Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পিএসএল মাতাতে পাকিস্তানে উড়াল দিলেন রিশাদ- লিটন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ২০২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

১১ এপ্রিল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে দুই ক্রিকেটার পাকিস্তানে এরই মধ্যে উড়াল দিলেন। রিশাদ হোসেনের রওনা দেওয়ার ২৪ ঘণ্টা না পার হতেই লিটন দাস রওনা দিলেন পাকিস্তানের উদ্দেশে।

বাংলাদেশ সময় সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় রিশাদ উড়াল দিয়েছেন পাকিস্তানের উদ্দেশে। বাংলাদেশের তরুণ লেগ স্পিনারের পর মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পাকিস্তানের পথ ধরলেন লিটন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বিমানে ওঠার পর একটি সেলফি বাংলাদেশ সময় মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টা ৪৪ মিনিটে পোস্ট করেন লিটন। তিনি ক্যাপশন দিয়েছেন, ‘পিএসএলে করাচি কিংসের হয়ে খেলতে পাকিস্তানের পথে। রোমাঞ্চকর সময় আসছে। সবার প্রার্থনা ও সমর্থন চাইছি।’

লিটন, রিশাদ, নাহিদ রানা বাংলাদেশের এই তিন ক্রিকেটার এবারের পিএসএলে দল পেয়েছেন। এ বছরের জানুয়ারিতে পিএসএল ড্রাফট থেকে লিটনকে নিয়েছে করাচি কিংস। রিশাদ খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। আর পেশোয়ার জালমি নিয়েছে নাহিদ রানাকে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে লাহোর কালান্দার্স-ইসলামাবাদ। পাকিস্তানগামী বিমানে উঠে ছবি তুলে রিশাদ বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে পোস্ট করেন। ২২ বছর বয়সী এই লেগস্পিনার লিখেছেন, ‘পিএসএল মিশন। আশা করি এই যাত্রাটা স্মরণীয় হবে।’

পিএসএল খেলতে বাংলাদেশের তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র আগেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটনদের এনওসি দেওয়ার কথা ২৭ মার্চ আজকের পত্রিকাকে জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। লিটন, রিশাদ পুরো পিএসএলের এনওসি দেওয়া হলেও নাহিদ রানা আংশিক মৌসুম খেলার অনুমতি পেয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর পিএসএল খেলার সুযোগ পাবেন নাহিদ রানা। ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পিএসএল মাতাতে পাকিস্তানে উড়াল দিলেন রিশাদ- লিটন

প্রকাশের সময় : ১২:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

১১ এপ্রিল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে দুই ক্রিকেটার পাকিস্তানে এরই মধ্যে উড়াল দিলেন। রিশাদ হোসেনের রওনা দেওয়ার ২৪ ঘণ্টা না পার হতেই লিটন দাস রওনা দিলেন পাকিস্তানের উদ্দেশে।

বাংলাদেশ সময় সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় রিশাদ উড়াল দিয়েছেন পাকিস্তানের উদ্দেশে। বাংলাদেশের তরুণ লেগ স্পিনারের পর মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পাকিস্তানের পথ ধরলেন লিটন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বিমানে ওঠার পর একটি সেলফি বাংলাদেশ সময় মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টা ৪৪ মিনিটে পোস্ট করেন লিটন। তিনি ক্যাপশন দিয়েছেন, ‘পিএসএলে করাচি কিংসের হয়ে খেলতে পাকিস্তানের পথে। রোমাঞ্চকর সময় আসছে। সবার প্রার্থনা ও সমর্থন চাইছি।’

লিটন, রিশাদ, নাহিদ রানা বাংলাদেশের এই তিন ক্রিকেটার এবারের পিএসএলে দল পেয়েছেন। এ বছরের জানুয়ারিতে পিএসএল ড্রাফট থেকে লিটনকে নিয়েছে করাচি কিংস। রিশাদ খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। আর পেশোয়ার জালমি নিয়েছে নাহিদ রানাকে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে লাহোর কালান্দার্স-ইসলামাবাদ। পাকিস্তানগামী বিমানে উঠে ছবি তুলে রিশাদ বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে পোস্ট করেন। ২২ বছর বয়সী এই লেগস্পিনার লিখেছেন, ‘পিএসএল মিশন। আশা করি এই যাত্রাটা স্মরণীয় হবে।’

পিএসএল খেলতে বাংলাদেশের তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র আগেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটনদের এনওসি দেওয়ার কথা ২৭ মার্চ আজকের পত্রিকাকে জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। লিটন, রিশাদ পুরো পিএসএলের এনওসি দেওয়া হলেও নাহিদ রানা আংশিক মৌসুম খেলার অনুমতি পেয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর পিএসএল খেলার সুযোগ পাবেন নাহিদ রানা। ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ।