Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পিএসএলে যাচ্ছেন লিটন-রিশাদ-নাহিদ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ২১২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন তিন বাংলাদেশি লিটন কুমার দাশ, রিশাদ হোসেন ও নাহিদ রানা। বৃহস্পতিবার (২৭ মার্চ) তাদেরকে খেলার জন্য অনাপত্তি পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যেখানে লিটন আর রিশাদ পুরো আসরের জন্য আর নাহিদ রানাকে কিছু সময়ের জন্য খেলতে অনাপত্তি পত্র দিয়েছে বোর্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে আগামী ১১ এপ্রিল শুরু হবে পিএসএলের দশম আসর। টুর্নামেন্টে টাইগার স্পিড সেনসেশন নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে পেশাওয়ার জালমি।। প্লেয়ার্স ড্রাফটের গোল্ড বিভাগ থেকে নিজেদের প্রথম ডাকেই তাকে দলে নেয় জালমি। নাহিদ ছাড়াও পিএসএলে করাচি কিংসে দল পেয়েছেন লিটন কুমার দাস। আর লাহোর কালার্ন্দাসের হয়ে খেলবেন স্পিনার রিশাদ হোসেন।

পিএসএলে দল পেলেও সেখানে তাদের খেলতে বড় বাধা ছিল ঘরের মাঠে হতে যাওয়া জিম্বাবুয়ে সফর। যেখানে দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সিলেটে ২০ ও চট্টগ্রামে ২৮ তারিখ শুরু হবে দুই টেস্ট। লিটন ও রিশাদকে টেস্ট সিরিজে না রাখার চিন্তা করেছে টিম ম্যানেজমেন্ট। নাহিদকে খেলানো হবে প্রথম টেস্ট। এরপর তাকে পিএসএলে খেলতে যেতে অনুমতি দেওয়া হবে।

এদিকে ছয় দলের পিএসএল চার ভেন্যুতে আয়োজন করবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। মোট ৩৪টি ম্যাচ হবে ৩৮ দিনে। আসরের বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের শিরোপাজয়ী লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পিএসএলে যাচ্ছেন লিটন-রিশাদ-নাহিদ

প্রকাশের সময় : ০৮:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন তিন বাংলাদেশি লিটন কুমার দাশ, রিশাদ হোসেন ও নাহিদ রানা। বৃহস্পতিবার (২৭ মার্চ) তাদেরকে খেলার জন্য অনাপত্তি পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যেখানে লিটন আর রিশাদ পুরো আসরের জন্য আর নাহিদ রানাকে কিছু সময়ের জন্য খেলতে অনাপত্তি পত্র দিয়েছে বোর্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে আগামী ১১ এপ্রিল শুরু হবে পিএসএলের দশম আসর। টুর্নামেন্টে টাইগার স্পিড সেনসেশন নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে পেশাওয়ার জালমি।। প্লেয়ার্স ড্রাফটের গোল্ড বিভাগ থেকে নিজেদের প্রথম ডাকেই তাকে দলে নেয় জালমি। নাহিদ ছাড়াও পিএসএলে করাচি কিংসে দল পেয়েছেন লিটন কুমার দাস। আর লাহোর কালার্ন্দাসের হয়ে খেলবেন স্পিনার রিশাদ হোসেন।

পিএসএলে দল পেলেও সেখানে তাদের খেলতে বড় বাধা ছিল ঘরের মাঠে হতে যাওয়া জিম্বাবুয়ে সফর। যেখানে দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সিলেটে ২০ ও চট্টগ্রামে ২৮ তারিখ শুরু হবে দুই টেস্ট। লিটন ও রিশাদকে টেস্ট সিরিজে না রাখার চিন্তা করেছে টিম ম্যানেজমেন্ট। নাহিদকে খেলানো হবে প্রথম টেস্ট। এরপর তাকে পিএসএলে খেলতে যেতে অনুমতি দেওয়া হবে।

এদিকে ছয় দলের পিএসএল চার ভেন্যুতে আয়োজন করবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। মোট ৩৪টি ম্যাচ হবে ৩৮ দিনে। আসরের বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের শিরোপাজয়ী লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে।