Dhaka শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশ্যে ধূমপান করে বিতর্কে ধোনি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • ১৯৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে একটি অনুষ্ঠানে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেছে। ইতোমধ্যে তার ধূমপানের ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিস্ময়। ক্রিকেটপ্রেমীদের একাংশ এই বিশ্বকাপজয়ী অধিনায়কের আচরণে সমর্থন করতে পারেননি।

একটি অনুষ্ঠানে প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায় তাকে। তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে কারণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি।

ধোনির হুঁকা টানার ভিডিও শেয়ার করে টুইটারে একজন লিখেছেন, ‘এমএস ধোনি গাঁজা আর ড্রাগসের প্রচার করছেন। শুধু ভাবুন একবার যে এটি ভক্তদের উপর কেমন প্রভাব ফেলছে। দেশের মানুষের মনে নেতিবাচক প্রভাব ফেলার জন্য এই মানুষটাকে গ্রেপ্তার করা উচিত। এই প্রতারক খেলোয়াড়কে বয়কট করুন। ’

আরেকজন লিখেছেন, ‘এটা এমএস ধোনি! আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তবুও আমি তার একজন ভক্ত। ‘

তবে শুধুই যে ভক্তদের রোষানলে পড়েছেন ধোনি তা কিন্তু নয়। কেউ কেউ লিখেছেন, ‘মাঝেমাঝে শখ করে অনেকেই হুঁকা টান দেন। ধোনি নিয়মিত ধূমপান করেন না। একটি অনুষ্ঠানে গিয়ে হুঁকায় দু’একটা টান দিতেই পারেন তিনি। ধোনি কী করবেন, কী খাবেন— এ সব কিছুই তার ব্যক্তি স্বাধীনতা। ’

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক জর্জ বেইলি একবার বলেছিলেন ধোনি মাঝেমাঝে হুক্কায় টান দিতে পছন্দ করেন। ধোনির সঙ্গে রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে আইপিএল খেলেছিলেন বেইলি। ধোনিকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে বেইলি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ধোনি মাঝেমাঝে ধূমপান করে। হুক্কা ওর পছন্দ। নিজের ঘরে মাঝেমাঝে হুক্কা টান দেয়। বিষয়টা লুকিয়ে রাখার চেষ্টাও করে না।’ তবে ধোনি নিয়মিত ধূমপান করেন না বলে জানিয়েছিলেন তিনি।

ক্রিকেটারদের ধূমপান নতুন কোনো ঘটনা নয়। যে ক্যারিয়ার জুড়েই বিতর্কে ছিলেন কিংবদন্তি অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গাঁজা কেনার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তানের চার ক্রিকেটার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, আকিব জাভেদ ও মুশতাক আহমেদ।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর কেবল আইপিএলেই দেখা যায় ধোনিকে। সামনের মৌসুমে আবারও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রকাশ্যে ধূমপান করে বিতর্কে ধোনি

প্রকাশের সময় : ০৭:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে একটি অনুষ্ঠানে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেছে। ইতোমধ্যে তার ধূমপানের ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিস্ময়। ক্রিকেটপ্রেমীদের একাংশ এই বিশ্বকাপজয়ী অধিনায়কের আচরণে সমর্থন করতে পারেননি।

একটি অনুষ্ঠানে প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায় তাকে। তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে কারণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি।

ধোনির হুঁকা টানার ভিডিও শেয়ার করে টুইটারে একজন লিখেছেন, ‘এমএস ধোনি গাঁজা আর ড্রাগসের প্রচার করছেন। শুধু ভাবুন একবার যে এটি ভক্তদের উপর কেমন প্রভাব ফেলছে। দেশের মানুষের মনে নেতিবাচক প্রভাব ফেলার জন্য এই মানুষটাকে গ্রেপ্তার করা উচিত। এই প্রতারক খেলোয়াড়কে বয়কট করুন। ’

আরেকজন লিখেছেন, ‘এটা এমএস ধোনি! আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তবুও আমি তার একজন ভক্ত। ‘

তবে শুধুই যে ভক্তদের রোষানলে পড়েছেন ধোনি তা কিন্তু নয়। কেউ কেউ লিখেছেন, ‘মাঝেমাঝে শখ করে অনেকেই হুঁকা টান দেন। ধোনি নিয়মিত ধূমপান করেন না। একটি অনুষ্ঠানে গিয়ে হুঁকায় দু’একটা টান দিতেই পারেন তিনি। ধোনি কী করবেন, কী খাবেন— এ সব কিছুই তার ব্যক্তি স্বাধীনতা। ’

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক জর্জ বেইলি একবার বলেছিলেন ধোনি মাঝেমাঝে হুক্কায় টান দিতে পছন্দ করেন। ধোনির সঙ্গে রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে আইপিএল খেলেছিলেন বেইলি। ধোনিকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে বেইলি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ধোনি মাঝেমাঝে ধূমপান করে। হুক্কা ওর পছন্দ। নিজের ঘরে মাঝেমাঝে হুক্কা টান দেয়। বিষয়টা লুকিয়ে রাখার চেষ্টাও করে না।’ তবে ধোনি নিয়মিত ধূমপান করেন না বলে জানিয়েছিলেন তিনি।

ক্রিকেটারদের ধূমপান নতুন কোনো ঘটনা নয়। যে ক্যারিয়ার জুড়েই বিতর্কে ছিলেন কিংবদন্তি অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গাঁজা কেনার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তানের চার ক্রিকেটার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, আকিব জাভেদ ও মুশতাক আহমেদ।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর কেবল আইপিএলেই দেখা যায় ধোনিকে। সামনের মৌসুমে আবারও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন তিনি।