স্পোর্টস ডেস্ক :
লিওনেল মেসি শনিবার (৩ জুন) যে পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন, সেটা জানিয়েছেন ক্রিস্তফ গালতিয়ের। এনিয়ে ধোঁয়াশা তৈরি করেছে ক্লাব সূত্র। তাদের মতে, পিএসজির হয়ে মৌসুমের শেষ ম্যাচ খেলবেন আর্জেন্টিনা অধিনায়ক। তবে সার্জিও রামোস নিজেই দিলেন বিদায়ের ঘোষণা। ক্লারমন্তের বিপক্ষে শেষবার ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামছেন তিনি।
শুক্রবার (২ জুন) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এই খবর নিশ্চিত করেছেন স্প্যানিশ ডিফেন্ডার।
লিগ ওয়ানের শিরোপা আগেই নিশ্চিত করে ফেলেছে পিএসজি। নিয়মরক্ষার ম্যাচে শনিবার (৩ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় ক্লেহমোঁর মুখোমুখি হবে তারা। ম্যাচটি নিয়মরক্ষার হলেও পিএসজি সমর্থকদের জন্য স্মরণীয় হতে যাচ্ছে। কারণ বিশ্বের সেরা ডিফেন্ডারদের একজন রামোসের এই ম্যাচটিই হতে যাচ্ছে ক্লাবটির জার্সিতে শেষ ম্যাচ।
রামোসের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি জুনে। নতুন চুক্তি না করায় ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন তিনি। ৩৭ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ তারকার পোস্ট, আগামীকালের (শনিবার ৩ জুন) দিনটি আমার জন্য বিশেষ। কালকে (শনিবার রাত) আমার জীবনের আরেকটি পর্বকে বিদায় বলবো। আমি জানি না কত জায়গাকে মানুষ বাড়ির মতো অনুভব করে, কিন্তু নিঃসন্দেহে পিএসজি, ভক্ত ও প্যারিস ছিল তাদের মধ্যে একটি।
তিনি আরও লিখেছেন, দুটি বিশেষ বছরের জন্য ধন্যবাদ, যে সময়ে আমি প্রতিটি টুর্নামেন্ট খেলতে পেরেছি এবং আমার সবটা দিয়েছি। আমি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবো, অন্য রঙয়ের জার্সি পরবো, কিন্তু প্রথম ও শেষবারের মতো।
রামোসের পিএসজি ছাড়া নিশ্চিত হলেও মেসির ক্লাব ছাড়া নিয়ে চলছে এখনও আলোচনা। দুইদিন আগে কোচ গালতিয়ের বলেই দিয়েছেন ক্লাব ছাড়বেন আর্জেন্টাইন এই তারকা। অথচ কিছুক্ষণ পরই পিএসজির এক মুখমাত্র ইএফইর সঙ্গে আলোচনায় বরেন, ‘গালতিয়ের কথাটা ঠিকভাবে বলতে পারেননি। মেসি পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলবেন না। বরং পিএসজির হয়ে মেসি মৌসুমের শেষ ম্যাচটা খেলবেন।
রিয়ালে ১৬ বছর কাটিয়ে ২০২১ সালের গ্রীষ্মে পিএসজিতে যোগ দেন রামোস। ৫৭ ম্যাচ খেলে নতুন ক্লাবে দুটি লিগ ওয়ান জিতেছেন, কিন্তু চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো উতরাতে পারেননি।