Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পার্লামেন্টে সন্তানকে বুকের দুধ খাওয়ালেন আইনপ্রণেতা

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০২:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • ১৯২ জন দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক : 

ইতালির পার্লামেন্ট অধিবেশন চলাকালে প্রথমবারের মতো শিশুকে বুকের দুধ খাইয়েছেন এক আইনপ্রণেতা।

বুধবার (৭ জুন) প্রথমবারের মতো দেশটির পার্লামেন্টে কোনো শিশুর উপস্থিতিও দেখা গেছে। এদিন পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজের অধিবেশন চলার সময় আইনপ্রণেতা জিলদা স্পোরতিয়েলো তার ছেলে ফেদেরিকোকে বুকের দুধ খাইয়েছেন। এসময় অন্য আইনপ্রণেতারা তার এ পদক্ষেপকে করতালি দিয়ে স্বাগত জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

অনেক দেশে এটি সাধারণ একটি বিষয় হলেও ঐতিহ্যগতভাবে পুরুষ আধিপত্যের দেশ ইতালির পার্লামেন্টে এমন ঘটনা এবারই প্রথম। দেশটির পার্লামেন্টে দুই-তৃতীয়াংশের বেশি পুরুষ। পার্লামেন্টের নিম্নকক্ষের ভারপ্রাপ্ত স্পিকার জর্জো মুলে গতকালের অধিবেশনে সভাপতিত্ব করেছেন।

সংসদীয় অধিবেশনে সভাপতিত্ব করার সময় জর্জিও মুলে বলেন, পার্লামেন্টে সব দলের সমর্থনে প্রথবারের মতো কোনো সংসদ সদস্য স্তন্যপান করালেন। এবারই প্রথম সব দলের সম্মতিতে এমনটা ঘটল। ফেদেরিকোর দীর্ঘ, মুক্ত এবং শান্তিপূর্ণ জীবনের জন্য শুভকামনা রইল। এখন আমরা শান্তভাবে কথা বলব।

ইতালিতে গত বছরের নভেম্বরে সংসদীয় নীতিমালাবিষয়ক এক প্যানেল নারী আইনপ্রণেতাদের সন্তানসহ পার্লামেন্টে প্রবেশ এবং এক বছর বয়স পর্যন্ত তাদের দুধ খাওয়ানোর অনুমতি দেয়।

বামপন্থি দল ফাইভ স্টার মুভমেন্টের আইনপ্রণেতা স্পোরতিয়েলো বলেন, অনেক নারী সময়ের আগেই তাদের সন্তানকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দিচ্ছেন। এটা যে তাঁরা ইচ্ছা করে করছেন তা নয়, বরং কাজে ফেরার জন্য তাঁরা এমনটা করতে বাধ্য হচ্ছেন।

গত বছরের অক্টোবরে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন জর্জিয়া মেলোনি। এর এক মাস পরই ইতালির নারী এমপিরা পার্লামেন্ট অধিবেশন চলাকালে শিশু সন্তানদের স্তন্যপান করাতে পারবেন বলে সিনেটে আইন পাশ হয়। ওই আইনে বলা হয়, যেসব নারী এমপির স্তন্যপানের বয়সী শিশু থাকবে, তাদের জন্য সিনেটে একটি বিশেষ গ্যালারি থাকবে। এ ছাড়া পার্লামেন্টের সবচেয়ে উঁচু সারির আসনগুলোও তাদের জন্য নির্দিষ্ট রাখা হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

পার্লামেন্টে সন্তানকে বুকের দুধ খাওয়ালেন আইনপ্রণেতা

প্রকাশের সময় : ০২:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ইতালির পার্লামেন্ট অধিবেশন চলাকালে প্রথমবারের মতো শিশুকে বুকের দুধ খাইয়েছেন এক আইনপ্রণেতা।

বুধবার (৭ জুন) প্রথমবারের মতো দেশটির পার্লামেন্টে কোনো শিশুর উপস্থিতিও দেখা গেছে। এদিন পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজের অধিবেশন চলার সময় আইনপ্রণেতা জিলদা স্পোরতিয়েলো তার ছেলে ফেদেরিকোকে বুকের দুধ খাইয়েছেন। এসময় অন্য আইনপ্রণেতারা তার এ পদক্ষেপকে করতালি দিয়ে স্বাগত জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

অনেক দেশে এটি সাধারণ একটি বিষয় হলেও ঐতিহ্যগতভাবে পুরুষ আধিপত্যের দেশ ইতালির পার্লামেন্টে এমন ঘটনা এবারই প্রথম। দেশটির পার্লামেন্টে দুই-তৃতীয়াংশের বেশি পুরুষ। পার্লামেন্টের নিম্নকক্ষের ভারপ্রাপ্ত স্পিকার জর্জো মুলে গতকালের অধিবেশনে সভাপতিত্ব করেছেন।

সংসদীয় অধিবেশনে সভাপতিত্ব করার সময় জর্জিও মুলে বলেন, পার্লামেন্টে সব দলের সমর্থনে প্রথবারের মতো কোনো সংসদ সদস্য স্তন্যপান করালেন। এবারই প্রথম সব দলের সম্মতিতে এমনটা ঘটল। ফেদেরিকোর দীর্ঘ, মুক্ত এবং শান্তিপূর্ণ জীবনের জন্য শুভকামনা রইল। এখন আমরা শান্তভাবে কথা বলব।

ইতালিতে গত বছরের নভেম্বরে সংসদীয় নীতিমালাবিষয়ক এক প্যানেল নারী আইনপ্রণেতাদের সন্তানসহ পার্লামেন্টে প্রবেশ এবং এক বছর বয়স পর্যন্ত তাদের দুধ খাওয়ানোর অনুমতি দেয়।

বামপন্থি দল ফাইভ স্টার মুভমেন্টের আইনপ্রণেতা স্পোরতিয়েলো বলেন, অনেক নারী সময়ের আগেই তাদের সন্তানকে বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দিচ্ছেন। এটা যে তাঁরা ইচ্ছা করে করছেন তা নয়, বরং কাজে ফেরার জন্য তাঁরা এমনটা করতে বাধ্য হচ্ছেন।

গত বছরের অক্টোবরে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন জর্জিয়া মেলোনি। এর এক মাস পরই ইতালির নারী এমপিরা পার্লামেন্ট অধিবেশন চলাকালে শিশু সন্তানদের স্তন্যপান করাতে পারবেন বলে সিনেটে আইন পাশ হয়। ওই আইনে বলা হয়, যেসব নারী এমপির স্তন্যপানের বয়সী শিশু থাকবে, তাদের জন্য সিনেটে একটি বিশেষ গ্যালারি থাকবে। এ ছাড়া পার্লামেন্টের সবচেয়ে উঁচু সারির আসনগুলোও তাদের জন্য নির্দিষ্ট রাখা হবে।