বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতায় যুক্ত হলো আরও একটি অধ্যায়। প্রথমবারের মতো বন্দর জেটিতে ভিড়েছে সাড়ে আট মিটার গভীরতার বিদেশি জাহাজ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে জাহাজটি মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে অবস্থান নেয়। এর আগে গত ২৫ জুন ৮ মিটার গভীরতার একটি জাহাজ এই বন্দরে এসেছিল।
জাহাজটিতে ৪৭৯ টিইইউস (টোয়েন্টি ফুট ইকুয়েভিলেন্ট ইউনিট) কনটেইনার এসেছে। এর মধ্যে ৩৬৭টি কনটেইনারে তৈরি পোশাক, পাট ও পাটজাত এবং হিমায়িত পণ্য বোঝাই হয়ে বিদেশে রপ্তানি হবে। এর আগে বন্দর জেটিতে যেসব জাহাজ এসেছে, তার বেশির ভাগই সাত ও আট মিটার গভীরতাসম্পন্ন জাহাজ। জেটিতে ড্রেজিং করার ফলে প্রথমবারের মতো সাড়ে আট মিটার গভীরতার জাহাজ ভিড়ল।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান বলেন, এমভি মায়েরস্ক নুসানতারা নামে সিঙ্গাপুরের পতাকাবাহী ৮.৫ মিটার ড্রাফটের একটি জাহাজ মোংলা বন্দরের ৯নং জেটিতে এসেছে। ওই জাহাজ থেকে ৩১৫ বক্স ৪৮৯ টিইউজ খালাস হবে এবং ২৬৩ বক্স ৩৬৭ টিইউজ বোঝাই হবে বলে আশা করা হচ্ছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, জেটিতে প্রতিনিয়ত ড্রেজিং করার ফলে মোংলা বন্দরে সাফল্য অর্জিত হয়েছে। পশুর চ্যানেলে ও জেটি ফ্রন্টে ড্রেজিংয়ের ফলে এখন ৮.৫ মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হচ্ছে। প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় দক্ষিণবঙ্গের যে কয়টি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তার মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ অন্যতম। পদ্মা সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গেই এ বন্দর দিয়ে রেডিমেইড গার্মেন্টস পণ্যসহ বিভিন্ন পণ্য রফতানি শুরু হয়েছে।’
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান বলেন, মোংলা বন্দর জেটিতে সাড়ে আট মিটার গভীরতাসম্পন্ন জাহাজ ভেড়ায় বন্দরের জন্য একটি নতুন অধ্যায় সূচিত হলো। বন্দরের সক্ষমতা বেড়েছে কয়েকগুণ। পদ্মা সেতুর কল্যাণে এই বন্দর এখন বিশ্বমানের বন্দরে রূপান্তরিত হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জুন বিকাল ৪টায় সর্বশেষ বন্দরের ৭ নম্বর জেটিতে পানামার পতাকাবাহী ১৭২ মিটার দৈর্ঘ্যের এমভি ফিলোটিমো (গিয়ারলেস জাহাজ) জাহাজটি নোঙর করেছিল। জাহাজটিতে ৭৫০ টিইউজ কন্টেইনার এসেছে। এর মধ্যে ২১১টি ৪০ ফিট কন্টেইনার এবং ৩২৮টি ২০ ফিটের কন্টেইনার ছিল। আর ২০২২ সালের ১২ সেপ্টেম্বর এবং ২০২৩ সালের ২৭ মার্চ কন্টেইনারবাহী ৮ মিটারের জাহাজ বন্দরের জেটিতে আগমন করেছিল।