ঝালকাঠি জেলা প্রতিনিধি :
প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল দিয়ে নিজের ভোট প্রদান করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের আলোচিত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম।
রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সাংগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। এ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর ও লাঙল প্রতীকের এজাজুল হক এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলামসহ আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অনুভূতি জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশে বলেন, এখন কথা বলা যাবে না, সময় আছে নাকি ফালতু কথা বলার। নাগরিক হিসেবে ভোটাধিকার আছে এবং আমি নিজেও প্রার্থী, তাই ভাট দিয়েছি। পরে কথা বলার অনেক সময় আছে।
ঝালকাঠির দুটি সংসদীয় আসনের ২৩৭টি কেন্দ্রে সারা দেশের মতো সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে কেন্দ্র রয়েছে ৯০টি। এ আসনে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া ব্যারিস্টার এম শাহজাহান ওমরসহ ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৮ জন। আর সদর উপজেলা ও নলছিটি নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে কেন্দ্র রয়েছে ১৪৭টি। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। এ দু’টি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ৩৬৪ জন। এ আসনে আওয়ামী লীগের আমির হোসেন আমুসহ ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনারোধে জেলার চারটি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী নিয়োজিত রয়েছেন।