স্পোর্টস ডেস্ক :
অনেক অপেক্ষার পর অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। এবার বলতে গেলে এক তারুণ্যনির্ভর দল নিয়েই বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। যেখানে প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এমন ক্রিকেটার রয়েছেন ৬ জন।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসকনফারেন্স কক্ষে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ঘোষিত এই দলে প্রত্যাশিত সব ক্রিকেটারই রয়েছেন। ইনজুরিতে আক্রান্ত তাসকিন আহমেদকে দলের সহ-অধিনায়ক করা হয়েছে। তবে দলে জায়গা পাননি পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
যে ছয় ক্রিকেটার প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তারা হলেন তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, রিশাদ হোসেন এবং তানজিম হাসান সাকিব। এই ছয় ক্রিকেটারের মধ্যে তানজিদ তামিম গত ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন সবকটি ম্যাচ। তানজিম সাকিব সুযোগ পেয়েছিলেন দুই ম্যাচে। আর বাকিদের জন্য এটাই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
তানজিদ হাসান তামিম বাংলাদেশের উদীয়মান একজন ক্রিকেটার। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা দলের সদস্য ছিলেন তিনি। অনূর্ধ্ব-১৯ দলের ধারাবাহিক পারফর্ম করে সিনিয়র দলেও সুযোগ হয় তার। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। আর প্রথমবার এ ফরম্যাটে সুযোগ পেয়েই ২টি ফিফটি হাঁকান বাঁহাতি এ ব্যাটার।
মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ও জাকের আলীর ওপর আস্থা টিম ম্যানেজমেন্টের। তানজিম সাকিব সাম্প্রতিক দারুণ পারফর্ম করছেন। সবশেষ এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ে ভূমিকা রেখেছিলেন এ পেসার।
রিশাদ হোসেন বর্তমান সময়ে দলের নির্ভরযোগ্য ক্রিকেটারে পরিণত হয়েছেন। জাতীয় দলের লেগ স্পিনারের গুরুদায়িত্ব রয়েছে তার কাঁধে। এ ছাড়াও, লোয়ার অর্ডারে নেমে ফিনিশিং রোলেও দারুণ ব্যাট করতে পারেন তিনি। বিপিএল দিয়ে উত্থান তানভীর ইসলামের। বিপিএলের পাশাপাশি জাতীয় দলে খেলেও আলো ছড়িয়েছেন তিনি।