Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিযোগিতা করতে গিয়ে বসত ঘরে ঢুকে পড়ল বাস, নিহত ১

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলের ভূঞাপুরে অন্য একটি বাসের সঙ্গে গতির প্রতিযোগিতা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে বসত ঘরের ওপর উল্টে পড়ে। এতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার কুঠিবয়ড়া বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হালিম (৫৫) কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা।

নিহত আব্দুল হালিম (৫৫) কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা। কুঠিবয়ড়া বাজার মোড়ে মনোহারী দোকান ছিল তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী এসএস ট্রাভেলস ও ভাই ভাই পরিবহনের দুটি যাত্রীবাহী দুটি বাস বেপরোয়া গতিতে আগে যাওয়ার প্রতিযোগিতা করছিল। বাস দুটি কুঠিবয়ড়া বাজার মোড় পেরোনোর সময় এসএস ট্রাভেলসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই সময় সড়কে থাকা আব্দুল হালিমকে চাপা দিয়ে বসত ঘরের ওপর পড়ে যায়। এতে ঘরে থাকা শাশুড়ি ও ছেলের বউ আহত হন।

কুঠিবয়ড়া গ্রামের শাহীন জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি শুরু হয়। এ সময় নিহত আব্দুল হালিম সড়কের মোড়ে থাকা তাঁর ভ্যানটি পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার সময় বাসটি তাকে চাপা দেয়। এ ছাড়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর উঠে যায়। পরে স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। এ সময় কয়েকজন আহত হন।

ঘরের মালিক সোলায়মানের ছেলের স্ত্রীকে শারমিন আক্তার বলেন, ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ব্যাপক শব্দ হয়। ভেবেছিলাম ঘরের ওপর গাছ পড়েছে। কিন্তু পরে দেখি ঘরের ওপর গাড়ির মাথা। আমি আটকে পড়লে মানুষজন এসে আমাকে উদ্ধার করে। আমার শিশু সন্তান দূরে থাকায় দুর্ঘটনা হতে রক্ষা পেয়েছে। এ ছাড়া পাশের ঘরে আমার শাশুড়ি ছিলেন। ওই ঘর ভেঙে তিনি আহত হয়েছেন।

ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ছাড়া কয়েকজন বাসের যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

প্রতিযোগিতা করতে গিয়ে বসত ঘরে ঢুকে পড়ল বাস, নিহত ১

প্রকাশের সময় : ০৫:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 

টাঙ্গাইলের ভূঞাপুরে অন্য একটি বাসের সঙ্গে গতির প্রতিযোগিতা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে বসত ঘরের ওপর উল্টে পড়ে। এতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার কুঠিবয়ড়া বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হালিম (৫৫) কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা।

নিহত আব্দুল হালিম (৫৫) কুঠিবয়ড়া গ্রামের বাসিন্দা। কুঠিবয়ড়া বাজার মোড়ে মনোহারী দোকান ছিল তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী এসএস ট্রাভেলস ও ভাই ভাই পরিবহনের দুটি যাত্রীবাহী দুটি বাস বেপরোয়া গতিতে আগে যাওয়ার প্রতিযোগিতা করছিল। বাস দুটি কুঠিবয়ড়া বাজার মোড় পেরোনোর সময় এসএস ট্রাভেলসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই সময় সড়কে থাকা আব্দুল হালিমকে চাপা দিয়ে বসত ঘরের ওপর পড়ে যায়। এতে ঘরে থাকা শাশুড়ি ও ছেলের বউ আহত হন।

কুঠিবয়ড়া গ্রামের শাহীন জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি শুরু হয়। এ সময় নিহত আব্দুল হালিম সড়কের মোড়ে থাকা তাঁর ভ্যানটি পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার সময় বাসটি তাকে চাপা দেয়। এ ছাড়া বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর উঠে যায়। পরে স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে। এ সময় কয়েকজন আহত হন।

ঘরের মালিক সোলায়মানের ছেলের স্ত্রীকে শারমিন আক্তার বলেন, ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ব্যাপক শব্দ হয়। ভেবেছিলাম ঘরের ওপর গাছ পড়েছে। কিন্তু পরে দেখি ঘরের ওপর গাড়ির মাথা। আমি আটকে পড়লে মানুষজন এসে আমাকে উদ্ধার করে। আমার শিশু সন্তান দূরে থাকায় দুর্ঘটনা হতে রক্ষা পেয়েছে। এ ছাড়া পাশের ঘরে আমার শাশুড়ি ছিলেন। ওই ঘর ভেঙে তিনি আহত হয়েছেন।

ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ছাড়া কয়েকজন বাসের যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।