Dhaka রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ সদস্যদের থাকার জায়গা ও খাবারের মান সন্তোষজনক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহী জেলা প্রতিনিধি : 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ পুলিশে এখনও বেশকিছু সমস্যা রয়ে গেছে। পুলিশ সদস্যদের থাকার জায়গা ও খাবারের মান সন্তোষজনক নয়। নিম্নপদস্থ পুলিশ সদস্যদের টিএডিএ (ভ্রমণ ও দৈনিক ভাতা) বিল অনেক বকেয়া পড়ে গেছে। দ্রুত এসব বিল পরিশোধ করার জন্য নির্দেশ দেন তিনি। পুলিশ সদস্যদের কর্তব্য পালনের সুবিধার জন্য একই রেঞ্জের মধ্যে বদলি ও পদায়ন করা যায় কি না তা বিবেচনার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

রোববার (২০ অক্টোবর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দফতরে পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা তাদের চেষ্টা অব্যাহত রাখবে।

তিনি বলেন, ৫ আগস্টের পর যে পরিস্থিতিতে পুলিশ দায়িত্ব নিয়েছে, তার থেকে বর্তমানে অবস্থার বেশ উন্নতি হয়েছে। তবে জনগণ বা আমরা এখনও কিন্তু সন্তোষজনক পর্যায়ে উপনীত হতে পরিনি। আমরা বলি, জনবান্ধব পুলিশ। আমরা কিন্তু এটা করতে পারিনি। জাতীয় স্বার্থের বাইরে কোনও ধরনের অবৈধ আদেশ যেন পুলিশ সদস্যদেরকে দেওয়া না হয়- তা নিশ্চিত করতে হবে। আমাদের পুলিশের অধিকাংশ সদস্যই ভালো- কিন্তু গুটি কয়েকজনের অতিউৎসাহমূলক কর্মকাণ্ডের জন্য এতদিন পুলিশ জনবান্ধব হতে পারেনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা যে সময় দায়িত্ব নিয়েছি আগস্ট মাসের ৫,৬,৭ এর পরের সময়ে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি ছিল এটার উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের সময় দিতে হবে। আপনারা আমাদের যদি সময় না দেন তাহলে আমরা কীভাবে করব।

আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত থানাগুলো মেরামতের কাজ চলছে মন্তব্য করে তিনি ক্ষতিগ্রস্ত থানাগুলো মেরামতের জন্য সংশ্লিষ্টদের কাছে চাহিদাপত্র আহ্বান করে অতিদ্রুত মেরামত কার্যক্রম পরিচালনা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভাড়া বাসার পরিবর্তে জমি অধিগ্রহণ করে নিজস্ব জায়গায় থানা ভবন নির্মাণ করা যায় কি না তা যাচাই করার নির্দেশনা দেন তিনি।

সংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপানারা অনেক সময় আমাদের বলেন চাঁদাবাজি হচ্ছে। কোথায় চাঁদাবাজি হচ্ছে আপনারা ইনভেস্টিগেশন জার্নালিজম করেন। আপনারা তো খুব এক্সপার্ট। আপনারা ইনভেস্টিগেশন জার্নালিজম করে কোন এলাকায় চাঁদাবাজি হচ্ছে জানান। আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখন কোল্ড স্টোরে যে আলুটা আছে, এর মধ্যে বীজ আলু রয়ে গেছে। আপনারা জানেন অগ্রহায়ণ মাস থেকে আলুর বীজ বুনা (বপন) শুরু হবে। এই বিছন (বীজ) কোল্ড স্টোরে আছে। অনান্যা আলুগুলো রয়েছ গেছে। বিদেশ থেকে আলু ইমপোর্ট করার ব্যবস্থা করা হয়েছে। এই ইমপোর্ট করার ট্যাক্স কমানো হয়েছে। কোনো কোল্ড স্টোরে ডিম মজুত থাকলে আমরা ব্যবস্থা নেব।

আরএমপির পুলিশ কমিশনার আবু সুফিয়ানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশের আইজিপি ময়নুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ। সভায় পুলিশ সদস্য ছাড়াও ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পুলিশ সদস্যদের থাকার জায়গা ও খাবারের মান সন্তোষজনক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০৭:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

