Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার কানের স্বর্ণপামের জন্য লড়বে বাংলাদেশের ‘আলী’

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৫৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ২৩৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশি সিনেমা ‘আলী’। এটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে চলতি বছরের উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করে কান কর্তৃপক্ষ। এ বিভাগে ‘আলী’ ছাড়াও বিভিন্ন দেশের আরো ৯টি সিনেমা জায়গা পেয়েছে।

আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘আলী’ সিনেমা প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। ১৫ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমার লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।

২০২৪ সালের নভেম্বরে সিলেটে ‘আলী’ সিনেমার দৃশ্যধারণের কাজ হয়েছে। আপাতত বেশি তথ্য না দিয়ে সিনেমাটির গল্প নিয়ে সামান্য ধারণা দিয়েছেন নির্মাতা। আদনান আল রাজীব বলেন, ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ-সরল-সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।

কানে প্রদর্শনীর সুযোগ প্রসঙ্গে ছবির অন্যতম প্রযোজক তানভীর হোসেন বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু এই ধরনের কাজের মধ্যদিয়েই একজন তরুণ বা নবীন, বড় আর অভিজ্ঞ হয়ে ওঠে। আমাদের সিনেমা কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়াটা একটা ইন্সপায়ারিং ঘটনা। আমরাও বলতে চাই, আমরাও বিশ্বমানের কাজ করি।’

‘আলী’ সিনেমার মূল প্রোডাকশন কোম্পানি ‘ক্যাটালগ’। এটি মূলত আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও আরভিন বেলারমিনোর নির্মাণপ্রতিষ্ঠান। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার চলচ্চিত্র নির্মাণে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল ক্যাটালগ।

এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে আদনানের পরিচালনায় ‘আলী’ এবং ফিলিপাইন থেকে আরভিন ও কাইলার যৌথ পরিচালনায় ‘আগাপিতো’ নির্মিত হয়েছিল। যার সহপ্রযোজক হিসেবে আছেন আদনান আল রাজীব ও তানভীর হোসেন। দুটি চলচ্চিত্রই জায়গা করে নিয়েছে কানের মূল প্রতিযোগিতায়; লড়বে পাম দ’রের জন্য।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

প্রথমবার কানের স্বর্ণপামের জন্য লড়বে বাংলাদেশের ‘আলী’

প্রকাশের সময় : ০৬:৫৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বিনোদন ডেস্ক : 

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশি সিনেমা ‘আলী’। এটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে চলতি বছরের উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ করে কান কর্তৃপক্ষ। এ বিভাগে ‘আলী’ ছাড়াও বিভিন্ন দেশের আরো ৯টি সিনেমা জায়গা পেয়েছে।

আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘আলী’ সিনেমা প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। ১৫ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমার লাইন প্রোডাকশন কোম্পানি ‘রানআউট ফিল্মস’।

২০২৪ সালের নভেম্বরে সিলেটে ‘আলী’ সিনেমার দৃশ্যধারণের কাজ হয়েছে। আপাতত বেশি তথ্য না দিয়ে সিনেমাটির গল্প নিয়ে সামান্য ধারণা দিয়েছেন নির্মাতা। আদনান আল রাজীব বলেন, ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ-সরল-সুন্দর ঢঙেই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।

কানে প্রদর্শনীর সুযোগ প্রসঙ্গে ছবির অন্যতম প্রযোজক তানভীর হোসেন বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু এই ধরনের কাজের মধ্যদিয়েই একজন তরুণ বা নবীন, বড় আর অভিজ্ঞ হয়ে ওঠে। আমাদের সিনেমা কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়াটা একটা ইন্সপায়ারিং ঘটনা। আমরাও বলতে চাই, আমরাও বিশ্বমানের কাজ করি।’

‘আলী’ সিনেমার মূল প্রোডাকশন কোম্পানি ‘ক্যাটালগ’। এটি মূলত আদনান আল রাজীব, তানভীর হোসেন, ক্রিস্টিন ডি লিওন ও আরভিন বেলারমিনোর নির্মাণপ্রতিষ্ঠান। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার চলচ্চিত্র নির্মাণে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে তৈরি হয়েছিল ক্যাটালগ।

এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে আদনানের পরিচালনায় ‘আলী’ এবং ফিলিপাইন থেকে আরভিন ও কাইলার যৌথ পরিচালনায় ‘আগাপিতো’ নির্মিত হয়েছিল। যার সহপ্রযোজক হিসেবে আছেন আদনান আল রাজীব ও তানভীর হোসেন। দুটি চলচ্চিত্রই জায়গা করে নিয়েছে কানের মূল প্রতিযোগিতায়; লড়বে পাম দ’রের জন্য।