Dhaka বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রতারক ক্ষমতায় থাকলে তার সন্তানরাও প্রতারক হয়, যেমন জয়-পুতুল : রিজভী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৬:১৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ১৮৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

‘প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে, তখন তার সন্তানরাও প্রতারক হয়’ মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, তার উদাহরণ পুতুলের নামে সূচনা সংগঠন এবং জয়ের নামে বিনিময় সংগঠনের কোনো অস্তিত্ব পায়নি দুদক। অথচ এই সংগঠনের নামে শত শত টাকা বরাদ্দ নিয়ে লুটপাট করেছে জয়-পুতুল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘প্রতিবন্ধী রিকশা চালক মামুন’র জন্য আর্থিক অনুদান প্রদানে এ অনুষ্ঠান আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল তার শ্বশুরের নামে একটি ফাউন্ডশেন করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, দুদক খোঁজ করে দেখেছে এই নামে কোনো ফাউন্ডেশন নেই। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একটি ফাউন্ডেশন করেছিল, সেটি খুঁজে দেখো গেছে নেই। প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তার সন্তানদেরও প্রতারক বানায়। তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা ও তার ছেলে-মেয়েরা।

ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের একগুচ্ছ কর্মসূচির বিষয়ে রুহুল কবির রিজভী বলেছেন, শুনলাম আওয়ামী লীগ নাকি মাঠে নামার কর্মসূচি দিয়েছে। জানি না। হয়তো প্রতিক্রিয়া জানার জন্য। তিনি (শেখ হাসিনা) আবার ক্ষমতা ফিরে পেতে চান। ছাই থেকে জন্ম নিতে চান। এতো সাহস পান কোথা থেকে? এগুলো সরকারকে পর্যবেক্ষণ করার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের হরতাল কর্মসূচি প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, হরতালের ডাক দিলেন আর মানুষ লাফ দিয়ে পড়বে-এমনটা হবে না। বরং মানুষ আপনাদের (আওয়ামী লীগের) শাস্তির জন্য অপেক্ষা করছে।

তিনি বলেন, যারা টার্গেট করে গুলি করে, তাদের আত্মা মানুষের আত্মা না, তাদের আত্মার মধ্যে ছিল রক্তপিপাসু নেকড়ের কোনো আত্মা। তা না হলে এই ফুটফুটে শিশুদের গুলি করে মারতো না। শেখ হাসিনার কাছে নারী, শিশু, কিশোর মানবতার কোনো মূল্য নেই। ওর (হাসিনা) কাছে একটাই মূল্য, বাংলার সিংহাসনটা চাই, চাই।’

শেখ হাসিনা তার সিংহাসন রক্ষা করার জন্য সারাদেশে ১৬ বছর ধরে তাণ্ডব চালিয়েছে মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এই হাসিনা কত মায়ের কোল খালি করেছে, কত নারীকে বিধিবা করেছে, কত পরিবারকে সন্তান হারা করেছে, তার কোনো হদিস নেই। শেখ হাসিনার ক্ষমতার দেড় দশক ছিল এদেশের মানুষের জন্য শোকের বছর। গুম ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা। ক্রসফায়ারে হত্যা ছিল শেখ হাসিনার কাছে একটা আনন্দের বিষয়। সে বিরোধী পক্ষের লাশ, রক্ত দেখলে খুব খুশি হতো।’

