আন্তর্জাতিক ডেস্ক :
ওমরাহ পালনে পবিত্র কাবায় গেছেন এক প্রতিবন্ধী। তবে শারীরিক অক্ষমতার কারণে দেখতে পারছিলেন না তিনি। ফলে তার সাহায্যে এগিয়ে এসেছেন এক নিরাপত্তা কর্মকর্তা। কোলে নিয়ে পবিত্র কাবা দেখিয়েছেন তিনি।
শুক্রবার (২৯ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তায় নিয়োজিত ওই কর্মকর্তা দেখতে পান যে শারীরিক অক্ষমতার কারণে উঁচু বেড়া থাকায় তিনি পবিত্র কাবা দেখতে পাচ্ছিলেন না। ফলে তার সাহায্যে এগিয়ে যান তিনি। ওমরাহ পালন করতে আসা ওই প্রতিবন্ধী প্রবাসী ছিলেন।
নিরাপত্তা কর্মকর্তার এ কর্মকাণ্ড কেউ ভিডিও ধারণ করেন। এরপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। মুহূর্তেই এ ভিডিও ভাইরাল হয়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করায় সাধারণ মানুষ ওই নিরাপত্তা কর্মকর্তার প্রশংসায় ভাসছেন। এমন কী নেটিজেনরা তাকে মহানুভবতার জন্য পুরস্কৃত করারও আহ্বান জানান।
রমজানে ওমরাহ পালনে বিশেষ মর্যাদা রয়েছে। এ সময় বছরের অন্য সময়ের তুলনায় ওমরাহকারীদের ভিড় অনেক বেড়ে যায়। ফলে ভিড় সামলাতে নানা পদক্ষেপ নিয়েছে সৌদি আরব।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র রমজানে কোনো ব্যক্তিকে একবারের বেশি ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে না। মূলত বাড়তি ভিড় সামলাতে এমন পদক্ষেপ নিয়েছে দেশটি।
গত ১১ মার্চ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে পবিত্র রমজান মাস শুরু হয়। রমজান মাস আসার পরই সৌদিতে মুসল্লিদের ঢল নামে। গত দুই সপ্তাহে মক্কায় প্রায় এক কোটি মানুষ নামাজ ও ওমরাহ পালন করেছেন। অপরদিকে মসজিদে নববীতে গত দুই সপ্তাহে প্রায় দেড় কোটি মুসল্লি নামাজ আদায় করেছেন।