Dhaka মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে পূর্ব শত্রুতায় পা কেটে ফেলল প্রতিপক্ষ

পিরোজপুর জেলা প্রতিনিধি : 

পিরোজপুর সদর উপজেলায় ‘পূর্ব শত্রুতার জেরে’ এক ব্যক্তিকে কুপিয়ে পা বিচ্ছিন্নের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে উপজেলার টোনা ইউনিয়নের টোনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান।

আহত গোলাম রসুল খান (৪৫) টোনা ইউনিয়নের মূলগ্রাম গ্রামের আইয়ূব আলী খানের ছেলে।

রসুলের ভাইপো রাসেল খান বলেন, টোনা বাজার এলাকায় একটি রাস্তায় বালি ভরাট ও সুপারি বাগান বিক্রি করা নিয়ে রসুলের সঙ্গে একই এলাকার গিয়াস, শহীদ, হাফিজুল ও জালালের বিরোধ চলছিল। সকালে রসুল বাজারের দিকে গেলে প্রতিপক্ষের কয়েকজন তাকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। এক পর্যায়ে হামরাকারীরা কুপিয়ে রসুলের পা বিচ্ছিন্ন করে। স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক আফিস আহমেদ জানান, সকালে গুরুতর অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার দুই পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত ছিল। এর মধ্যে শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন ছিল।

অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্ট সুইডেন : ইসি সচিব

পিরোজপুরে পূর্ব শত্রুতায় পা কেটে ফেলল প্রতিপক্ষ

প্রকাশের সময় : ০৯:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

পিরোজপুর জেলা প্রতিনিধি : 

পিরোজপুর সদর উপজেলায় ‘পূর্ব শত্রুতার জেরে’ এক ব্যক্তিকে কুপিয়ে পা বিচ্ছিন্নের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ মে) সকালে উপজেলার টোনা ইউনিয়নের টোনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান।

আহত গোলাম রসুল খান (৪৫) টোনা ইউনিয়নের মূলগ্রাম গ্রামের আইয়ূব আলী খানের ছেলে।

রসুলের ভাইপো রাসেল খান বলেন, টোনা বাজার এলাকায় একটি রাস্তায় বালি ভরাট ও সুপারি বাগান বিক্রি করা নিয়ে রসুলের সঙ্গে একই এলাকার গিয়াস, শহীদ, হাফিজুল ও জালালের বিরোধ চলছিল। সকালে রসুল বাজারের দিকে গেলে প্রতিপক্ষের কয়েকজন তাকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। এক পর্যায়ে হামরাকারীরা কুপিয়ে রসুলের পা বিচ্ছিন্ন করে। স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক আফিস আহমেদ জানান, সকালে গুরুতর অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার দুই পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত ছিল। এর মধ্যে শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন ছিল।

অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।