫২ নম্বরের ট্রাকটি নিয়ে বেনাপোল বন্দরে আসেন। দ্রুত ট্রাকটি খালাসের ব্যবস্থা করা হচ্ছে। ট্রাকে আমদানিকৃত পণ্যের কার্গো মেনিফেস্ট নম্বর-৬০১২০২৪০০২০০২৫৪৬৮। ওই ট্রাকে পাঁচ হাজার ৪৬৩ কেজি গার্মেন্টস পণ্য (কাপড়) রয়েছে।’

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের কার্গো বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব বলেন, পিছিয়ে নেই নারীরা। পুরুষের সঙ্গে সব ক্ষেত্রেই নারীদের সাফল্য ছড়িয়ে পড়েছে। বাস, বিমান, রেলসহ বিভিন্ন পরিবহনের পর এবার স্থলপথে ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক চালিয়ে বেনাপোলে এসেছেন নারী ড্রাইভার। দেশ স্বাধীনের পর এই প্রথম কোনো নারী চালক পণ্যবোঝাই ট্রাক নিয়ে ভারত থেকে বেনাপোল বন্দরে এসেছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, আমদানিকৃত গেঞ্জির কাপড় বন্দরের ১ নম্বর শেডে আনলোড করা হয়েছে। পণ্য খালাসের পর বেলা ২টায় ট্রাকটি ভারতে ফেরত পাঠানো হয়েছে। এর আগে এভাবে কোনো নারী ট্রাক চালিয়ে বন্দরে আসেনি।