মাগুরা জেলা প্রতিনিধি :
দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করবেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
সোমবার (১৮ ডিসেম্বর) মাগুরার দুইটি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। রিটার্নিং আফিসার ও মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তার সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে এ প্রতীক দেন।
নৌকা প্রতীক পাওয়ার পর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বলেন, আমার সঙ্গে চারজন প্রার্থী আছেন। তাঁরা সবাই যোগ্য। ভোটাররা যাঁকে পছন্দ করবেন, তাঁরই নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে। আমাদের সবারই চেষ্টা থাকবে, যাতে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি। একই সঙ্গে চেষ্টা থাকবে, যত বেশি ভোটার আনা যায়। কারণ, নিকট অতীতের নির্বাচনগুলোতে হয়তো ওই রকম ভোটার টার্নআউট হয়নি। এর ফলে এবার এটাই বড় চ্যালেঞ্জ যে আমরা কত ভোটারের আগ্রহ জোগাতে পারি।
প্রতীক বরাদ্দ পেয়ে ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান সাকিব। তিনি বলেন, এই আসনের ভোটাররাই ঠিক করবেন পরের ৫ বছর কে তাদের হয়ে কাজ করবে। তাদের প্রতিনিধি তাদেরই বেছে নিতে হবে। সবাই যেন কেন্দ্রে এসে ভোট দেয়। যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারবে। আমি আশা করবো আমাকেই ভোট দেবে আর যদি না দেয় তাতেও আপত্তি নেই। আমি চাই সবাই ভোটাধিকার প্রয়োগ করুক। এটা তাদের গণতান্ত্রিক অধিকার।
পাশাপাশি তিনি আরও বলেন, মাগুরা থেকে আমি এতো কিছু পেয়েছি আর তো পাওয়ার কিছু নেই। এখন মাগুরার মানুষকে যদি আমি কিছু দিতে পারি, সেটাই আমার বেশি ভালো লাগবে। যদি সুযোগ পাই আমি চেষ্টা করব, আমার জায়গা থেকে কাজ করার। সবার কথা শুনব, সবার পরামর্শ নেব। নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সবাই যদি সুযোগ করে দেন, তাহলে আমি মাগুরার উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় সাকিবের সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ, সহসভাপতি মুন্সী রেজাউল ইসলাম এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।