রাজশাহী জেলা প্রতিনিধি : 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ পুলিশে এখনও বেশকিছু সমস্যা রয়ে গেছে। পুলিশ সদস্যদের থাকার জায়গা ও খাবারের মান সন্তোষজনক নয়। নিম্নপদস্থ পুলিশ সদস্যদের টিএডিএ (ভ্রমণ ও দৈনিক ভাতা) বিল অনেক বকেয়া পড়ে গেছে। দ্রুত এসব বিল পরিশোধ করার জন্য নির্দেশ দেন তিনি। পুলিশ সদস্যদের কর্তব্য পালনের সুবিধার জন্য একই রেঞ্জের মধ্যে বদলি ও পদায়ন করা যায় কি না তা বিবেচনার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

রোববার (২০ অক্টোবর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দফতরে পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা তাদের চেষ্টা অব্যাহত রাখবে।

তিনি বলেন, ৫ আগস্টের পর যে পরিস্থিতিতে পুলিশ দায়িত্ব নিয়েছে, তার থেকে বর্তমানে অবস্থার বেশ উন্নতি হয়েছে। তবে জনগণ বা আমরা এখনও কিন্তু সন্তোষজনক পর্যায়ে উপনীত হতে পরিনি। আমরা বলি, জনবান্ধব পুলিশ। আমরা কিন্তু এটা করতে পারিনি। জাতীয় স্বার্থের বাইরে কোনও ধরনের অবৈধ আদেশ যেন পুলিশ সদস্যদেরকে দেওয়া না হয়- তা নিশ্চিত করতে হবে। আমাদের পুলিশের অধিকাংশ সদস্যই ভালো- কিন্তু গুটি কয়েকজনের অতিউৎসাহমূলক কর্মকাণ্ডের জন্য এতদিন পুলিশ জনবান্ধব হতে পারেনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা যে সময় দায়িত্ব নিয়েছি আগস্ট মাসের ৫,৬,৭ এর পরের সময়ে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি ছিল এটার উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের সময় দিতে হবে। আপনারা আমাদের যদি সময় না দেন তাহলে আমরা কীভাবে করব।

আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত থানাগুলো মেরামতের কাজ চলছে মন্তব্য করে তিনি ক্ষতিগ্রস্ত থানাগুলো মেরামতের জন্য সংশ্লিষ্টদের কাছে চাহিদাপত্র আহ্বান করে অতিদ্রুত মেরামত কার্যক্রম পরিচালনা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভাড়া বাসার পরিবর্তে জমি অধিগ্রহণ করে নিজস্ব জায়গায় থানা ভবন নির্মাণ করা যায় কি না তা যাচাই করার নির্দেশনা দেন তিনি।

সংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপানারা অনেক সময় আমাদের বলেন চাঁদাবাজি হচ্ছে। কোথায় চাঁদাবাজি হচ্ছে আপনারা ইনভেস্টিগেশন জার্নালিজম করেন। আপনারা তো খুব এক্সপার্ট। আপনারা ইনভেস্টিগেশন জার্নালিজম করে কোন এলাকায় চাঁদাবাজি হচ্ছে জানান। আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখন কোল্ড স্টোরে যে আলুটা আছে, এর মধ্যে বীজ আলু রয়ে গেছে। আপনারা জানেন অগ্রহায়ণ মাস থেকে আলুর বীজ বুনা (বপন) শুরু হবে। এই বিছন (বীজ) কোল্ড স্টোরে আছে। অনান্যা আলুগুলো রয়েছ গেছে। বিদেশ থেকে আলু ইমপোর্ট করার ব্যবস্থা করা হয়েছে। এই ইমপোর্ট করার ট্যাক্স কমানো হয়েছে। কোনো কোল্ড স্টোরে ডিম মজুত থাকলে আমরা ব্যবস্থা নেব।

আরএমপির পুলিশ কমিশনার আবু সুফিয়ানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশের আইজিপি ময়নুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ। সভায় পুলিশ সদস্য ছাড়াও ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।