Dhaka বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুরনো ব্যবস্থা বদলাতে গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করতে হবে : আলী রীয়াজ

রংপুর জেলা প্রতিনিধি : 

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, পুরনো ব্যবস্থা বদলাতে হলে জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোটের আয়োজন করা হয়েছে, সেই গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত হতে হবে। তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হবে, দেশটা বদলাবে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘ইমাম সম্মেলনে’ তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ কালো কালিতে ছাপা হলেও তা জুলাই শহীদদের রক্তে লেখা হয়েছে। এটা মনে রাখলেই জুলাই সনদ ভূলুণ্ঠিত হবে না। তাই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হয়েছে। আমরা যদি আগামী প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ চাই, তাহলে আগামী প্রজন্মের জন্য এই গণভোট। তাই ‘হ্যাঁ’কে জয়যুক্ত করতে হবে। আগামী দিনে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে, তার সিদ্ধান্ত হবে এই হ্যাঁ ও না ভোটে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, হ্যাঁ ভোট দিলে তরুণরা পাবে একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশ। জুলাই সনদ কালো কালিতে লেখা হলেও মূলত এটি লেখা হয়েছে জুলাই আন্দোলনে শহীদদের রক্ত দিয়ে। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে গণভোটে হ্যাঁ বলতে হবে।

আলী রীয়াজ আরো বলেন, গণভোটে হ্যাঁ-এর জয় হলে দেশে আর ফ্যাসিস্ট সরকার যেমন ফিরবে না, তেমনি আর ফ্যাসিজম তৈরি হবে না। ফ্যাসিজম সৃষ্টি না হলে মানুষের অধিকার আর হরণ হবে না। মানুষ তার অধিকার ফিরে পাবে।

তিনি বলেন, অতীতে দুইবার গণভোট হয়েছে। একবার জেনারেল জিয়ার সময় ও আরেকবার হুসেইন মুহম্মদ এরশাদের সময়। সেই সময় তাদের নীতি বাস্তবায়নে জনগণের আস্থা আছে কিনা সে বিষয়ে গণভোট হয়েছিল। এবার সেই প্রশ্ন নেই। জুলাই জাতীয় সনদ ড. ইউনূসের নয়, কোনো ব্যক্তির নয়, জুলাই জাতীয় সনদ তৈরিতে সরকার উদ্যোগ নিয়েছে ও সকল রাজনৈতিক দল মিলে আলাপ-আলোচনা করে বিভিন্ন বিষয়ে একমত বা ভিন্নমত পোষণ করেছেন। আমরা ৩০টি রাজনৈতিক দলের সাথে কথা বলেছি। তাদের কোটি কোটি সমর্থক রয়েছে। এর বাহিরে সাধারণ মানুষের মতামত গুরুত্বপূর্ণ। তাই গণভোটের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, গণভোটে কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হচ্ছে না। জনগণ যদি হ্যাঁ বলে, তবে কোনো রাজনৈতিক দলেরই ক্ষমতা থাকবে না সংস্কার আটকে রাখার। দীর্ঘ ষোলো বছর ধরে জনগণের টাকা লুটপাট হয়েছে। গণভোটে হ্যাঁ ভোট দিলে অনেক ক্ষেত্রে এই লুটপাট ও দুর্নীতি বন্ধ হবে।

তিনি ভবিষ্যতের বিষয়ে সতর্ক করে বলেন, বাংলাদেশে যাতে আবার কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, সে জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। গণভোট সেই সজাগ থাকার অন্যতম হাতিয়ার।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশে যেমন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তেমনি সরকারের সব প্রশাসনিক কর্মকাণ্ডে একপেশে হবে না। জুলাই সনদ বাস্তবায়ন হলে দুর্নীতি কমিশন স্বাধীন হবে। দুদক স্বাধীন হলে বিগত সরকারের মতো ১৬ বছরের আর লুটপাট হবে না।

তিনি বলেন, গণভোটে কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হচ্ছে না। দীর্ঘ ষোলো বছর ধরে জনগণের টাকা লুটপাট হয়েছে। এই লুটপাট ও দুর্নীতি বন্ধে ‘হ্যাঁ’ ভোট হবে।

এছাড়াও বাংলাদেশে যাতে আবার কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, সে জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। গণভোট সেই সজাগ থাকার অন্যতম হাতিয়ার।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সিনিয়র সচিব পদমর্যাদা) মনির হায়দার, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, মাওলানা বায়োজিদ হুসাইন, মাওলানা আজগর আলী, মাওলানা নজরুল ইসলাম সিদ্দিকী।

সম্মেলনে রংপুর বিভাগের ৮ জেলার ইমাম উপস্থিত ছিলেন। একই স্থানে একই সভায় অংশ নেন বিভাগের সরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গণমাধ্যমকর্মীরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেখ হাসিনা-কাদের-কামাল-নিজাম হাজারীসহ ১৭১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পুরনো ব্যবস্থা বদলাতে গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করতে হবে : আলী রীয়াজ

প্রকাশের সময় : ০৮:১৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

রংপুর জেলা প্রতিনিধি : 

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, পুরনো ব্যবস্থা বদলাতে হলে জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোটের আয়োজন করা হয়েছে, সেই গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত হতে হবে। তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হবে, দেশটা বদলাবে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘ইমাম সম্মেলনে’ তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ কালো কালিতে ছাপা হলেও তা জুলাই শহীদদের রক্তে লেখা হয়েছে। এটা মনে রাখলেই জুলাই সনদ ভূলুণ্ঠিত হবে না। তাই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হয়েছে। আমরা যদি আগামী প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ চাই, তাহলে আগামী প্রজন্মের জন্য এই গণভোট। তাই ‘হ্যাঁ’কে জয়যুক্ত করতে হবে। আগামী দিনে তরুণদের হাতে কেমন বাংলাদেশ তুলে দেওয়া হবে, তার সিদ্ধান্ত হবে এই হ্যাঁ ও না ভোটে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, হ্যাঁ ভোট দিলে তরুণরা পাবে একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশ। জুলাই সনদ কালো কালিতে লেখা হলেও মূলত এটি লেখা হয়েছে জুলাই আন্দোলনে শহীদদের রক্ত দিয়ে। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে গণভোটে হ্যাঁ বলতে হবে।

আলী রীয়াজ আরো বলেন, গণভোটে হ্যাঁ-এর জয় হলে দেশে আর ফ্যাসিস্ট সরকার যেমন ফিরবে না, তেমনি আর ফ্যাসিজম তৈরি হবে না। ফ্যাসিজম সৃষ্টি না হলে মানুষের অধিকার আর হরণ হবে না। মানুষ তার অধিকার ফিরে পাবে।

তিনি বলেন, অতীতে দুইবার গণভোট হয়েছে। একবার জেনারেল জিয়ার সময় ও আরেকবার হুসেইন মুহম্মদ এরশাদের সময়। সেই সময় তাদের নীতি বাস্তবায়নে জনগণের আস্থা আছে কিনা সে বিষয়ে গণভোট হয়েছিল। এবার সেই প্রশ্ন নেই। জুলাই জাতীয় সনদ ড. ইউনূসের নয়, কোনো ব্যক্তির নয়, জুলাই জাতীয় সনদ তৈরিতে সরকার উদ্যোগ নিয়েছে ও সকল রাজনৈতিক দল মিলে আলাপ-আলোচনা করে বিভিন্ন বিষয়ে একমত বা ভিন্নমত পোষণ করেছেন। আমরা ৩০টি রাজনৈতিক দলের সাথে কথা বলেছি। তাদের কোটি কোটি সমর্থক রয়েছে। এর বাহিরে সাধারণ মানুষের মতামত গুরুত্বপূর্ণ। তাই গণভোটের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, গণভোটে কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হচ্ছে না। জনগণ যদি হ্যাঁ বলে, তবে কোনো রাজনৈতিক দলেরই ক্ষমতা থাকবে না সংস্কার আটকে রাখার। দীর্ঘ ষোলো বছর ধরে জনগণের টাকা লুটপাট হয়েছে। গণভোটে হ্যাঁ ভোট দিলে অনেক ক্ষেত্রে এই লুটপাট ও দুর্নীতি বন্ধ হবে।

তিনি ভবিষ্যতের বিষয়ে সতর্ক করে বলেন, বাংলাদেশে যাতে আবার কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, সে জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। গণভোট সেই সজাগ থাকার অন্যতম হাতিয়ার।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশে যেমন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তেমনি সরকারের সব প্রশাসনিক কর্মকাণ্ডে একপেশে হবে না। জুলাই সনদ বাস্তবায়ন হলে দুর্নীতি কমিশন স্বাধীন হবে। দুদক স্বাধীন হলে বিগত সরকারের মতো ১৬ বছরের আর লুটপাট হবে না।

তিনি বলেন, গণভোটে কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হচ্ছে না। দীর্ঘ ষোলো বছর ধরে জনগণের টাকা লুটপাট হয়েছে। এই লুটপাট ও দুর্নীতি বন্ধে ‘হ্যাঁ’ ভোট হবে।

এছাড়াও বাংলাদেশে যাতে আবার কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, সে জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। গণভোট সেই সজাগ থাকার অন্যতম হাতিয়ার।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সিনিয়র সচিব পদমর্যাদা) মনির হায়দার, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, মাওলানা বায়োজিদ হুসাইন, মাওলানা আজগর আলী, মাওলানা নজরুল ইসলাম সিদ্দিকী।

সম্মেলনে রংপুর বিভাগের ৮ জেলার ইমাম উপস্থিত ছিলেন। একই স্থানে একই সভায় অংশ নেন বিভাগের সরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গণমাধ্যমকর্মীরা।