Dhaka বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

পাবনা জেলা প্রতিনিধি : 

পাবনার বেড়া উপজেলায় সেফটি ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে আটকে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেড়া উপজেলার হাতিগাড়া গ্রামের আবুল কালামের ছেলে সজিবুল ইসলাম (২৫) ও একই গ্রামের আব্দুল গফুরের ছেলে মোস্তাকিন (৩০)। আহতরা হলেন- বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০) ও হাতিগাড়া গ্রামের আকরাম শেখের ছেলে সম্রাট শেখ (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দক্ষিণপাড়া এলাকার তাহেজ উদ্দিনের বাড়িতে কয়েক দিন আগে একটি সেফটি ট্যাংকি নির্মাণ করা হয়। বৃহস্পতিবার ট্যাংকির ভেতরের নির্মাণসামগ্রী অপসারণ করতে গিয়ে সজিবুল ও মোস্তাকিন ভেতরে নামলে বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন। তাদের উদ্ধার করতে নামেন রবিউল ও সম্রাট; কিন্তু তারাও অসুস্থ হয়ে পড়েন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সজিবুল ও মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন।

আহত দুজনের মধ্যে সম্রাটকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রবিউলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বেড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্যাংকির ভেতরে বাতাস ঢুকিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়।

অসুস্থ শ্রমিক সম্রাট বলেন, আমি মোস্তাকিনকে টেনে তোলার চেষ্টা করছিলাম। কিন্তু গ্যাসের প্রভাবে অচেতন হয়ে পড়ি। তখন মোস্তাকিন আমার হাত থেকে ছিটকে নিচে পড়ে যায়।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদুল করিম বলেন, বিষাক্ত গ্যাসে চারজন অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দুজন মারা গেছেন। গুরুতর আহত এক জনকে বগুড়া মেডিকেলে পাঠানো হয়েছে।

বেড়া মডেল থানার ওসি অলিউর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আমতলী-তালতলী আঞ্চলিক সড়ক বেহাল, দুর্ভোগে স্থানীয়রা

পাবনায় সেপটিক ট্যাংকে আটকা পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ০৪:১৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

পাবনা জেলা প্রতিনিধি : 

পাবনার বেড়া উপজেলায় সেফটি ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে আটকে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেড়া উপজেলার হাতিগাড়া গ্রামের আবুল কালামের ছেলে সজিবুল ইসলাম (২৫) ও একই গ্রামের আব্দুল গফুরের ছেলে মোস্তাকিন (৩০)। আহতরা হলেন- বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০) ও হাতিগাড়া গ্রামের আকরাম শেখের ছেলে সম্রাট শেখ (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দক্ষিণপাড়া এলাকার তাহেজ উদ্দিনের বাড়িতে কয়েক দিন আগে একটি সেফটি ট্যাংকি নির্মাণ করা হয়। বৃহস্পতিবার ট্যাংকির ভেতরের নির্মাণসামগ্রী অপসারণ করতে গিয়ে সজিবুল ও মোস্তাকিন ভেতরে নামলে বিষাক্ত গ্যাসে অচেতন হয়ে পড়েন। তাদের উদ্ধার করতে নামেন রবিউল ও সম্রাট; কিন্তু তারাও অসুস্থ হয়ে পড়েন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় চারজনকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সজিবুল ও মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন।

আহত দুজনের মধ্যে সম্রাটকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রবিউলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বেড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্যাংকির ভেতরে বাতাস ঢুকিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়।

অসুস্থ শ্রমিক সম্রাট বলেন, আমি মোস্তাকিনকে টেনে তোলার চেষ্টা করছিলাম। কিন্তু গ্যাসের প্রভাবে অচেতন হয়ে পড়ি। তখন মোস্তাকিন আমার হাত থেকে ছিটকে নিচে পড়ে যায়।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদুল করিম বলেন, বিষাক্ত গ্যাসে চারজন অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দুজন মারা গেছেন। গুরুতর আহত এক জনকে বগুড়া মেডিকেলে পাঠানো হয়েছে।

বেড়া মডেল থানার ওসি অলিউর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।