Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিনিয়ত অভিনয় শিখছি: রিয়া

রিয়া

বর্তমানে শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন রিয়া। তিনি জানান, নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে ‘ফ্যামিলি ক্রাইসিস’ ও ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মতো ধারাবাহিকে কাজের সুযোগ হয়েছে।

চলতি সময়ের ছোট পর্দার অভিনেত্রী সানজানা সরকার রিয়া। মূলত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ অভিনয় করেই পরিচিতি পান তিনি। তবে শুরুটা বাংলালিংকের বিজ্ঞাপন দিয়ে। এরপর প্রতিনিয়ত কাজের প্রস্তাব পেয়ে চলেছেন এই অভিনেত্রী।

তবে কাজের ক্ষেত্রে খুবই খুঁতখুঁতে রিয়া। গল্প, স্ক্রিপ্ট নিখুঁত হলেই কাজ করেন। তাই কাজের সংখ্যাও হাতেগোনা। সামনেও সেই ধারা অব্যাহত রাখবেন বলেই জানালেন।

আরও পড়ুন : জনসচেতনতায় কারিনার সতর্ক বার্তা `মাস্ক পরুন’

রিয়া বলেন, দুটি নাটকেরই নির্মাতা, কলাকুশলী ও সহকর্মীরা এতো কো-অপারেটিভ বলে বোঝাতে পারবো না। বিশেষ করে অমি ভাই যথেষ্ট বোঝানোর চেষ্টা করেন। অভিনয় করেও দেখান। যেটা কাজকে সহজ করে দেয়। ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, অল্প কিছুদিন হলো কাজ করেছি। খুব ভালো অভিনয় পারি না।

তবে অভিজ্ঞতা খুব ভালো। প্রতিনিয়ত অভিনয় শিখছি। সামনে ভালো ভালো কাজ করতে চাই। আসলে অনেক কাজের প্রস্তাব পাই। তবে বুঝে শুনে পথ চলতে চাচ্ছি। মানসম্মত কাজ ছাড়া করতে চাই না।

সিনেমায় কাজের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে রিয়া বলেন, আপাতত সিনেমা নিয়ে পরিকল্পনা নেই। সিনেমা বড় ব্যাপার। এখনই এতো বড় বিষয় নিয়ে ভাবছি না।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

প্রতিনিয়ত অভিনয় শিখছি: রিয়া

প্রকাশের সময় : ০৬:৫২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০

বর্তমানে শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন রিয়া। তিনি জানান, নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে ‘ফ্যামিলি ক্রাইসিস’ ও ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মতো ধারাবাহিকে কাজের সুযোগ হয়েছে।

চলতি সময়ের ছোট পর্দার অভিনেত্রী সানজানা সরকার রিয়া। মূলত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ অভিনয় করেই পরিচিতি পান তিনি। তবে শুরুটা বাংলালিংকের বিজ্ঞাপন দিয়ে। এরপর প্রতিনিয়ত কাজের প্রস্তাব পেয়ে চলেছেন এই অভিনেত্রী।

তবে কাজের ক্ষেত্রে খুবই খুঁতখুঁতে রিয়া। গল্প, স্ক্রিপ্ট নিখুঁত হলেই কাজ করেন। তাই কাজের সংখ্যাও হাতেগোনা। সামনেও সেই ধারা অব্যাহত রাখবেন বলেই জানালেন।

আরও পড়ুন : জনসচেতনতায় কারিনার সতর্ক বার্তা `মাস্ক পরুন’

রিয়া বলেন, দুটি নাটকেরই নির্মাতা, কলাকুশলী ও সহকর্মীরা এতো কো-অপারেটিভ বলে বোঝাতে পারবো না। বিশেষ করে অমি ভাই যথেষ্ট বোঝানোর চেষ্টা করেন। অভিনয় করেও দেখান। যেটা কাজকে সহজ করে দেয়। ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, অল্প কিছুদিন হলো কাজ করেছি। খুব ভালো অভিনয় পারি না।

তবে অভিজ্ঞতা খুব ভালো। প্রতিনিয়ত অভিনয় শিখছি। সামনে ভালো ভালো কাজ করতে চাই। আসলে অনেক কাজের প্রস্তাব পাই। তবে বুঝে শুনে পথ চলতে চাচ্ছি। মানসম্মত কাজ ছাড়া করতে চাই না।

সিনেমায় কাজের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে রিয়া বলেন, আপাতত সিনেমা নিয়ে পরিকল্পনা নেই। সিনেমা বড় ব্যাপার। এখনই এতো বড় বিষয় নিয়ে ভাবছি না।