নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে অ্যাডভোকেট এহসানুল হক সমাজীর নিয়োগ বাতিল করা হয়েছে। গত সপ্তাহের মঙ্গলবার পিপি হিসেবে তাকে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপসলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা একটি চিঠি তার নিয়োগ বাতিল করা হয়। শুক্রবার (৩০ আগস্ট) এ বিষয়টি জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, এ মন্ত্রণালয়ের গত ২৭/০৮/২০২৪ তারিখের সলিসিটর/জিপি-পিপি (ঢাকা)- ০৪/২০২৪ (অংশ-১)-১১০ নং স্মারকমূলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত-এর পাবলিক প্রসিকিউটর পদে জনাব এহসানুল হক সমাজী-এর নিয়োগ আদেশ বাতিল করা হলো।
এর আগে বিএনপিপন্থি আইনজীবীরা সমাজীর নিয়োগ বাতিল চেয়ে বিক্ষোভ সমাবেশ করে। তা না হলে তাকে এ দায়িত্বপালন করতে দেওয়া হবে না মর্মে হুমকি প্রদান করেন। তারা সমাজীকে বিগত আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মা বলে অভিহিত করেন। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সুবিধা দেয়ার জন্য নিয়োগ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তারা।
এমন আবহে বৃহস্পতিবার পিপির দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগে চিঠি দেন সমাজী।
পেশাগত মর্যাদাকে বজায় রাখার স্বার্থে ও ব্যক্তিগত বা পারিবারিক কারণে এ দায়িত্ব পালনে অপারগতা জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক 

