প্রশাসনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের মতো সাজিয়ে নিয়েছিল রাষ্ট্র ক্ষমতার জোরে। কই? এখন সামাজিক সংঘাতে কত মানুষ মারা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এটা দমনে তো কোনো ভূমিকা দেখি না। অপরাধীদের তো গ্রেফতার করে না। অথচ এই পার্টি অফিস (বিএনপির কেন্দ্রীয় কার্যালয়) থেকে একটা মিছিল বের হলে, মৌমাছির মতো ঘিরে ফেলতো। বিরোধী নেতাকর্মীরা যদি ধান ক্ষেতে, বাঁশ ঝাড়ে বসে লুকিয়ে থাকতো, সেখান থেকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে যেত। আজ যারা সমাজের অপরাধী তাদেরকে গ্রেফতার করে সমাজের আইনশৃঙ্খলা রক্ষা করা হচ্ছে না। জুলাই-আগস্টের আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধসহ শত মানুষকে হত্যা করেছে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর লোক। তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না? কারা এই অপরাধীদের রেহাই দিচ্ছে, তাদেরকে আমরা চিহ্নিত করে রাখছি। এদের বিচার করলে শহীদ পরিবারে রাগ কিছুটা শীতল হতো। বরং আমরা কী দেখছি! মামলার নামে যে বাদি সে বিএনপির আরেক কর্মীর নামে মামলা করছেন, এই চক্রান্ত প্রায় জায়গায় হচ্ছে। কারা এই কাজগুলো করছেন, সেটা আমরা জানি।

শেখ হাসিনার বিষয়ে তিনি বলেন, ‘সে শিশু হত্যা করতে পারে। তার পরিবারের দুর্নীতি তো এখন সবার জানা। ভাগ্নি-ভাগ্নের নামে প্লট। শুনলাম আওয়ামী লীগ নাকি মাঠে নামার কর্মসূচি দিয়েছে। জানি না। হয়তো প্রতিক্রিয়া জানার জন্য। তিনি আবার ক্ষমতা ফিরে পেতে চান। ছাই থেকে জন্ম নিতে চায়। এত সাহস পায় কই থেকে?

সালমান এফ রহমান প্রসঙ্গে রিজভী বলেন, দরবেশ ব্যাংক ধ্বংস করেছে, শেয়ার বাজার ধ্বংস করেছে। তিনি আবার নিজের ছাই থেকে জন্ম নিতে চাচ্ছেন। ঢিলেঢালাভাবে সরকার পরিচালনার জন্য আজকে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তার বিচার নিশ্চিত হলে মানুষ বুঝবে সরকার কাজ করছে। অন্যথায় এ সরকারের প্রতি মানুষের যে সমর্থন, সেটা ধীরে ধীরে কমতে থাকবে।

আমরা বিএনপি পরিপারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ।

আবহাওয়া

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

প্রতারক ক্ষমতায় থাকলে তার সন্তানরাও প্রতারক হয়, যেমন জয়-পুতুল : রিজভী

প্রকাশের সময় : ০৬:১৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

‘প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে, তখন তার সন্তানরাও প্রতারক হয়’ মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, তার উদাহরণ পুতুলের নামে সূচনা সংগঠন এবং জয়ের নামে বিনিময় সংগঠনের কোনো অস্তিত্ব পায়নি দুদক। অথচ এই সংগঠনের নামে শত শত টাকা বরাদ্দ নিয়ে লুটপাট করেছে জয়-পুতুল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘প্রতিবন্ধী রিকশা চালক মামুন’র জন্য আর্থিক অনুদান প্রদানে এ অনুষ্ঠান আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল তার শ্বশুরের নামে একটি ফাউন্ডশেন করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, দুদক খোঁজ করে দেখেছে এই নামে কোনো ফাউন্ডেশন নেই। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একটি ফাউন্ডেশন করেছিল, সেটি খুঁজে দেখো গেছে নেই। প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তার সন্তানদেরও প্রতারক বানায়। তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা ও তার ছেলে-মেয়েরা।

ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের একগুচ্ছ কর্মসূচির বিষয়ে রুহুল কবির রিজভী বলেছেন, শুনলাম আওয়ামী লীগ নাকি মাঠে নামার কর্মসূচি দিয়েছে। জানি না। হয়তো প্রতিক্রিয়া জানার জন্য। তিনি (শেখ হাসিনা) আবার ক্ষমতা ফিরে পেতে চান। ছাই থেকে জন্ম নিতে চান। এতো সাহস পান কোথা থেকে? এগুলো সরকারকে পর্যবেক্ষণ করার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের হরতাল কর্মসূচি প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, হরতালের ডাক দিলেন আর মানুষ লাফ দিয়ে পড়বে-এমনটা হবে না। বরং মানুষ আপনাদের (আওয়ামী লীগের) শাস্তির জন্য অপেক্ষা করছে।

