Dhaka শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

পাবনা জেলা প্রতিনিধি : 

পাবনার ভাঙ্গুড়ায় চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ডাকাতদের ছুরিকাঘাতে স্থানীয় তিনজন আহত হয়েছেন। আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১টার দিকে উপজেলার শাহনগর গ্রাম থেকে চোরের একটি দল গরু চুরির চেষ্টা করে। এলাকাবাসী টের পেয়ে চোরের দলকে ধাওয়া দিলে তারা বড়াল নদী দিয়ে নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গ্রামবাসী এলাকায় মাইকিং করে চোর পালানোর খবর ছড়িয়ে দেন।

এলাকাবাসী নদীর বিভিন্ন স্থানে বাধা দিলেও তারা সেগুলো পেরিয়ে উপজেলার বেতুয়ান গ্রাম পর্যন্ত চলে যায়। ওই স্থানের গ্রামবাসী নদীতে প্রায় ১০টি নৌকা দিয়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকায়। এ সময় চোরেরা দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে গ্রামবাসীদের। পরে গ্রামবাসী একত্রিত হয়ে তাদের ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই পাঁচজনের মধ্যে তিন নিহত হন এবং অন্য দুজন পালিয়ে যায়। এর আগে চোর চক্রের ধারাল অস্ত্রাঘাতে স্থানীয় তিন যুবক আহত হন। তাদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গুড়ার দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, রাতে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে যায়। তবে এর আগেই উত্তেজিত জনতার পিটুনিতে ওই তিন যুবক নিহত হন। গত দুই সপ্তাহ ধরে এলাকায় গরু চোরের উৎপাত বেড়েছে। অনেকের বাড়ি থেকে গরু চুরিও হযেছে। ঊর্ধ্বতন মহলকে বিষয়টি অবগতও করা হয়েছিল।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঘটনাস্থল থেকে দুইটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিন মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আগৈলঝাড়ায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি ঝুঁকিপূর্ণ

পাবনায় গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ১২:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

পাবনা জেলা প্রতিনিধি : 

পাবনার ভাঙ্গুড়ায় চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ডাকাতদের ছুরিকাঘাতে স্থানীয় তিনজন আহত হয়েছেন। আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১টার দিকে উপজেলার শাহনগর গ্রাম থেকে চোরের একটি দল গরু চুরির চেষ্টা করে। এলাকাবাসী টের পেয়ে চোরের দলকে ধাওয়া দিলে তারা বড়াল নদী দিয়ে নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গ্রামবাসী এলাকায় মাইকিং করে চোর পালানোর খবর ছড়িয়ে দেন।

এলাকাবাসী নদীর বিভিন্ন স্থানে বাধা দিলেও তারা সেগুলো পেরিয়ে উপজেলার বেতুয়ান গ্রাম পর্যন্ত চলে যায়। ওই স্থানের গ্রামবাসী নদীতে প্রায় ১০টি নৌকা দিয়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকায়। এ সময় চোরেরা দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে গ্রামবাসীদের। পরে গ্রামবাসী একত্রিত হয়ে তাদের ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই পাঁচজনের মধ্যে তিন নিহত হন এবং অন্য দুজন পালিয়ে যায়। এর আগে চোর চক্রের ধারাল অস্ত্রাঘাতে স্থানীয় তিন যুবক আহত হন। তাদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গুড়ার দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, রাতে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে যায়। তবে এর আগেই উত্তেজিত জনতার পিটুনিতে ওই তিন যুবক নিহত হন। গত দুই সপ্তাহ ধরে এলাকায় গরু চোরের উৎপাত বেড়েছে। অনেকের বাড়ি থেকে গরু চুরিও হযেছে। ঊর্ধ্বতন মহলকে বিষয়টি অবগতও করা হয়েছিল।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঘটনাস্থল থেকে দুইটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিন মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।