আন্তর্জাতিক ডেস্ক :
পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সরু পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে দুই শিশুসহ ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৪ জন।
স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত আন্তঃনগর ওই কোচটি পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে রাতের আঁধারে ভ্রমণের সময় সেটি এক পর্যায়ে ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়। এতেই হতাহতের এ ঘটনা ঘটে।
পেরুর প্রতিরক্ষামন্ত্রী জর্জ শ্যাভেজ বলেন, দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, বিধ্বস্ত বাসটি নদীর পাশে পড়ে আছে। সেখানে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে।
পেরুর পরিবহন কর্তৃপক্ষ এসইউটিআরএএন সোমবার একটি বিবৃতি জারি করে নিহতদের প্রতি শোক জানিয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।
গত মাসে পেরুর এ অঞ্চলে একটি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হন। উচ্চ গতি, রাস্তার বেহাল দশা এবং ট্রাফিক আইনের কম প্রয়োগের কারণে পেরুতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০১৯ সালে পেরুতে সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৪১৪ জন নিহত হন।