পেয়ারার এই ভরা মৌসুমে বিকিকিনিতে সরগরম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানার ভাসমান হাটবাজার। যেখানে শুক্র ও সোমবার হাট বসে। তবে অন্য দিনগুলোতেও হয় বেচাকেনা। দূর দুরান্ত থেকে আসেন পাইকাররা। শুধু বেচাকেনাই নয়, বর্ষা মৌসুমে দেশ বিদেশের লাখো পর্যটক আসে ভাসমান এই বাজারের সৌন্দর্য উপভোগ করতে।
ঐতিহ্যবাহী এই ভাসমান হাটটি পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আটঘর কুড়িআনায়। এখানে সারা বছর অসংখ্য নৌকায় বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসে স্থানীয়রা। তবে, বর্ষাকালের শুরু থেকে শরতের মাঝামাঝি পর্যন্ত এখানে বেশি বেচাকেনা হয় পেয়ারা। এছাড়া পান, সুপারি, আমড়া, ও পেঁপেসহ নানা পণ্য বিক্রি হয়।
বর্ষাকালে প্রতিদিন কয়েক হাজার মণ পেয়ারা বেচাকেনা হয় এই হাটে। দূর-দূরান্ত থেকে নদীপথে পাইকাররা আসেন পেয়ারা কিনতে। বর্ষা মৌসুমে পর্যটকদের ভিড় থাকায় পেয়ারায় ভালো দাম পাওয়া যায় বলে জানালেন স্থানীয়রা।
ভাসমান এই বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটন শিল্পও। নিয়মিতই আসেন দেশ-বিদেশের পর্যটকরা। এখানকার পেয়ারা সুস্বাদু ও দাম কম হওয়ায় ঘুরতে এসে অনেকেই সাথে করে নিয়ে যান।
ভালো মানের পেয়ারা উৎপাদন এবং পেয়ারার বাজার সম্প্রসারণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানালেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা এস এম মনিরুজ্জামান।
জেলায় এবছর ৮২০ হেক্টর জমিতে ৬ হাজার ৩৬২ মেট্রিকটন পেয়ারার ফলন হয়েছে।