Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পাল্টাপাল্টি বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বর্তমানে যুদ্ধবিরতিতে রয়েছে ভারত-পাকিস্তান। দুই দেশের সংঘাতকে কেন্দ্র করে পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে এক দেশ অপর দেশের বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই নিষেধাজ্ঞা মেয়াদ আরেক দফায় বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত-পাকিস্তান উভয় দেশ। শুক্রবার (২৩ মে) প্রতিবেশী দেশ দুটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদমাধ্যম ডন।

পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) একটি নোটাম (বিমানকর্মীদের প্রতি নোটিশ) জারি করে বলেছে, ভারতীয় বিমানের আকাশসীমা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা ২৪ জুন পর্যন্ত বহাল থাকবে।

পিএএ জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা দিয়ে ভারতীয় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা ২৪ জুন, ২০২৫ ভোর ৪:৫৯ পর্যন্ত বাড়ানো হয়েছে।

নোটামে বলা হয়েছে, আকাশসীমা ব্যবহারের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা ভারতের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমানের জন্য প্রযোজ্য হবে। এমনকি ভারতীয় সামরিক বাহিনীর বিমানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এই নির্দেশের অধীনে, ভারতীয় বিমান সংস্থা বা অপারেটরদের মাধ্যমে পরিচালিত কোনো বিমান পাকিস্তানের আকাশসীমা দিয়ে প্রবেশ বা যাতায়াত করতে পারবে না।

এদিকে, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় একই ধরনের নোটাম জারি করে বলেছে, সামরিক বিমানসহ পাকিস্তানের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমান আগামী ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় নিষিদ্ধ থাকবে।

গত ২৪ এপ্রিল, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে প্রতিবেশী দেশ দুটির মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো গত মাসে আকাশসীমা নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপর শুক্রবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি ঘোষণা দিলো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

পাল্টাপাল্টি বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত-পাকিস্তান

প্রকাশের সময় : ০৪:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বর্তমানে যুদ্ধবিরতিতে রয়েছে ভারত-পাকিস্তান। দুই দেশের সংঘাতকে কেন্দ্র করে পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে এক দেশ অপর দেশের বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই নিষেধাজ্ঞা মেয়াদ আরেক দফায় বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত-পাকিস্তান উভয় দেশ। শুক্রবার (২৩ মে) প্রতিবেশী দেশ দুটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদমাধ্যম ডন।

পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) একটি নোটাম (বিমানকর্মীদের প্রতি নোটিশ) জারি করে বলেছে, ভারতীয় বিমানের আকাশসীমা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা ২৪ জুন পর্যন্ত বহাল থাকবে।

পিএএ জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা দিয়ে ভারতীয় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা ২৪ জুন, ২০২৫ ভোর ৪:৫৯ পর্যন্ত বাড়ানো হয়েছে।

নোটামে বলা হয়েছে, আকাশসীমা ব্যবহারের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা ভারতের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমানের জন্য প্রযোজ্য হবে। এমনকি ভারতীয় সামরিক বাহিনীর বিমানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এই নির্দেশের অধীনে, ভারতীয় বিমান সংস্থা বা অপারেটরদের মাধ্যমে পরিচালিত কোনো বিমান পাকিস্তানের আকাশসীমা দিয়ে প্রবেশ বা যাতায়াত করতে পারবে না।

এদিকে, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় একই ধরনের নোটাম জারি করে বলেছে, সামরিক বিমানসহ পাকিস্তানের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমান আগামী ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় নিষিদ্ধ থাকবে।

গত ২৪ এপ্রিল, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে প্রতিবেশী দেশ দুটির মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো গত মাসে আকাশসীমা নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপর শুক্রবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি ঘোষণা দিলো।