তিনি বলেন, যারা টার্গেট করে গুলি করে, তাদের আত্মা মানুষের আত্মা না, তাদের আত্মার মধ্যে ছিল রক্তপিপাসু নেকড়ের কোনো আত্মা। তা না হলে এই ফুটফুটে শিশুদের গুলি করে মারতো না। শেখ হাসিনার কাছে নারী, শিশু, কিশোর মানবতার কোনো মূল্য নেই। ওর (হাসিনা) কাছে একটাই মূল্য, বাংলার সিংহাসনটা চাই, চাই।’

শেখ হাসিনা তার সিংহাসন রক্ষা করার জন্য সারাদেশে ১৬ বছর ধরে তাণ্ডব চালিয়েছে মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এই হাসিনা কত মায়ের কোল খালি করেছে, কত নারীকে বিধিবা করেছে, কত পরিবারকে সন্তান হারা করেছে, তার কোনো হদিস নেই। শেখ হাসিনার ক্ষমতার দেড় দশক ছিল এদেশের মানুষের জন্য শোকের বছর। গুম ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা। ক্রসফায়ারে হত্যা ছিল শেখ হাসিনার কাছে একটা আনন্দের বিষয়। সে বিরোধী পক্ষের লাশ, রক্ত দেখলে খুব খুশি হতো।’

প্রশাসনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের মতো সাজিয়ে নিয়েছিল রাষ্ট্র ক্ষমতার জোরে। কই? এখন সামাজিক সংঘাতে কত মানুষ মারা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এটা দমনে তো কোনো ভূমিকা দেখি না। অপরাধীদের তো গ্রেফতার করে না। অথচ এই পার্টি অফিস (বিএনপির কেন্দ্রীয় কার্যালয়) থেকে একটা মিছিল বের হলে, মৌমাছির মতো ঘিরে ফেলতো। বিরোধী নেতাকর্মীরা যদি ধান ক্ষেতে, বাঁশ ঝাড়ে বসে লুকিয়ে থাকতো, সেখান থেকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে যেত। আজ যারা সমাজের অপরাধী তাদেরকে গ্রেফতার করে সমাজের আইনশৃঙ্খলা রক্ষা করা হচ্ছে না। জুলাই-আগস্টের আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধসহ শত মানুষকে হত্যা করেছে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর লোক। তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না? কারা এই অপরাধীদের রেহাই দিচ্ছে, তাদেরকে আমরা চিহ্নিত করে রাখছি। এদের বিচার করলে শহীদ পরিবারে রাগ কিছুটা শীতল হতো। বরং আমরা কী দেখছি! মামলার নামে যে বাদি সে বিএনপির আরেক কর্মীর নামে মামলা করছেন, এই চক্রান্ত প্রায় জায়গায় হচ্ছে। কারা এই কাজগুলো করছেন, সেটা আমরা জানি।

শেখ হাসিনার বিষয়ে তিনি বলেন, ‘সে শিশু হত্যা করতে পারে। তার পরিবারের দুর্নীতি তো এখন সবার জানা। ভাগ্নি-ভাগ্নের নামে প্লট। শুনলাম আওয়ামী লীগ নাকি মাঠে নামার কর্মসূচি দিয়েছে। জানি না। হয়তো প্রতিক্রিয়া জানার জন্য। তিনি আবার ক্ষমতা ফিরে পেতে চান। ছাই থেকে জন্ম নিতে চায়। এত সাহস পায় কই থেকে?

সালমান এফ রহমান প্রসঙ্গে রিজভী বলেন, দরবেশ ব্যাংক ধ্বংস করেছে, শেয়ার বাজার ধ্বংস করেছে। তিনি আবার নিজের ছাই থেকে জন্ম নিতে চাচ্ছেন। ঢিলেঢালাভাবে সরকার পরিচালনার জন্য আজকে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তার বিচার নিশ্চিত হলে মানুষ বুঝবে সরকার কাজ করছে। অন্যথায় এ সরকারের প্রতি মানুষের যে সমর্থন, সেটা ধীরে ধীরে কমতে থাকবে।

আমরা বিএনপি পরিপারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ।