উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বাড়ছেই। শনিবার (৩রা সেপ্টম্বর) তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার নিচে থাকলেও বন্যা পরিস্থিতি আগের মতোই রয়েছে।
পানি বেড়ে জেলার সদর, হাতীবান্ধা, কালিগঞ্জ ও আদিতমারী উপজেলার বিভিন্ন গ্রাম ও চরাঞ্চল তলিয়ে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ, কালমাটি, গোকুন্ডা, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী, গড্ডিমারী, সির্ন্দুণা, কালিগঞ্জ উপজেলার চরবৈরাতী, ভোটমারী, শৌলমারি, আদিতমারী উপজেলার মহিষখোঁচা, গোবর্ধন, চন্ডিমারি, বালাপাড়াসহ অন্তত ১৫টি গ্রামের ৭ হাজার পরিবার। হঠাৎ এই দুর্ভোগে এসব এলাকার বাসিন্দারা বিপাকে পড়েছেন। এদিকে, পানিতে ডুবে গেছে এসব এলাকার আমন ধানসহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত।
পানি উন্নয়ন বোর্ড বলছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। নদী নালাগুলো পানিতে ভরে থাকায় বাড়িঘর থেকে পানি নামতে পারছে না।