Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রতারণার শিকার প্রসেনজিতের বোন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • ১৯৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

পর্দায় প্রসেনজিৎকে অন্যায় ও প্রতারণার বিরুদ্ধে সাধারণ মানুষকে রক্ষা করতে দেখা যায়। তবে বাস্তব জীবনে পারলেন না নিজের বোনকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে। তার বোন পল্লবী চট্টোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৯ লাখ ১৭ হাজার রুপি উধাও হয়ে গেছে। পল্লবী চট্টোপাধ্যায় মারা গেছেন- এমন দাবি করে তার পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) অ্যাকাউন্ট থেকে এই টাকা তুলে নেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে পল্লবী জানিয়েছেন, শরৎবোস রোডের অ্যাক্সিস ব্যাংকের ব্রাঞ্চে তার একটি পিপিএফ অ্যাকাউন্ট আছে। আচমকাই ব্যাংকের তরফম থেকে তাকে জানানো হয়, তার সেই অ্যাকাউন্ট নাকি বন্ধ হয়ে গেছে। তারপরই অভিনেত্রী জানতে পারেন, ওই অ্যাকাউন্টে থাকা তার সমস্ত টাকাও উধাও। অভিনেত্রীকে মৃত দাবি করে কেউ বা কারা সেই টাকা তুলে নিয়েছে। গোটা ঘটনায় তিনি হতবাক বলে জানিয়েছেন পল্লবী।

পল্লবী বলেন, আমি জানতে চেয়েছি ব্যাংকের কাছে আমি যদি মৃত হই, তাহলে তো আমার মৃত্যুর সনদ দেখাতে হবে। সেটা কোথায়? কিন্তু তার উত্তর পাইনি। আসলে এটা বড় একটা জালিয়াতির চক্র চলছে।

তিনি বলেন, আমি এর কোনো সদুত্তর পাইনি। কেন্দ্র নিয়ন্ত্রিত একটা সংস্থায় এতবড় জালিয়াতি! আজ আমার সঙ্গে হয়েছে, হয়তো আরও অনেকের সঙ্গেই হচ্ছে আমরা জানতেও পারছি না। আমি এই ঘটনায় দিদির কাছে যেতেই পারতাম। কিন্তু কেন্দ্রের নিয়ন্ত্রিত সংস্থায় এতবড় প্রতারণা! আমি সত্যিই অবাক!

জানা যাচ্ছে, গোটা ঘটনায় কলকাতার কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেছেন পল্লবী চট্টোপাধ্যায়। আগামী ১৬-১৭ এপ্রিলের মধ্যে খোয়া যাওয়া টাকা অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় ফেরত পাবেন বলেও ব্যাংকের তরফে আশ্বস্ত করা হয়েছে। তবে যতক্ষণ না পাচ্ছেন, সন্দেহ থেকেই যাচ্ছে বলে জানিয়েছেন পল্লবী। তবে কীভাবে এমন ঘটনা ঘটেছে এখনও স্পষ্ট নয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

প্রতারণার শিকার প্রসেনজিতের বোন

প্রকাশের সময় : ০২:২৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩

বিনোদন ডেস্ক : 

পর্দায় প্রসেনজিৎকে অন্যায় ও প্রতারণার বিরুদ্ধে সাধারণ মানুষকে রক্ষা করতে দেখা যায়। তবে বাস্তব জীবনে পারলেন না নিজের বোনকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে। তার বোন পল্লবী চট্টোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৯ লাখ ১৭ হাজার রুপি উধাও হয়ে গেছে। পল্লবী চট্টোপাধ্যায় মারা গেছেন- এমন দাবি করে তার পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) অ্যাকাউন্ট থেকে এই টাকা তুলে নেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে পল্লবী জানিয়েছেন, শরৎবোস রোডের অ্যাক্সিস ব্যাংকের ব্রাঞ্চে তার একটি পিপিএফ অ্যাকাউন্ট আছে। আচমকাই ব্যাংকের তরফম থেকে তাকে জানানো হয়, তার সেই অ্যাকাউন্ট নাকি বন্ধ হয়ে গেছে। তারপরই অভিনেত্রী জানতে পারেন, ওই অ্যাকাউন্টে থাকা তার সমস্ত টাকাও উধাও। অভিনেত্রীকে মৃত দাবি করে কেউ বা কারা সেই টাকা তুলে নিয়েছে। গোটা ঘটনায় তিনি হতবাক বলে জানিয়েছেন পল্লবী।

পল্লবী বলেন, আমি জানতে চেয়েছি ব্যাংকের কাছে আমি যদি মৃত হই, তাহলে তো আমার মৃত্যুর সনদ দেখাতে হবে। সেটা কোথায়? কিন্তু তার উত্তর পাইনি। আসলে এটা বড় একটা জালিয়াতির চক্র চলছে।

তিনি বলেন, আমি এর কোনো সদুত্তর পাইনি। কেন্দ্র নিয়ন্ত্রিত একটা সংস্থায় এতবড় জালিয়াতি! আজ আমার সঙ্গে হয়েছে, হয়তো আরও অনেকের সঙ্গেই হচ্ছে আমরা জানতেও পারছি না। আমি এই ঘটনায় দিদির কাছে যেতেই পারতাম। কিন্তু কেন্দ্রের নিয়ন্ত্রিত সংস্থায় এতবড় প্রতারণা! আমি সত্যিই অবাক!

জানা যাচ্ছে, গোটা ঘটনায় কলকাতার কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেছেন পল্লবী চট্টোপাধ্যায়। আগামী ১৬-১৭ এপ্রিলের মধ্যে খোয়া যাওয়া টাকা অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় ফেরত পাবেন বলেও ব্যাংকের তরফে আশ্বস্ত করা হয়েছে। তবে যতক্ষণ না পাচ্ছেন, সন্দেহ থেকেই যাচ্ছে বলে জানিয়েছেন পল্লবী। তবে কীভাবে এমন ঘটনা ঘটেছে এখনও স্পষ্ট নয়।