স্পোর্টস ডেস্ক :
জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানের ঘর আলো করে এলো পুত্র সন্তান।
বুধবার (০৪ ডিসেম্বর) নিজের ফেসবুক পেইজে বাবা হবার খবর দিয়েছেন মোস্তাফিজ।
নিজের ভিরফায়েড ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে আমাদের ঘরে আশীর্বাদ হিসেবে আজ পুত্রসন্তান এসেছে। বাচ্চা ও মা দুজনই সুস্থ আছে। ওদের জন্য দোয়া করবেন। ’
২০১৯ সালের ২৩ মার্চ সাতক্ষীরার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুকে বিয়ে করেন মোস্তাফিজ। শিমু সম্পর্কে তার মামাতো বোন। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়ে অনেকটাই নিজেকে আড়াল করে নিয়েছিলেন মোস্তাফিজ। সময় দিচ্ছিলেন পরিবারকে।