Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পূজামণ্ডপে দুর্ঘটনার শিকার কাজল

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫২:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • ২০৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর নামডাক যথেষ্ট। ষষ্ঠীর দিন থেকে সাবেকি গয়না ও শাড়িতে সেজে বাড়ির পুজোয় যান কাজল। বহু বছর ধরেই এই পুজো মুম্বইয়ের অত্যন্ত ঐতিহ্যবাহী পুজো হিসেবে খ্যাত। খ্যাতনামী মহলেও এই পুজো খুবই জনপ্রিয়। পুজোর ক’টা দিন রানি মুখোপাধ্যায় থেকে শুরু করে কাজল ও তাঁর বোন তানিশা মুখোপাধ্যায় পর্যন্ত সারা দিনই থাকেন এখানেই। এ বছরের পুজোতেও তার অন্যথা হল না। সপ্তমীর দিন সকাল সকাল ছেলে যুগকে নিয়ে সেখানে যান কাজল। পরনে গোলাপি শাড়ি, অল্প রূপটান, খোঁপায় গোঁজা গোলাপি ফুল। চলাফেরায় স্বভাবসিদ্ধ তাড়াহুড়ো। কিন্তু, এ বার পুজোমণ্ডপে বড়সড় বিপত্তির হাত থেকে রক্ষা পেলেন কাজল।

মহাসপ্তমীর সকালে হলুদ শাড়ি পরে ঠাকুর দালানে উঠে সকলের সঙ্গে কাজে হাত লাগান কাজল। সেলেব প্যাপদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়তেই তা ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের পাতায়। প্রত্যেকবারের মতো এবারেও বাঙালিয়ানা সাজে কাজল সৎিয়ই সুন্দর।

কিন্তু, প্যাণ্ডেল থেকে নামতে গিয়েই ঘটল বিপত্তি। একেবারে হুমড়ি খেয়ে পড়লে। একটুর জন্য রক্ষা পেলেন। মাকে ধরতে তড়িঘড়ি ছুটে এলেন কাজলের ছেলে যুগ। সেলেব পাপারাৎজির ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়তেই তা ভাইরাল নেটপাড়ায়।

আসলে ফোনের দিকে তাকিয়ে মণ্ডপ থেকে নামছিলেন কাজল। আর সেই সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়েই পা পিছলে যায়। একেবারে হুমড়ি খেয়ে পড়ছিলেন! সেই সময় দৌঁড়ে এসে মাকে ধরে ফেলেন কাজলের ছেলে যুগ। পাশে ছিলেন কাজলের বোন তনিশাও। তিনিও কোনওক্রমে দিদির হাত ধরে ফেলেন।

এই ঘটনায় তত ক্ষণে পরিবারের অন্যরাও ভিড় জমান। অভিনেত্রীর এমন মুহূর্তের ছবি নিমেষে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের পাতায়। তবে এই প্রথম নয়, কাজল বার বার বিভিন্ন জায়গায় পড়ে গিয়েছেন। কখনও সাংবাদিক সম্মলনে, কখনও আপার শপিং মলে আছাড় খেয়েছেন অভিনেত্রী। আবার সিনেমার শুটিং চলাকালীনও বেশ কয়েক বার কাজলের পড়ে যাওয়ার দৃষ্টান্ত রয়েছে।

গোলাপি শাড়ি, খোঁপায় ফুল গুজে গাড়ি থেকে নেমে বাড়ির পুজোয় ছেলেকে নিয়ে আসেন কাজল। গাড়ি থেকে নামার ভিডিয়োও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর যথেষ্ঠ নামডাক রয়েছে। তাই সেখানের প্রতিটি মুহূর্তই লেন্সবন্দি হয় সেলেব পাপারাৎজিদের।

মুখার্জি বাড়ির পূজায় হাজির হয়েছিলেন রানি মুখার্জিও। তা ছাড়াও উপস্থিত হয়েছিলেন কিয়ারা আদভানি। সালোয়ার-কামিজে ট্রাডিশনাল লুকে রানির পাশে দাঁড়িয়ে পোজ দেন কিয়ারা। কাজল-রানির পূজায় নজর কাড়েন বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

উল্লেখ্য, কাজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাস্ট স্টোরিজ টু’। গত ২৯ জুন মুক্তি পেয়েছে এটি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। আমেরিকান সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর ভারতীয় সংস্করণ এটি। এ সিরিজে আইনজীবী নয়নিকা সেনগুপ্তের চরিত্রে অভিনয় করেছেন কাজল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

পূজামণ্ডপে দুর্ঘটনার শিকার কাজল

প্রকাশের সময় : ০১:৫২:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক : 

মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর নামডাক যথেষ্ট। ষষ্ঠীর দিন থেকে সাবেকি গয়না ও শাড়িতে সেজে বাড়ির পুজোয় যান কাজল। বহু বছর ধরেই এই পুজো মুম্বইয়ের অত্যন্ত ঐতিহ্যবাহী পুজো হিসেবে খ্যাত। খ্যাতনামী মহলেও এই পুজো খুবই জনপ্রিয়। পুজোর ক’টা দিন রানি মুখোপাধ্যায় থেকে শুরু করে কাজল ও তাঁর বোন তানিশা মুখোপাধ্যায় পর্যন্ত সারা দিনই থাকেন এখানেই। এ বছরের পুজোতেও তার অন্যথা হল না। সপ্তমীর দিন সকাল সকাল ছেলে যুগকে নিয়ে সেখানে যান কাজল। পরনে গোলাপি শাড়ি, অল্প রূপটান, খোঁপায় গোঁজা গোলাপি ফুল। চলাফেরায় স্বভাবসিদ্ধ তাড়াহুড়ো। কিন্তু, এ বার পুজোমণ্ডপে বড়সড় বিপত্তির হাত থেকে রক্ষা পেলেন কাজল।

মহাসপ্তমীর সকালে হলুদ শাড়ি পরে ঠাকুর দালানে উঠে সকলের সঙ্গে কাজে হাত লাগান কাজল। সেলেব প্যাপদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়তেই তা ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের পাতায়। প্রত্যেকবারের মতো এবারেও বাঙালিয়ানা সাজে কাজল সৎিয়ই সুন্দর।

কিন্তু, প্যাণ্ডেল থেকে নামতে গিয়েই ঘটল বিপত্তি। একেবারে হুমড়ি খেয়ে পড়লে। একটুর জন্য রক্ষা পেলেন। মাকে ধরতে তড়িঘড়ি ছুটে এলেন কাজলের ছেলে যুগ। সেলেব পাপারাৎজির ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়তেই তা ভাইরাল নেটপাড়ায়।

আসলে ফোনের দিকে তাকিয়ে মণ্ডপ থেকে নামছিলেন কাজল। আর সেই সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়েই পা পিছলে যায়। একেবারে হুমড়ি খেয়ে পড়ছিলেন! সেই সময় দৌঁড়ে এসে মাকে ধরে ফেলেন কাজলের ছেলে যুগ। পাশে ছিলেন কাজলের বোন তনিশাও। তিনিও কোনওক্রমে দিদির হাত ধরে ফেলেন।

এই ঘটনায় তত ক্ষণে পরিবারের অন্যরাও ভিড় জমান। অভিনেত্রীর এমন মুহূর্তের ছবি নিমেষে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমের পাতায়। তবে এই প্রথম নয়, কাজল বার বার বিভিন্ন জায়গায় পড়ে গিয়েছেন। কখনও সাংবাদিক সম্মলনে, কখনও আপার শপিং মলে আছাড় খেয়েছেন অভিনেত্রী। আবার সিনেমার শুটিং চলাকালীনও বেশ কয়েক বার কাজলের পড়ে যাওয়ার দৃষ্টান্ত রয়েছে।

গোলাপি শাড়ি, খোঁপায় ফুল গুজে গাড়ি থেকে নেমে বাড়ির পুজোয় ছেলেকে নিয়ে আসেন কাজল। গাড়ি থেকে নামার ভিডিয়োও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর যথেষ্ঠ নামডাক রয়েছে। তাই সেখানের প্রতিটি মুহূর্তই লেন্সবন্দি হয় সেলেব পাপারাৎজিদের।

মুখার্জি বাড়ির পূজায় হাজির হয়েছিলেন রানি মুখার্জিও। তা ছাড়াও উপস্থিত হয়েছিলেন কিয়ারা আদভানি। সালোয়ার-কামিজে ট্রাডিশনাল লুকে রানির পাশে দাঁড়িয়ে পোজ দেন কিয়ারা। কাজল-রানির পূজায় নজর কাড়েন বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

উল্লেখ্য, কাজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাস্ট স্টোরিজ টু’। গত ২৯ জুন মুক্তি পেয়েছে এটি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। আমেরিকান সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর ভারতীয় সংস্করণ এটি। এ সিরিজে আইনজীবী নয়নিকা সেনগুপ্তের চরিত্রে অভিনয় করেছেন কাজল।