Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার একসঙ্গে অরুণা-অপু

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • ১৯৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন চলচ্চিত্র অঙ্গনে কাজ করলেও কোনো টিভি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখেনি দর্শকরা। তবে তাদের সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদের হাত ধরে। শুক্রবার (২৪ নভেম্বর) প্রথমবার একসঙ্গে অতিথি হয়ে মুখোমুখি বসছেন ‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠানে। তাদের মাঝে থাকছেন উপস্থাপক আনজাম মাসুদ।

অনুষ্ঠানটি প্রচার হবে এদিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায়। নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজক তাশিক আহম্মেদ।

জানা গেছে, অরুণা বিশ্বাস ও অপু বিশ্বাস দু’জন দীর্ঘদিন চলচ্চিত্র অঙ্গনে কাজ করলেও এই প্রথম কোনও টেলিভিশন অনুষ্ঠানে একসাথে উপস্থিত হচ্ছেন। যেখানে তারা নিজেদের শৈশব থেকে বর্তমান পর্যন্ত অনেক অজানা কথা শেয়ার করবেন দর্শকদের সঙ্গে। পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক, তথ্যভিত্তিক ও সমসাময়িক বিষয়ের ওপর রচিত নাট্যাংশে উঠে আসা বিভিন্ন প্রশ্নের উত্তরও দেবেন দু’জনে।

অনুষ্ঠানটির পরিকল্পক, উপস্থাপক ও নির্দেশক আনজাম মাসুদ বলেন, নিঃসন্দেহে তারা দুজনেই মেধাবী অভিনেত্রী। তবে এই আয়োজনের মাধ্যমে আবারও সেই মেধার খেলায় মুখোমুখি দাঁড়াবেন তারা। অনুষ্ঠানটি দেখলে জানা যাবে, সবচেয়ে বেশি সঠিক উত্তর দিয়ে কে বিজয়ী হয়েছেন। এই পর্বের বিভিন্ন সেগমেন্টে কথা বলতে গিয়ে এবং প্রশ্নের উত্তর দিতে যেয়ে তারা কখনও আবেগ প্রবণ আবার কখনও নস্টালজিক হয়ে পড়েছেন। সেই মুহূর্তগুলোও দেখার মতো বলে আমি মনে করি।

এতে লিটন খন্দকারের রচনায় গবেষণালব্ধ চারটি নাটিকায় অভিনয় করেছেন বিনয় ভদ্র, শাহিন খান, লিটন খন্দকার, জাহাঙ্গীর আলম, মনিষা, তমাল মাহবুব, শফিক খান দিলু ও নূর এ কাঞ্চন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহেদ দৌলা খাঁন তুহিন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

প্রথমবার একসঙ্গে অরুণা-অপু

প্রকাশের সময় : ০৪:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন চলচ্চিত্র অঙ্গনে কাজ করলেও কোনো টিভি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখেনি দর্শকরা। তবে তাদের সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে জনপ্রিয় উপস্থাপক আনজাম মাসুদের হাত ধরে। শুক্রবার (২৪ নভেম্বর) প্রথমবার একসঙ্গে অতিথি হয়ে মুখোমুখি বসছেন ‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠানে। তাদের মাঝে থাকছেন উপস্থাপক আনজাম মাসুদ।

অনুষ্ঠানটি প্রচার হবে এদিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায়। নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজক তাশিক আহম্মেদ।

জানা গেছে, অরুণা বিশ্বাস ও অপু বিশ্বাস দু’জন দীর্ঘদিন চলচ্চিত্র অঙ্গনে কাজ করলেও এই প্রথম কোনও টেলিভিশন অনুষ্ঠানে একসাথে উপস্থিত হচ্ছেন। যেখানে তারা নিজেদের শৈশব থেকে বর্তমান পর্যন্ত অনেক অজানা কথা শেয়ার করবেন দর্শকদের সঙ্গে। পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক, তথ্যভিত্তিক ও সমসাময়িক বিষয়ের ওপর রচিত নাট্যাংশে উঠে আসা বিভিন্ন প্রশ্নের উত্তরও দেবেন দু’জনে।

অনুষ্ঠানটির পরিকল্পক, উপস্থাপক ও নির্দেশক আনজাম মাসুদ বলেন, নিঃসন্দেহে তারা দুজনেই মেধাবী অভিনেত্রী। তবে এই আয়োজনের মাধ্যমে আবারও সেই মেধার খেলায় মুখোমুখি দাঁড়াবেন তারা। অনুষ্ঠানটি দেখলে জানা যাবে, সবচেয়ে বেশি সঠিক উত্তর দিয়ে কে বিজয়ী হয়েছেন। এই পর্বের বিভিন্ন সেগমেন্টে কথা বলতে গিয়ে এবং প্রশ্নের উত্তর দিতে যেয়ে তারা কখনও আবেগ প্রবণ আবার কখনও নস্টালজিক হয়ে পড়েছেন। সেই মুহূর্তগুলোও দেখার মতো বলে আমি মনে করি।

এতে লিটন খন্দকারের রচনায় গবেষণালব্ধ চারটি নাটিকায় অভিনয় করেছেন বিনয় ভদ্র, শাহিন খান, লিটন খন্দকার, জাহাঙ্গীর আলম, মনিষা, তমাল মাহবুব, শফিক খান দিলু ও নূর এ কাঞ্চন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহেদ দৌলা খাঁন তুহিন।