Dhaka বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পূজা চেরিকে পালকি থেকে নামালেন চঞ্চল-নিশো

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৯১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্য- পালকিতে চড়ে হাজির হলেন চিত্রনায়িকা পূজা চেরি। পরনে লাল শাড়ি, একেবারে নববধূ সাজে। আর তাকে পালকি থেকে নামালেন জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। মুহূর্তেই যেন পুরো পরিবেশ ভরে উঠল সিনেমার দৃশ্যের মতো এক বাস্তব আবহে। এটি কোনো বিয়ের আয়োজন নয়- দৃশ্যটি ছিল রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’র মহরতের।

দীর্ঘ প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছেন রনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করছেন সিনেমা। যার মহরত অনুষ্ঠিত হয়েছে বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায়।

পূজা চেরি বলেন, দম সিনেমার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আমাকে এই সিনেমায় যুক্ত করার জন্য। এই সিনেমার চরিত্রটির জন্য আমাকে অডিশন দিতে হয়েছে। এরপর আমাকে চূড়ান্ত করা হয়েছে। এর আগে ছোটবেলায় চঞ্চল দাদার সঙ্গে কাজ করলেও, নিশো ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করা হবে। আশা করছি সবাই মিলে ভালো একটি কাজ উপহার দিতে পারব।

তিনি বলেন, দম সিনেমায় আমার চরিত্রটা অনেক ভারি। প্রথমে এই চরিত্রটা নিয়ে অনেক ভয়ে ছিলাম। এমন না যে খুব সহজে আমি এই সিনেমায় যুক্ত হয়েছি। অডিশনসহ অনেক কাঠখড় পুড়িয়ে এই সিনেমায় যুক্ত হতে হয়েছে। এরপর “দম”র নারী হিসেবে এখানে এসে মঞ্চে কথা বলতে পারছি। এটা আমার কাছে ভালোলাগার বিষয়।

তিনি আরো বলেন, সবচেয়ে বড় বিষয় হলো আমি প্রথমবার আফরান নিশো ভাইয়ের সঙ্গে অভিনয় করছি। এছাড়া চঞ্চল ভাইয়ের সঙ্গে ছোটবেলায় কাজ করেছি। তারা দুজনেই দুর্দান্ত অভিনেতা। এতে সন্দেহ নেই। আশাকরি আমাদের কাজটাও দুর্দান্ত হতে যাচ্ছে।

এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই শোবিজপাড়ায় ছিল তুমুল কৌতূহল, ‘নায়িকা কে হচ্ছেন?’ গুঞ্জনে একসময় ভেসে আসে মেহজাবীন চৌধুরীর নামও। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল, চঞ্চল-নিশোর সঙ্গী হচ্ছেন পূজা চেরি।

রেদওয়ান রনি জানান, বাস্তব জীবনের একটি ঘটনাকে উপজীব্য করে তৈরি হচ্ছে ‘দম’। রোমাঞ্চ, আবেগ আর সামাজিক বাস্তবতার মিশেলে ভিন্ন ঘরানার এক গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হবে।

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুক্তি পাওয়ার লক্ষ্য নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমাটি। শুধু বাংলাদেশেই নয়, সৌদি আরব, জর্দান ও কাজাখস্তানের মনোরম লোকেশনে হবে শুটিং। গ্ল্যামার, গল্প আর গুণের মিশেলে ‘দম’র এই পালকিযাত্রা যেন ইতিমধ্যেই দর্শকের মনে কৌতূহল জাগিয়েছে। চঞ্চল-নিশো-পূজার নতুন রসায়ন বড়পর্দায় কেমন দম দেবে, সেটাই এখন অপেক্ষার বিষয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দিতে পারলে এর দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

পূজা চেরিকে পালকি থেকে নামালেন চঞ্চল-নিশো

প্রকাশের সময় : ০২:২৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

বিনোদন ডেস্ক : 

বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্য- পালকিতে চড়ে হাজির হলেন চিত্রনায়িকা পূজা চেরি। পরনে লাল শাড়ি, একেবারে নববধূ সাজে। আর তাকে পালকি থেকে নামালেন জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। মুহূর্তেই যেন পুরো পরিবেশ ভরে উঠল সিনেমার দৃশ্যের মতো এক বাস্তব আবহে। এটি কোনো বিয়ের আয়োজন নয়- দৃশ্যটি ছিল রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’র মহরতের।

দীর্ঘ প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছেন রনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করছেন সিনেমা। যার মহরত অনুষ্ঠিত হয়েছে বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায়।

পূজা চেরি বলেন, দম সিনেমার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আমাকে এই সিনেমায় যুক্ত করার জন্য। এই সিনেমার চরিত্রটির জন্য আমাকে অডিশন দিতে হয়েছে। এরপর আমাকে চূড়ান্ত করা হয়েছে। এর আগে ছোটবেলায় চঞ্চল দাদার সঙ্গে কাজ করলেও, নিশো ভাইয়ের সঙ্গে প্রথম কাজ করা হবে। আশা করছি সবাই মিলে ভালো একটি কাজ উপহার দিতে পারব।

তিনি বলেন, দম সিনেমায় আমার চরিত্রটা অনেক ভারি। প্রথমে এই চরিত্রটা নিয়ে অনেক ভয়ে ছিলাম। এমন না যে খুব সহজে আমি এই সিনেমায় যুক্ত হয়েছি। অডিশনসহ অনেক কাঠখড় পুড়িয়ে এই সিনেমায় যুক্ত হতে হয়েছে। এরপর “দম”র নারী হিসেবে এখানে এসে মঞ্চে কথা বলতে পারছি। এটা আমার কাছে ভালোলাগার বিষয়।

তিনি আরো বলেন, সবচেয়ে বড় বিষয় হলো আমি প্রথমবার আফরান নিশো ভাইয়ের সঙ্গে অভিনয় করছি। এছাড়া চঞ্চল ভাইয়ের সঙ্গে ছোটবেলায় কাজ করেছি। তারা দুজনেই দুর্দান্ত অভিনেতা। এতে সন্দেহ নেই। আশাকরি আমাদের কাজটাও দুর্দান্ত হতে যাচ্ছে।

এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই শোবিজপাড়ায় ছিল তুমুল কৌতূহল, ‘নায়িকা কে হচ্ছেন?’ গুঞ্জনে একসময় ভেসে আসে মেহজাবীন চৌধুরীর নামও। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল, চঞ্চল-নিশোর সঙ্গী হচ্ছেন পূজা চেরি।

রেদওয়ান রনি জানান, বাস্তব জীবনের একটি ঘটনাকে উপজীব্য করে তৈরি হচ্ছে ‘দম’। রোমাঞ্চ, আবেগ আর সামাজিক বাস্তবতার মিশেলে ভিন্ন ঘরানার এক গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হবে।

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুক্তি পাওয়ার লক্ষ্য নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমাটি। শুধু বাংলাদেশেই নয়, সৌদি আরব, জর্দান ও কাজাখস্তানের মনোরম লোকেশনে হবে শুটিং। গ্ল্যামার, গল্প আর গুণের মিশেলে ‘দম’র এই পালকিযাত্রা যেন ইতিমধ্যেই দর্শকের মনে কৌতূহল জাগিয়েছে। চঞ্চল-নিশো-পূজার নতুন রসায়ন বড়পর্দায় কেমন দম দেবে, সেটাই এখন অপেক্ষার বিষয়।