Dhaka শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পিএসএলের ড্রাফটে নাম লেখালেন মোস্তাফিজ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ২৪৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আগামী ৮ এপ্রিল পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। এর আগে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। যেখানে নাম লিখিয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

বুধবার (২৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ।

মুস্তাফিজের ছবি পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজ পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছেন।’

আগামী ৮ এপ্রিল শুরু হবে পিএসএলের এবারের আসর। কাছাকাছি সময়ে আছে আইপিএলও। তাই আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা এবার পিএসএলের দিকে ঝুঁকছেন। মুস্তাফিজও তাদেরই একজন। আইপিএলে নাম দিয়েও দল পাননি এই বাঁহাতি পেসার।

আইপিএলের সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। আসরে ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমি রেটে ১৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার। কিন্তু এবারের আইপিএলের আগে অনুষ্ঠিত হওয়া মেগা নিলামে দল পাননি মুস্তাফিজ।

পিএসএলের ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। পাঁচ ম্যাচে শিকার করেছিলেন চারটি উইকেট। সেবার তার ইকোনমি ছিল মাত্র ৬.৪৩।

উল্লেখ্য, স্বদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল ছাড়াও আইপিএল, পিএসএল, শ্রীলঙ্কার এলপিএল ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলা হয়েছে এই টাইগার পেসারের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পিএসএলের ড্রাফটে নাম লেখালেন মোস্তাফিজ

প্রকাশের সময় : ১০:০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

আগামী ৮ এপ্রিল পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। এর আগে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। যেখানে নাম লিখিয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

বুধবার (২৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ।

মুস্তাফিজের ছবি পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজ পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছেন।’

আগামী ৮ এপ্রিল শুরু হবে পিএসএলের এবারের আসর। কাছাকাছি সময়ে আছে আইপিএলও। তাই আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা এবার পিএসএলের দিকে ঝুঁকছেন। মুস্তাফিজও তাদেরই একজন। আইপিএলে নাম দিয়েও দল পাননি এই বাঁহাতি পেসার।

আইপিএলের সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। আসরে ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমি রেটে ১৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার। কিন্তু এবারের আইপিএলের আগে অনুষ্ঠিত হওয়া মেগা নিলামে দল পাননি মুস্তাফিজ।

পিএসএলের ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। পাঁচ ম্যাচে শিকার করেছিলেন চারটি উইকেট। সেবার তার ইকোনমি ছিল মাত্র ৬.৪৩।

উল্লেখ্য, স্বদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল ছাড়াও আইপিএল, পিএসএল, শ্রীলঙ্কার এলপিএল ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলা হয়েছে এই টাইগার পেসারের।