Dhaka বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পিএসজির ৭ গোলে বিধ্বস্ত বায়ার লেভারকুজেন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • ১৭৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

প্রথমার্ধেই দুই দলের একজন করে দেখলেন লাল কার্ড। এর পরপরই সমতা টানল বায়ার লেভারকুজেন। কিন্তু এরপর মাঠে যা হলো, তা নিশ্চয় যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবে জার্মান ক্লাবটি। তাদেরকে নিয়ে যে রীতিমত ছেলেখেলা করল পিএসজি।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে নিজেদের মাঠে ভীষণ তিক্ত অভিজ্ঞতা হয়েছে লেভারকুজেসেনর। তাদেরকে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

তিন ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখল ফরাসি জায়ান্টরা। তিন ম্যাচে শতভাগ সাফল্যে তাদের পয়েন্ট ৯। গোল পার্থক্যে পিছিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে ইন্টার মিলান ও আর্সেনাল।

জার্মান প্রতিপক্ষের মাঠে দিজিরে দুয়ের জোড়া গোলের সঙ্গে উইলিয়ান পাচো, খাভিচা কাভারাতস্খেলিয়া, নুনো মেন্দেস, ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে ও ভিতিনিয়া একবার করে জাল খুঁজে নেন।

একতরফা ম্যাচে বিরতির আগেই ৪-১ গোলে এগিয়ে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে আরও তিনবার নিশানা ভেদ করার উল্লাস করে লুইস এনরিকের শিষ্যরা। প্রথমার্ধে দুই দলেরই একজন করে লাল কার্ড দেখায় প্রায় এক ঘণ্টা তাদেরকে ১০ জন নিয়ে খেলতে হয়। তবে তাতে পিএসজির ধার কমেনি একটুও।

ম্যাচের সপ্তম মিনিটেই মেন্দেসের নিখুঁত ক্রসে হেড করে সফরকারীদের এগিয়ে দেন ইকুয়েডরিয়ান ডিফেন্ডার পাচো। এরপর ২৩তম মিনিটে পিএসজির ইলিয়া জাবারনি ডি-বক্সে ক্লদিও এচেভেরিকে ফাউল করলে পেনাল্টি পায় লেভারকুসেন। তবে স্প্যানিশ উইংব্যাক আলেহান্দ্রো গ্রিমালদোর নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসলে হাতছাড়া হয় সমতায় ফেরার সুযোগ।

কিছুক্ষণ পরই পরিস্থিতি জটিল হয়ে পড়ে পিছিয়ে থাকা স্বাগতিকদের জন্য। দুয়ের মুখে কনুই মারায় অধিনায়ক রবার্ট আন্ডরিচকে প্রথমে হলুদ এবং পরে ভিএআরের সাহায্য নিয়ে তা বাতিল করে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তবে পিএসজির সংখ্যাগত সুবিধা স্থায়ী হয়নি বেশিক্ষণ। পাঁচ মিনিটের মধ্যেই জাবারনিও সরাসরি লাল কার্ড দেখেন ডি-বক্সে ক্রিস্টিয়ান কোফানেকে ফাউল করার ঘটনায়।

আবার পেনাল্টি পায় লেভারকুসেন। এবার স্পট-কিক থেকে স্প্যানিশ মিডফিল্ডার আলেইক্স গার্সিয়া গোল করে দলকে সমতায় ফেরান। কিন্তু সেই আনন্দের স্থায়িত্ব ছিল খুবই অল্প সময়ের।

প্রথমার্ধের শেষদিকে সাত মিনিটের মধ্যে তিন গোল করে লেভারকুসেনকে স্তব্ধ করে দেয় প্যারিসিয়ানরা। ৪১তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড দুয়ে নিচু শটে গোল করেন। তিন মিনিট পর জর্জিয়ান ফরোয়ার্ড কাভারাতস্খেলিয়ার শট দুদিকের পোস্টে লেগে শেষমেশ জালে জড়ায়। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্রুত একটি পাল্টা আক্রমণ থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন দুয়ে।

দ্বিতীয়ার্ধেও আগ্রাসী ঢঙে একই ধারায় খেলে যায় পিএসজি। ৫০তম মিনিটে ভিতিনিয়া মাঝমাঠ ভেদ করে নিখুঁত পাস বাড়ান মেন্দেসকে। পর্তুগিজ ডিফেন্ডার প্রতিপক্ষের গোলরক্ষক মার্ক ফ্লেকেনকে ফাঁকি দিয়ে বল পাঠান জালে। চার মিনিট পর গার্সিয়া দূরপাল্লার দুর্দান্ত শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান কমালে যেন আরও তেতে ওঠে এনরিকের দল।

৬৩তম মিনিটে বদলি হিসেবে নামার মাত্র তিন মিনিট পর লক্ষ্যভেদ করে প্রত্যাবর্তনকে মধুর করেন দেম্বেলে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তারপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া লেভারকুসেনের কফিনে ঠুকে দেন শেষ পেরেক।

মৌসুমের শুরু থেকে চোট সমস্যায় জর্জরিত পিএসজি লিগ ওয়ানে শেষ চার ম্যাচে মাত্র একটিতে জিতেছে এবং শীর্ষস্থান হারিয়েছে মার্সেইয়ের কাছে। তবে ইউরোপের মঞ্চে তাদের ফর্মের কোনো ছন্দপতন ঘটেনি। চ্যাম্পিয়ন্স লিগে তারা আগের মতোই ভয়ঙ্কর ও কার্যকর।

ম্যাচ শেষে কোচ লুইস এনরিকে বলেন, ফলাফল দারুণ। কারণ আমরা সত্যিই চমৎকার খেলেছি। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পেরেছি এবং এই জয় আমরা পুরোপুরি প্রাপ্য।

তিনি আরও যোগ করেন, লাল কার্ডের পর ম্যাচটা একটু অদ্ভুত হয়ে যায়। দুই দলই ১০ জন করে। তবু আমাদের ছেলেরা নিজের কাজ ঠিকঠাক করেছে। আমরা গর্বিত।

পরাজয়ের পর লেভারকুসেন কোচ কাসপার হিউলমান্ড স্বীকার করলেন হতাশা, আমরা এখন সত্যিই কষ্টে আছি। এমন বড় ব্যবধানে হার আমাদের পেশাদারভাবে আহত করেছে। সাত মিনিটের সেই সময়টাই ছিল সিদ্ধান্তমূলক। ১-১ থেকে মুহূর্তেই ৪-১! সেখানেই ম্যাচ শেষ।

তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ টেবিলে ২৭তম স্থানে রয়েছে লেভারকুসেন। তারা ৫ নভেম্বর মুখোমুখি হবে বেনফিকার। তার আগে পিএসজি ৪ নভেম্বর খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিরসরাইয়ে ২০৯ কোটি টাকায় হবে অ্যাক্সেস সড়ক

পিএসজির ৭ গোলে বিধ্বস্ত বায়ার লেভারকুজেন

প্রকাশের সময় : ০২:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

প্রথমার্ধেই দুই দলের একজন করে দেখলেন লাল কার্ড। এর পরপরই সমতা টানল বায়ার লেভারকুজেন। কিন্তু এরপর মাঠে যা হলো, তা নিশ্চয় যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবে জার্মান ক্লাবটি। তাদেরকে নিয়ে যে রীতিমত ছেলেখেলা করল পিএসজি।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে নিজেদের মাঠে ভীষণ তিক্ত অভিজ্ঞতা হয়েছে লেভারকুজেসেনর। তাদেরকে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

তিন ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখল ফরাসি জায়ান্টরা। তিন ম্যাচে শতভাগ সাফল্যে তাদের পয়েন্ট ৯। গোল পার্থক্যে পিছিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে ইন্টার মিলান ও আর্সেনাল।

জার্মান প্রতিপক্ষের মাঠে দিজিরে দুয়ের জোড়া গোলের সঙ্গে উইলিয়ান পাচো, খাভিচা কাভারাতস্খেলিয়া, নুনো মেন্দেস, ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে ও ভিতিনিয়া একবার করে জাল খুঁজে নেন।

একতরফা ম্যাচে বিরতির আগেই ৪-১ গোলে এগিয়ে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে আরও তিনবার নিশানা ভেদ করার উল্লাস করে লুইস এনরিকের শিষ্যরা। প্রথমার্ধে দুই দলেরই একজন করে লাল কার্ড দেখায় প্রায় এক ঘণ্টা তাদেরকে ১০ জন নিয়ে খেলতে হয়। তবে তাতে পিএসজির ধার কমেনি একটুও।

ম্যাচের সপ্তম মিনিটেই মেন্দেসের নিখুঁত ক্রসে হেড করে সফরকারীদের এগিয়ে দেন ইকুয়েডরিয়ান ডিফেন্ডার পাচো। এরপর ২৩তম মিনিটে পিএসজির ইলিয়া জাবারনি ডি-বক্সে ক্লদিও এচেভেরিকে ফাউল করলে পেনাল্টি পায় লেভারকুসেন। তবে স্প্যানিশ উইংব্যাক আলেহান্দ্রো গ্রিমালদোর নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসলে হাতছাড়া হয় সমতায় ফেরার সুযোগ।

কিছুক্ষণ পরই পরিস্থিতি জটিল হয়ে পড়ে পিছিয়ে থাকা স্বাগতিকদের জন্য। দুয়ের মুখে কনুই মারায় অধিনায়ক রবার্ট আন্ডরিচকে প্রথমে হলুদ এবং পরে ভিএআরের সাহায্য নিয়ে তা বাতিল করে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তবে পিএসজির সংখ্যাগত সুবিধা স্থায়ী হয়নি বেশিক্ষণ। পাঁচ মিনিটের মধ্যেই জাবারনিও সরাসরি লাল কার্ড দেখেন ডি-বক্সে ক্রিস্টিয়ান কোফানেকে ফাউল করার ঘটনায়।

আবার পেনাল্টি পায় লেভারকুসেন। এবার স্পট-কিক থেকে স্প্যানিশ মিডফিল্ডার আলেইক্স গার্সিয়া গোল করে দলকে সমতায় ফেরান। কিন্তু সেই আনন্দের স্থায়িত্ব ছিল খুবই অল্প সময়ের।

প্রথমার্ধের শেষদিকে সাত মিনিটের মধ্যে তিন গোল করে লেভারকুসেনকে স্তব্ধ করে দেয় প্যারিসিয়ানরা। ৪১তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড দুয়ে নিচু শটে গোল করেন। তিন মিনিট পর জর্জিয়ান ফরোয়ার্ড কাভারাতস্খেলিয়ার শট দুদিকের পোস্টে লেগে শেষমেশ জালে জড়ায়। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্রুত একটি পাল্টা আক্রমণ থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন দুয়ে।

দ্বিতীয়ার্ধেও আগ্রাসী ঢঙে একই ধারায় খেলে যায় পিএসজি। ৫০তম মিনিটে ভিতিনিয়া মাঝমাঠ ভেদ করে নিখুঁত পাস বাড়ান মেন্দেসকে। পর্তুগিজ ডিফেন্ডার প্রতিপক্ষের গোলরক্ষক মার্ক ফ্লেকেনকে ফাঁকি দিয়ে বল পাঠান জালে। চার মিনিট পর গার্সিয়া দূরপাল্লার দুর্দান্ত শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান কমালে যেন আরও তেতে ওঠে এনরিকের দল।

৬৩তম মিনিটে বদলি হিসেবে নামার মাত্র তিন মিনিট পর লক্ষ্যভেদ করে প্রত্যাবর্তনকে মধুর করেন দেম্বেলে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তারপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া লেভারকুসেনের কফিনে ঠুকে দেন শেষ পেরেক।

মৌসুমের শুরু থেকে চোট সমস্যায় জর্জরিত পিএসজি লিগ ওয়ানে শেষ চার ম্যাচে মাত্র একটিতে জিতেছে এবং শীর্ষস্থান হারিয়েছে মার্সেইয়ের কাছে। তবে ইউরোপের মঞ্চে তাদের ফর্মের কোনো ছন্দপতন ঘটেনি। চ্যাম্পিয়ন্স লিগে তারা আগের মতোই ভয়ঙ্কর ও কার্যকর।

ম্যাচ শেষে কোচ লুইস এনরিকে বলেন, ফলাফল দারুণ। কারণ আমরা সত্যিই চমৎকার খেলেছি। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পেরেছি এবং এই জয় আমরা পুরোপুরি প্রাপ্য।

তিনি আরও যোগ করেন, লাল কার্ডের পর ম্যাচটা একটু অদ্ভুত হয়ে যায়। দুই দলই ১০ জন করে। তবু আমাদের ছেলেরা নিজের কাজ ঠিকঠাক করেছে। আমরা গর্বিত।

পরাজয়ের পর লেভারকুসেন কোচ কাসপার হিউলমান্ড স্বীকার করলেন হতাশা, আমরা এখন সত্যিই কষ্টে আছি। এমন বড় ব্যবধানে হার আমাদের পেশাদারভাবে আহত করেছে। সাত মিনিটের সেই সময়টাই ছিল সিদ্ধান্তমূলক। ১-১ থেকে মুহূর্তেই ৪-১! সেখানেই ম্যাচ শেষ।

তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ টেবিলে ২৭তম স্থানে রয়েছে লেভারকুসেন। তারা ৫ নভেম্বর মুখোমুখি হবে বেনফিকার। তার আগে পিএসজি ৪ নভেম্বর খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।