Dhaka বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না : চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক : 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, পিআর (প্রোপরশোনাল রিপ্রেজেন্টেশন) বা আনুপাতিক প্রতিনিধিত্ব সিস্টেম ছাড়া কোনো নির্বাচন এদেশে হতে দেয়া হবে না।

শুক্রবার (৩ জানুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, বিগত সময়ে রাষ্ট্র পরিচালকরা কোনোভাবেই প্রমাণ করতে পারেনি তারা দেশের উপকারের জন্য রাষ্ট্র পরিচালনা করেছেন। জনগণ মনে করে ৫ আগস্ট যারা দেশ থেকে পালিয়েছে তারা সরাসরি ভারতেরই সরকার ছিল।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিটি কার্যক্রম ভারত সরকারের স্বার্থকে ঘিরে করা হতো। তাদেরকে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে খুব একটা দেখা যায়নি।

তিনি বলেন, ২৪ -এর গণঅভ্যুত্থানে রেশ এখনো কাটেনি, এমন অবস্থাতেও দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার অগোছালোভাবে দেশ পরিচালনার কাজ করে যাচ্ছে। তাদের ভুল ত্রুটি থাকতেই পারে। আমাদের দায়িত্ব হলো তাদের সহযোগিতা করা ও পরামর্শ দেওয়া।

আমির বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার চব্বিশের নির্বাচনে যেভাবেই হোক সরকার গঠন করেছিল। বর্তমানে এই ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলেই আক্রমণ করবে। এ উদ্দেশ্যে তারা বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে, কিন্তু তা সফল করতে পারেনি। যারা দেশপ্রেমিক রয়েছেন, তাদের বলতে চাই এ দেশটা আমাদের। যারা এ দেশ নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের ছেড়ে দেওয়া যাবেনা।

রেজাউল করীম বলেন, বারবার এই দেশটাকে বিশ্বের কাছে চোরের দেশ হিসেবে উপস্থাপন করা হয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা হয়েছে। ফ্যাসিস্টদের এসব কর্মকাণ্ড বাংলার মাটিতে আর মেনে নেওয়া হবে না। সেই লক্ষ্যে বলতে চাই, সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ে তুলি, যার ভিত্তি হবে ইসলাম।

তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পক্ষে একটি অবস্থান তৈরি করার যে ক্ষেত্র হয়েছে, যা আগে কখনো হয় নি। সেদিন এক প্রবাসীর সঙ্গে কথা বলছিলাম তিনি কথায় কথায় বললেন যে বিদেশে এতো সুশৃঙ্খল শাসন ব্যবস্থা ও নিয়মনীতি থাকলেও বাংলাদেশে কেবলই অরাজকতার রাজত্ব । এর কারণ হিসেবে আমি বলতি চাই, বিগত দিনে যারা দেশ শাসন করেছে, তারা কেউ নিজেদের জনদরদি হিসেবে প্রমাণ করতে পারেনি।

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মাওলানা খলিলুর রহমান ও জয়েন্ট সেক্রেটারী মুফতী মোস্তফা কামালের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না : চরমোনাই পীর

প্রকাশের সময় : ০৮:৫৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, পিআর (প্রোপরশোনাল রিপ্রেজেন্টেশন) বা আনুপাতিক প্রতিনিধিত্ব সিস্টেম ছাড়া কোনো নির্বাচন এদেশে হতে দেয়া হবে না।

শুক্রবার (৩ জানুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, বিগত সময়ে রাষ্ট্র পরিচালকরা কোনোভাবেই প্রমাণ করতে পারেনি তারা দেশের উপকারের জন্য রাষ্ট্র পরিচালনা করেছেন। জনগণ মনে করে ৫ আগস্ট যারা দেশ থেকে পালিয়েছে তারা সরাসরি ভারতেরই সরকার ছিল।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিটি কার্যক্রম ভারত সরকারের স্বার্থকে ঘিরে করা হতো। তাদেরকে বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে খুব একটা দেখা যায়নি।

তিনি বলেন, ২৪ -এর গণঅভ্যুত্থানে রেশ এখনো কাটেনি, এমন অবস্থাতেও দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকার অগোছালোভাবে দেশ পরিচালনার কাজ করে যাচ্ছে। তাদের ভুল ত্রুটি থাকতেই পারে। আমাদের দায়িত্ব হলো তাদের সহযোগিতা করা ও পরামর্শ দেওয়া।

আমির বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার চব্বিশের নির্বাচনে যেভাবেই হোক সরকার গঠন করেছিল। বর্তমানে এই ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলেই আক্রমণ করবে। এ উদ্দেশ্যে তারা বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে, কিন্তু তা সফল করতে পারেনি। যারা দেশপ্রেমিক রয়েছেন, তাদের বলতে চাই এ দেশটা আমাদের। যারা এ দেশ নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের ছেড়ে দেওয়া যাবেনা।

রেজাউল করীম বলেন, বারবার এই দেশটাকে বিশ্বের কাছে চোরের দেশ হিসেবে উপস্থাপন করা হয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা হয়েছে। ফ্যাসিস্টদের এসব কর্মকাণ্ড বাংলার মাটিতে আর মেনে নেওয়া হবে না। সেই লক্ষ্যে বলতে চাই, সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ে তুলি, যার ভিত্তি হবে ইসলাম।

তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পক্ষে একটি অবস্থান তৈরি করার যে ক্ষেত্র হয়েছে, যা আগে কখনো হয় নি। সেদিন এক প্রবাসীর সঙ্গে কথা বলছিলাম তিনি কথায় কথায় বললেন যে বিদেশে এতো সুশৃঙ্খল শাসন ব্যবস্থা ও নিয়মনীতি থাকলেও বাংলাদেশে কেবলই অরাজকতার রাজত্ব । এর কারণ হিসেবে আমি বলতি চাই, বিগত দিনে যারা দেশ শাসন করেছে, তারা কেউ নিজেদের জনদরদি হিসেবে প্রমাণ করতে পারেনি।

ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মাওলানা খলিলুর রহমান ও জয়েন্ট সেক্রেটারী মুফতী মোস্তফা কামালের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান প্রমুখ।