নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে পল্টন থানার পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ।
শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ের সামনে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি।
তিনি বলেন, বিএনপি নেতা আমির খসরু মাহমুদকে অনেক দিন থেকে খোঁজা হচ্ছিলো। তাকে পল্টন থানার পুলিশ হত্যা মামলায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই মামলায় চার নম্বর আসামী তিনি।
হারুন অর রশীদ বলেন, বিএনপি আবার অবরোধ কর্মসূচি দিয়েছে, যে কোনো নাশকতা রোধে প্রস্তুতি আছে। এছাড়া যারা বাসে আগুন দিয়েছে, পুলিশ ও সাংবাদিকদের উপর হামলা করেছে তাদের অনেককেই শনাক্ত করা হয়েছে। আবার অনেক মামলার পলাতক, এজাহার ভুক্ত আসামীকেও গ্রেফতার করা হচ্ছে, যা নিয়মিত অভিযানের অংশ।
এর আগে গভীর রাতে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক বার্তায় জানিয়েছেন, গোয়েন্দা পুলিশের সদস্যরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তুলে নিয়ে গেছেন।
জানা যায়, আমীর খসরুকে গ্রেপ্তারে বৃহস্পতিবার তার গুলশানের বাসা ঘিরে ফেলে ডিবি। এরপর তাকে ভেতর থেকে নিয়ে আসা হয়। পরে রাত ১টা ১৫ মিনিটে আমীর খসরুকে একটি সাদা মাইক্রোবাসে ডিবিতে নেয়া হয়।